আবারও ভাইরাল সেই শিল্পির গান “সাদা সাদা কালা কালা” জনপ্রিয় গানটি


২০২২ সালে এসে এমন গান পাওয়া সত্যিই অবিশ্বাস্য। এর আগে এই গানটির গায়কের একটি গান খুবই ভাইরাল হয়েছে নেট জগতে। সেই গানটি হচ্ছে তোমায় আমি পাইতে পারি। উস্ক খুস্ক বৃদ্ধ একজনের থেকে এরকম পালার গান পাওয়াটা যেনো অবিশ্বাসজনক এক ব্যাপার। যেই গানটির মধ্যে ছিলো না কোনো বাধ্যযন্ত্র আর ছিলো না কোনো বাজনাও। শুধুমাত্র গানটি গেয়েই ভাইরাল হয়ে গিয়েছিল তিনি।


সাদা সাদা কালা কালা গানটির গায়ক কে?

আপনি হয়তো ভাবছেন লোকটি কে? লোকটি আর কেউ নন আমাদের সবার চিনা পরিচিত হাশিম মাহমুদ। তিনি তার অসাধারন কৃতিত্বের দ্বারা নিজকে প্রমাণ করতে পেরেছেন নেট দুনিয়ায়। কিন্তু তোমায় আমি পাইতে পারি গানটির পর তার কোনো রকম আর তেমন সাড়া মেলেনি।


কিন্তু এখন ২০২২ এ এসে খুব ভালো একটা চমক দেখিয়েছেন তিনি। চঞ্চল চৌধুরীর অভিনিত হাওয়া নামের একটি মুভি তে সাদা সাদা কালা কালা গানটি গেয়ে নেট দুনিয়ায় তুমুল জনপ্রিয় লাভ করে ফেলেছে। বর্তমানে নেট দুনিয়ার মধ্যে সারা দেশে তার এই গানটি নিয়ে তুলপাড় চলছে। ইউটিউবে এটির ভিউর পরিমাণ মাত্র সাত দিনে এক মিলিয়ন ছাড়িয়েছে।


এই গানটি হাশেম মাহমুদের তৈরি কিন্তু মুভিতে গেয়েছেন আফরান মৃধা শিবলু। মজার বিষয় হচ্ছে গানটি গাওয়ার সময় কোনো প্রকার টিউন বা বাধ্য যন্ত্র ব্যাবহার করা হয়নাই। শুধুমাত্র নৌকার কাঠ, বাশ, কলস হাড়িপাতিল এর মাধ্যমে এটি গাওয়া হয়েছে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের কাছে হাশেম মাহমুদ একজন বেশ পরিচিতি মুখ। তার গান তাদের সবার কাছে ভালো লাগে। বর্তমানে সবাই হাশেম মাহমুদের ভক্ত।


জানা গিয়েছে হাশিম মাহমুদ একটি বিশেষ কঠিন রোগে আক্রান্ত হয়ে আছে। তার রোগটির জন্য তিনি অস্বাভাবিক আচরণ করে সবার সাথে। মাথা ঠিক মতো কাজ করে না। তাই তাকে দিয়ে মুভিতে গানটি না গায়িয়ে আফরান শিবলু কে দিয়ে গানটি গায়িয়েছেন পরিচালক।


আশা করা যায় এই গানটি থেকে যতটা ইনকাম আসবে তা সবটুকুই তার চিকিৎসার জন্য ব্যয় করা হবে। আজ পর্যন্ত এইটুকুই। এই গানটির লিরিক্স পেতে নিচের বাটনটিতে ক্লিক করুন।

View LyricsClick here

(Visited 18 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *