আমি রূপ নগরের রাজকন্যা লিরিক্স||Ami Rup Nogorer Rajkonna Lyrics|| Alvi & Onamika new song Lyrics
About Song
Ami Rup Nogorer Rajkonna Ruper Jadu Enechi Lyrics Is Bengali Song. This Song Is Sing By Shima, Rizan & Alvee. Music Composed By Alvee Al Berunee. There you can easily read the song.
আমি রূপ নগরের রাজকন্যা লিরিক্স||Ami Rup Nogorer Rajkonna Lyrics|| Alvi & Onamika new song Lyrics
Song Details
Singer : Alvi, Rizan & Shima
Lyrics : Alvi & Rizan
Tune : Alvi
Music : Alvi
Album : Ruper Jadu
Label : Alvee
Cast : Alvee & Anamika Oyshi
Movie Name : N/A
আমি রূপ নগরের রাজকন্যা লিরিক্স||Ami Rup Nogorer Rajkonna Lyrics|| Alvi & Onamika new song Lyrics
Lyrics in Bangla
আমি রুপ নগরের রাজকন্যা
রুপের জাদু এনেছি
আমি রুপ নগরের রাজকন্যা
রুপের জাদু এনেছি
আ আ আমার রুপ
নগরের রাজকন্যার
এতো সুন্দর রুপ
ওরে দেখলে আমার
মন ভইরা যায়
ভালায় লাগে খুব
ওর প্রেমে দিয়া ডুব
ওহো না জাইনা সাতার
আমি খাইতাছি চুপ
একে বারে চুপ
আমার পাশের বাড়িতে
থাকে একটা পরী
এই পরীর প্রেমে
হাবুডুবু খাইয়া আমি মরি
পরীর পিছে পিছে ঘুরি
আমার মন করছে ছুরি
হালায় কইত থেকে আইছে
মাইরি এত্তো সুন্দরী
পরীর টানাটানা চোখ
আর গোলাপি গাল
ওরে দেখলে স্মরমে
আমি হইয়া যায় লাল
আমি হইয়া যায় কাল
আর বুজে না
মন কেমনে বুজামু বাল
পরীর বাপ হইছে পুলিশ
আর ভাই সন্তাসি
এইডা বড় কথা না
বড় কথা ভালোবাসি
পরী দেখলে আমারে
মারে মুসকি মুসকি হাসি
আর এই হাসি দেইখা আমি
প্রেম নৌকায় ভাসি
আমি রুপ নগরের রাজকন্যা
রুপের জাদু এনেছি
আরে এত্তো সুন্দর রুপ
দেইখা ভালায় লাগে খুব
আমি দেইখা মজা লমু
তুমি থাকবা চুপ
আমি রুপ নগরের রাজকন্যা
রুপের জাদু এনেছি
এই অন্তর পর হয়ে আজ
তোমায় দেশে এসেছি
আমি রুপ নগরের রাজকন্যা
রুপের জাদু এনেছি
আরে দুর তোর জাদু
বুঝে নাই দাদু
পুরা দুনিয়া চড়ায় ছেরি
এলাকায় সাধু
একবারে সাধু সে পাট লয় সত্যি
নলা পাইলে গলা দইরা
ঝুইলা করে ক্ষতি
আরে ঝুইলা করে ক্ষতি
চেহারায় মায়া
এই মায়া দিয়া খাইয়া দিয়া
মজা গেছে পাইয়া
অনেক মজা গেছে পাইয়া
বুঝে নাই ভাইয়া
রুপ নগরের রুপ বানাইছে
বুতানিক মারায়া
আরে বুতানিক মারায়া
ছেরি লয় এতো পাট
চুজ একটা জিন্স পেন্ট
চিপায় চাপায় শট
লাগতাছে জোস লো
কাপরায়া দে মাট
আরে লাগতাছে জোস লো
কাপরায়া দে মাট।
আমি রুপ নগরের রাজকন্যা
রুপের জাদু এনেছি
আমি রুপ নগরের রাজকন্যা
রুপের জাদু এনেছি।
জাদু করেছো তুমি আমার মনে
ঘুম আসে না দেখো এ দুচোখে
রূপেরই ঝলকে পাগল মন
চায় যে তোমাকে সারাটাক্ষণ।
আমি রুপ নগরের রাজকন্যা
রুপের জাদু এনেছি
ইরান তুরান পার হয়ে আজ
তোমার দেশে এসেছি।
আরে দুর তোর জাদু
বুঝে নাই দাদু
পুরা দুনিয়া চড়ায় ছেরি
এলাকায় সাধু
একবারে সাধু সে পাট লয় সত্যি
নলা পাইলে গলা দইরা
ঝুইলা করে ক্ষতি।
আমি রূপ নগরের রাজকন্যা লিরিক্স||Ami Rup Nogorer Rajkonna Lyrics|| Alvi & Onamika new song Lyrics
This Song Tags
Ami Rup nogorer rajkonna,
Ruper Jadu Enesi,
Hiran Turan Par hoye,
Tumar kase eshesi,
Bangla New trending song 2022,
Bangla Song Lyrics,
Anamika Oyshi new song,
bangla new tiktok trending song Lyrics,
আমি রুপনগরের রাজকন্যা,
রূপের যাদু এনেছি,
হিরান তুরাণ পার হয়ে,
আজ তোমার কাছে এসেছি,
আলভীর নতুন গান লিরিক্স,
অনামিকা ঐশির নতুন গান,
টিকটক ট্রেন্ড গান লিরিক্স,
বাংলা নতুন গান লিরিক্স ২০২২,