আয়রে আয় কাছে আয় লিরিক্স||Ayre Ay kache Ay Lyrics||Saif Zohan bangla New Song Lyrics
About Song
আয়রে আয় কাছে আয়। গানটি গেয়েছেন বাংলাদেশের নতুন একজন কন্ঠশিল্পি সাইফ জোহান। এটি পাবলিশ হয়েছে সাইফের নিজের চ্যানেলটিতে। আমি এই গানের কথাগুলো সেখান থেকেই নিয়ে লিখেছি। তার এই গানটি যেই চ্যানেলে আপলোড করেছে সেই চ্যানেলটির নাম হচ্ছে Saif Zohan । আমি আমার এই সাইটটিতে এই গানটির অনুবাদ লিরিক্স আকারে লিখেছি কবিতা আকারে আপনারা খুব সহজেই পড়তে পারবেন। আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সবার সাথে।
আয়রে আয় কাছে আয় লিরিক্স||Ayre Ay kache Ay Lyrics||Saif Zohan bangla New Song Lyrics
Song Details
Singer : Saif Zohan
Lyrics : Javed Mahmud Jony
Tune : Saif Zohan
Music : Shovon Roy
Album : Ayre Ay Ay Kache Ay
Label : Saif Zohan
Cast : Saif
Movie Name : N/A
আয়রে আয় কাছে আয় লিরিক্স||Ayre Ay kache Ay Lyrics||Saif Zohan bangla New Song Lyrics
Lyrics in Bangla
আয়রে আয়, আয় কাছে আয়
দুজন মিলে বাঁধবো যে ঘর
অচিনপুরের গায়।।
আয়রে আয়, আয় কাছে আয়
দুজন মিলে বাঁধবো যে ঘর
অচিনপুরের গায়।।
হাটবো হাতে হাতটি রেখে
নিঝুম নিরালায়,
ওই নিঝুম নিরালায়।।
আয়রে আয়, আয় কাছে আয়
দুজন মিলে বাঁধবো যে ঘর
অচিনপুরের গায়।।
আয়রে আয়, আয় কাছে আয়
দুজন মিলে বাঁধবো যে ঘর
অচিনপুরের গায়।।
চোখের তারায়, স্বপ্ন বুনে
রাখবো তোরে ঠিক মনের কোনে
মুঠোয় ভোরে সুখ কিনে দেব
থাকবিরে কলিজায়।।
চোখের তারায়, স্বপ্ন বুনে
রাখবো তোরে ঠিক মনের কোনে
মুঠোয় ভোরে সুখ কিনে দেব
থাকবিরে কলিজায়।।
আয়রে আয়, আয় কাছে আয়
দুজন মিলে বাঁধবো যে ঘর
অচিনপুরের গায়।।
আয়রে আয়, আয় কাছে আয়
দুজন মিলে বাঁধবো যে ঘর
অচিনপুরের গায়।।
রোজ সকালে, দুস্টুমিতে
মিষ্টি বিকেল যাবে খুনসুটিতে
একফালি রোদ, নামিয়ে দেব
তোর চোখেরই ইশারায়।।
রোজ সকালে, দুস্টুমিতে
মিষ্টি বিকেল যাবে খুনসুটিতে
একফালি রোদ, নামিয়ে দেব
তোর চোখেরই ইশারায়।।
আয়রে আয়, আয় কাছে আয়
দুজন মিলে বাঁধবো যে ঘর
অচিনপুরের গায়।।
আয়রে আয়, আয় কাছে আয়
দুজন মিলে বাঁধবো যে ঘর
অচিনপুরের গায়।।
হাটবো হাতে হাতটি রেখে
নিঝুম নিরালায়,
ওই নিঝুম নিরালায়।।
আয়রে আয়, আয় কাছে আয়
দুজন মিলে বাঁধবো যে ঘর
অচিনপুরের গায়।।
আয়রে আয়, আয় কাছে আয়
দুজন মিলে বাঁধবো যে ঘর
অচিনপুরের গায়।।
আয়রে আয় কাছে আয় লিরিক্স||Ayre Ay kache Ay Lyrics||Saif Zohan bangla New Song Lyrics
This Song Tags
Ayre Ay Kache Ay,
Saif Zohan New song 2022,
Bangla Song Lyrics,
Ay re Ay Kache Ay,
New bengali song Lyrics,
আয়রে আয় কাছে আয়,
সাইফ জোহানের নতুন গান,
বাংলা নতুন গান আয়রে আয় কাছে আয়,
দুজোন মিলে বাধবো ঘর লিরিক্স,
বাংলা নতুন গান লিরিক্স ২০২২,