বর্তমানে আমাদের মধ্যে অধিকাংশ মানুষের কাছেই নগদ একাউন্ট আছে। কিন্তু তাদের মধ্যে আমরা অনেকেই জানি না যে কিভাবে নগদ এর ব্যালেন্স চেক করতে হয়। বা অনেকেই হয়তো জানেন কিন্তু কিভাবে এটা প্রসেস হয় সেটা জানেন না। অনেকেই আছে যারা নতুন নগদ একাউন্ট খুলেছে এবং এটির ব্যবহার কিভাবে করে সেটি জানেনা তাই হয়তো ব্যালেন্স চেক দেওয়ার জন্যে আজকে আমার এই আর্টিকেলটির মধ্যে আপনি এসেছেন। আজকের এই আর্টিকেলটিতে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনার নগদ একাউন্ট এর ব্যালেন্স চেক করবেন। আর হ্যাঁ চেক করতে হলে অবশ্যই আপনার নগদ একাউন্টের যেই কোড নাম্বারটি রয়েছে সেটা কিন্তু মনে থাকতে হবে। আর না হলে পারা যাবে না। তো চলুন শুরু করে দেই আজকের এই আর্টিকেলটি।
ব্যালেন্স চেক করবেন কেনো?
ব্যালেন্স সাধারণত চেক করা হয় যদি কেউ আপনার মোবাইলে টাকা পাঠিয়ে থাকে তাহলে সেটা দেখার জন্য। অথবা আপনি আরেকজনের মোবাইলে টাকাটা পাঠিয়েছেন টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে গেছে কিনা সেটা শিউর হওয়ার জন্যও চেক করা হয় একাউন্টি। আবার অনেকে হয়ত শখের বশে নিজের একাউন্ট ব্যালেন্স চেক করে থাকে। তো যে যেভাবেই চেক করুক না কেন যে জন্যই চেক করুক না কেন যদি না পেরে থাকেন তাহলে আমার এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আশা করি বুঝে যাবেন।
কীভাবে ব্যালেন্স চেক করবেন?
- প্রথমে আপনার মোবাইলের কি প্যাড এ গিয়ে লিখবেন *167#। এটা লেখার পর ডায়াল এ ক্লিক করবেন। এরপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখাবে।
নগদ একাউন্ট ব্যালেন্স চেক করুন |
- তারপর My Nagad এর ভিতর আপনাকে যেতে হবে। সেখানে যাওয়ার জন্য আপনাকে রিপ্লাই বাটনে ক্লিক করে 7 তুলতে হবে। তোলার পর সেন্ড এ ক্লিক করবেন। এরপর আপনার সামনে আরেকটি এরকম ইন্টারফেস শো করবে।
- যেহেতু আপনি ব্যালেন্স চেক করবেন তাই আপনাকে প্রথমে যে লেখা আছে Balance Enquiry সেটাতে যেতে হবে। এর জন্য আগেরবারের মতই রিপ্লাই বাটনে ক্লিক করে 1 তুলবেন। এরপর সেন্ড করবেন, সেন্ড এ ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যেটার মধ্যে আপনার গোপন পাসওয়ার্ডটা চাইবে।
- এখানে আপনার 4 ডিজিটের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। যেভাবে আমি দিয়েছি, দেওয়ার পর সরাসরি সেন্ড এ ক্লিক করবেন বা ok-তে ক্লিক করবেন এরপর আপনার সামনে আপনার ব্যালেন্সটা শুরু করবে।
- নিচে দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্সটা শো করছে। আমার ব্যালেন্সের 24 টাকা আছে তাই 24 টাকা শো করতেছে ঠিক তেমনি আপনার ব্যালেন্সে যত টাকা থাকবে যদি পাসওয়ার্ড সঠিক হয়ে থাকে তাহলে আপনারটাতে ততো টাকা শো করবে। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য আর পোস্টটা শেয়ার করার জন্য অনুরোধ রইল।