এবারের ঈদে কখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিবে?

এবারের ঈদে কখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিবে?


প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানতে চাচ্ছো এবারের তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে বন্ধ দিবে এবং কবে থেকে এর কার্যকম চালু হবে।


২০২২ সালে ঈদ উল আযহা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান কখন বন্ধ দিবে?

ইতিমধ্যেই বাংলাদেশের শিক্ষাবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবারের ঈদে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকম কতদিন বন্ধ থাকবে। আমি সেই নোটিস টির নিচে ডাউনলোড লিংক দিয়ে রাখবো। আপনারা ডাউনলোড করে নিতে পারেন।


২০২২ সালের গ্রীষ্মকালের ছুটি কখন দেওয়া হবে?

এবারের গ্রীষ্মকাল তো চলেই আসছে কিন্তু কেউই এর ছুটি পায়নি। তো এ নিয়ে শিক্ষা মন্ত্রনালয় বলেছেন এবারের গ্রীষ্মকালের ছুটি একসাথে কুরবানি ঈদের সাথে দেওয়া হবে। কুরবানি ঈদে যতদিন ছুটি দেওয়া হতো এর তুলনায় কিছু দিন বৃদ্ধি করে এবারের গ্রীষ্মের ছুটিটাও দেওয়া হবে।

ঠিক এ কথা মাথায় রেখে গ্রীষ্ম কালের ছুটি এবং ঈদ উল আযহার ছুটি একত্রে করে দেওয়া হয়েছে। যদিও নরমাল ছুটির থেকে বেশ কয়েকদিন কম দেওয়া হয়েছে। তাও তো দিয়েছে। তথ্যসূত্রে বাংলাদেশ অফিসিয়াল শিক্ষাবোর্ড থেকে জানা গিয়েছে।


যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেওয়া বা ছুটি দেওয়া হবে?

এবারের ঈদের সরকারি ছুটি যেভাবে দেওয়া হয়েছে তা একেবারে ভিন্নরূপে আগের তুলনায়। প্রাথমিক পর্যায়ে যারা পড়ে তাদের ছুটি দেওয়া হয়েছে এক পর্যায়ে আর মাধ্যমিক পর্যায়ে যারা পড়ে তাদের কুরবানি ঈদের ছুটি দেওয়া হয়েছে আরেক পর্যায়ে। এই নিয়ে ডিটেইলসে নিচে লেখা আছে।

এবারের ঈদ উল আযহা উপলক্ষে বন্ধটি দেওয়া হবে ২৮শে জুন থেকে ১৬ই জুলাই। এই ১৫ দিন বন্ধটি ধার্য করা হয়েছে শুধু মাত্র প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য। যারা ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ে তাদের জন্য। তারা তাদের ঈদ এবং গরমের ছুটি উপলক্ষে এই ১৫দিন সরকারি ছুটি পাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে।

এবার বলা যাক মাধ্যমিক এর শিক্ষার্থীদের নিয়ে যারা কি না ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত পড়ে। তাদের এবারের ঈদের ছুটি আর গরমের ছুটির বন্ধ দিবে ১এ জুলাই থেকে ১৯এ জুলাই। এই ১৬দিন তাদের বন্ধ দেওয়া হবে শুধুমাত্র মাধ্যমিক পর্যায়ের ছাত্র ছাত্রীদের জন্য।


এ পর্যন্তই শিক্ষা মন্ত্রণালয়ের থেকে ছুটি নিয়ে পাওয়া আপডেট। পরবর্তীতে যদি এর পরিবর্তন ঘটে তবে এই ওয়েবসাইটের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে। তো সাথেই থাকুন চোখ রাখুন এই ওয়েবসাইটে।

(Visited 25 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *