এসএসসি ২০২২ পরীক্ষা কখন হবে? তা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়।

এসএসসি ২০২২ পরীক্ষা কখন হবে? তা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়।


SSC  2022 এবারও কী হবে?

প্রতি বছর এসএসসি বোর্ড পরিক্ষাটি আসলেই যেনো শুরু হয় নতুন এক কর্মকান্ডপ। এবারেও এর ব্যাতিক্রম হয়নি। ২০২১ সালটি গেলো করোনার কারণে। অনেকবার তারিখ পিছিয়ে নিতে হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। অবশেষে ফেব্রুয়ারি মাসের পরীক্ষাটি তারা দিতে পেরেছে নভেম্বর মাসে গিয়ে।


SSC 2022 এর পরীক্ষা কখন নেওয়া হবে?

এবারের এস.এস.সি তে অর্থাৎ SSC 2022 এর পরিক্ষা হবে জানিয়েছিলো শিক্ষাবোর্ড থেকে। তারা জানিয়েছিলো এবারের SSC 2022 এর পরীক্ষা হবে জুন মাসের ১৯ তারিখে। কিন্তু সেই গতবারের মতো দূর্ভাগ্য যেনো ছাড়তেই চায় না প্রতি বছরের SSC ব্যাচের শিক্ষার্থীদের উপর। এবারের পরিক্ষাটিও পিছুতে হচ্ছে, কারণ টা হচ্ছে সিলেটের বন্যা। 2022 SSC BATCH এর পরীক্ষা হবে বলেও হয়নি।


কিন্তু গতকাল শিক্ষা  মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছিলো যে পরীক্ষা কখন হবে? তখন তারা উত্তরে বলেন আমরা আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি কেনো না আমরা শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার কথা বলে তাদেরকে প্রস্তুত করে পরীক্ষা নিতে পারিনাই। আশা করি আগামী মাসের মধ্যে বন্যার ভয়াবহ পরিস্থিতিটা অনেকটা কমে যাবে। সেক্ষেত্রে আমরা আগামী জুলাই মাসের মধ্যে রুটিন প্রকাশ করবো এবং এর এক সপ্তাহের মধ্যে পরীক্ষা নেওয়া হবে।


এসএসসির নতুন রুটিন কখন দিবে?

তো শিক্ষার্থীদের মধ্যে যারা যারা ওয়েট করতেছো ssc পরীক্ষা কখন হবে? তাদের বলে রাখি পরীক্ষা হবে অবশ্যই। কিন্তু তোমরা এর জন্য অপেক্ষা করে সময় নষ্ট না করে পড়ায় মনোযোগ দাও। কেনো না পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে হলে ভালো ভাবে পড়াশোনা করতে হবে।

(Visited 25 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *