
‘ও ভাইসাব সামনের শুক্রবার’ গানের লিরিক্স – সিলেটি গান
Song Name : Bhaisab
Singer : Sheik Rasel & Tosiba
Lyrics : Rasel & Juwel
Tune : Rasel & Juwel
Cast : Rasel & Tosiba
Label : Sristy Music
‘Bhaisap by Rasel & Tosiba’ Song Lyrics in Bangla
“ভাইসাব সামনের শুক্রবার” এটি একটি সিলেটি গান। এটি গেয়েছেন তুসিবা বেগম আর শেখ রাসেল। তারা বাংলাদেশের অন্যতম কন্ঠ শিল্পী বিশেষ করে সিলেটি গানের জন্য বিখ্যাত। তারা তাদের এই গানটি ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন। যেই চ্যানেলটিতে আপলোড করেছেন সেটির নাম Sristy Music।। তাদের এই গানটির লিরিক্স সর্বপ্রথম এই ওয়েবসাইটে আপলোড হয়েছে। অন্যকোনো ওয়েবসাইটে পাবেন না। এই গানটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে পারেন।
‘Bhaisab’ Song Lyrics Bangla
ও ভাইসাব হগলে আইসুন
কিতা খাইছুন
আরেকটু বওহাইন
ও ভাইসাব হগলে আইসুন
কিতা খাইছুন
আরেকটু বওহাইন
আমার বইনে কিরম আছে
তার আগে কওহাইন
আমার বইনে কিরম আছে
তার আগে কওহাইন
ভাবি বেদালা হাইছি মেলাতা কাইছি
এহন বিদা দেওহাইন
ভাবি বেদালা হাইছি মেলাতা কাইছি
এহন বিদা দেওহাইন
আফনের বইনে ভালাই আছে
নিচিন্তা থাকবাইন
আফনের বইনে ভালাই আছে
নিচিন্তা থাকবাইন
ভাইসাব বিছুইনডা লওহাইন
বইয়া বইয়া নিজের শইলো
নিজেই বাও দেওহাইন
বইয়া বইয়া নিজের শইলো
নিজেই বাও দেওহাইন
ভাবি আফনে দেও কহন
দেরী কইরা বাড়িত গেলে
কানবো পুলাপাইন
আর না হইলে হুইত্যা হুইত্যা
রেডিও বাজান
আফনের বইনের রেডিও
ভাললাগে না ঝালাফালা কান
আমার বইনে কিরম আছে
তার আগে কওহাইন
আরে আফনের বইনে ভালাই আছে
নিচিন্তা থাকবাইন
ও ভাইসাব সামনের শুক্কুরবার
চান দেওয়ালির বান্নি হইবো
নিয়ামতপুর বাজার
চান দেওয়ালির বান্নি হইবো
নিয়ামতপুর বাজার
ভাবি আইয়াম নে সামনে বার
এনতে যাইয়া বন্দো যাইয়াম
কত হাম আমার
ভাইসাব বান্নি করতাম
টেহা নাই গো
টেহা দেও চাইহান
ভাবি বাড়িত যাওনের ভাড়া নাইগা
ছেসরামি ছাড়বাইন
আমার বইনে কিরম আছে
তার আগে কওহাইন
আরে আফনের বইনে ভালা আছে
নিচিন্তে থাকবাইন
ও ভাইসাব কালকর দিন ফরে
বাউলা গানের আসর হইবো
ছামড়া বন্দরে
আরে বাউলা গানের আসর হইবো
ছামড়া বন্দরে
আমরার নিথন মদনপুর
প্রত্যক বিষধবারে আসর জমে
সইন্ধা থেইকা ভোর
শুনছি জুয়েল কিশোর
গান গাইবো নে
গান হুইনা যাওহাইন
আরে বাউলা গানের লাইগা
আমার উতাল এ ফরাণ
আমার বইনে কিরম আছে
তার আগে কওহাইন
আরে আফনের বইনে ভালা আছে
নিচিন্তে থাকবাইন
আমার বইনে কিরম আছে
তার আগে কওহাইন
আরে আফনের বইনে ভালা আছে
নিচিন্তে থাকবাইন
‘O Vaishab Samner Shokkor Bar’ Song Lyrics by Tosiba & Rasel
ও ভাইসাব সামনের শুক্রবার
চান দেওয়ালির বান্নি হইবো
নেয়ামতপুর বাজার
O vaishap samner shokkorbar
Chan dewalir banni hoibo
Neyamotpur bazar
O vaishap hogle aysun
Kita khaisun
Arektu bouhain
Amar boine kirom ase
Tar age kou chain
ও ভাইসাব হগলে আইসুন
কিতা খাইছুন
আরেকটু বওহাইন
আমার বইনে কিরম আছে
তার আগে কওহাইন
আরে আফনের বইনে ভালা আছে
নিচিন্তে থাকবাইন