কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। লেখা শুরু করার আগে একটা কথা বলে রাখি। আজকের এই পোস্টটি শুধু মাত্র নতুন ব্লগারদের জন্য লেখা। সুতারাং যারা ব্লগার এক্সপার্ট আছেন কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আজ এখানে কিভাবে গুগল এডসেন্সে Low Value Content এর সমস্যা ও সমাধান করবেন তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বা google adsense low value content problem solution এর উপায়।
বর্তমানে গুগল অ্যাডসেন্সে Low Value Content সমস্যা খুবই কমন হয়ে গেছে। জানা গেছে প্রায় ৯০% অ্যাডসেন্স রিজেক্ট হয়ে যায় এই লো ভ্যালু কন্টেন্ট এর জন্য। তাই আজকে আমি আপনাদের সামনে লো ভ্যালু কন্টেন্ট এর কারণ ও এটার সমাধান দেওয়ার চেষ্টা করবো।
লো ভ্যালু কন্টেন্ট কী?
অনেকেই হয়তো বলবেন যে, লো সিপিসি ও লো সার্চ ভলিউম কিওয়ার্ড নিয়ে পোস্ট করলে সেটি লো ভ্যালু কন্টেন্ট হয়! হ্যাঁ ঠিক কিন্তু এটার সাথে আরও কিছু আছে সেটাই আজ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো!
মনে করুন, আপনি একটি হাই সিপিসি এবং হাই সার্চ ভলিউম কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন! ধরলাম সেই কিওয়ার্ড টি হলো “এসইও”! আপনি এসইও এর উপর ২০ থেকে ৩০টি কপিরাইট ফ্রি পোস্ট করলেন। সবগুলো পোস্ট গুগলে ইন্ডেক্সও হয়ে গেলো। কিন্তু দেখা গেলো তারপরও ” লো ভ্যালু কন্টেন্ট ” আসছে। এখন এটা কেন হলো? আপনি তো হাই সিপিসি কিওয়ার্ড আর হাই সার্চ ভলিউম কিওয়ার্ড নিয়ে কাজ করলেন তাও কেন লো ভ্যালু কন্টেন্ট ধরলো? হ্যাঁ ভাই এই সমস্যাটা এখন মাক্সিমাম লোকই ফেস করে!
এটার কারণ হলোঃ আপনার পোস্টগুলো গুগলে র্যাংক করার মতো যোগ্যতা নেই! অর্থাৎ, আপনি যে পোস্ট গুলো লিখেছেন সেগুলোতে যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো গুগলের কাছে আগে থেকেই আছে! আপনি হয়তো কোনো প্লেজিয়ারিজম চেকার দিয়ে চেক করে নিয়েছেন যে আপনার পোস্টগুলো ১০০% ইউনিক কিন্তু ভাই গুগল এটাও ধরতে পারে! প্লেজিয়ারিজম চেকার শুধু ডুপ্লিকেট ওয়ার্ড ও সেন্টেন্স চেক করে কিন্তু গুগল আপনার ওয়েবসাইটের সকল ইনফো-ই পড়তে পারে! তাই গুগলকে ফাকি দেওয়া খুব একটা সহজ নয়!
আপনি হয়তো এখন বলতে পারেন, ভাই আমার করা সবগুলো পোস্টই তো গুগলে ইন্ডেক্স আছে তাহলে কেন র্যাংক করার যোগ্য নয়? এটার উত্তর হবে, ভাই আপনাকে আরোও একটু জানতে হবে কেননা ইন্ডেক্স আর র্যাংক একই জিনিস নয়, এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে ভাই! পোস্ট ইন্ডেক্স হয়েছে মানেই যে সেটা র্যাংক হবে এটা ভাবলে অনেক বড় ভূল করছেন! পোস্ট ইন্ডেক্স করানো খুবই সহজ কিন্তু র্যাংক করাতে আপনাকে অনেক সময় ও শ্রম দিতে হবে!
লো ভ্যালু কন্টেন্ট আসার কারণ এবং সমাধান করার উপায়ঃ
- ১. লো সিপিসি কিওয়ার্ডঃ হাই সিপিসি ও হাই সার্চ ভলিউম কিওয়ার্ড নিয়ে কাজ করবেন! তবে এমন ভাবে কন্টেন্ট লিখবেন যাতে আপনার পোস্টটি গুগলে র্যাংক করার ক্ষমতা রাখে।
- ২. লো সার্চ ভলিউম কিওয়ার্ডঃ আপনার যদি যথেষ্ট জ্ঞান ও অভিজ্ঞতা না থাকে তাহলে আমি রেকোমেন্ড করবো হাই কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে পোস্ট লিখবেন না! কারণ এধরণের কিওয়ার্ডে র্যাংক করানো অনেক কঠিন।
- ৩. হাই কম্পিটিটিভ কিওয়ার্ডঃ মনে করুন আপনি ৩০টি পোস্ট পাব্লিশ করেছেন! চেষ্টা করবেন সকল পোস্ট গুগলে ইন্ডেক্স করতে এবং আপনার ওয়েবসাইটের ১০+ পোস্ট অর্থাৎ মোট কন্টেন্টের ৩ ভাগের ১ ভাগ বা তার বেশি পোস্ট যাতে গুগলে র্যাংক থাকে।
- ৪. সাইটে মিনিমাম ভিজিটর স্পেশালি অর্গানিক ভিজিটর না থাকাঃ রেগুলারিটি মেইনটেইন করা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়! অনিয়মিত ভাবে পোস্ট না দিয়ে নিয়মিত নির্দিষ্ট সময় পর পর পোস্ট পাব্লিশ করবেন!
- ৫. পোস্টগুলো গুগলে ইন্ডেক্স না থাকাঃ যথা সম্ভব সাইটে ভিজিটর বাড়ান! অর্গানিক ভিজিটর হলে তো আর কোনো কথাই নাই! অনেকেই বলেন যে, অ্যাডসেন্স পেতে ভিজিটর লাগে না! হ্যাঁ ভাই আগে অ্যাডসেন্সের জন্য ভিজিটর খুব একটা বড় বিষয় ছিল না। কিন্তু এখন এটা লাগে! আপনার যদি তাও মনে হয় যে না ভিজিটর লাগে না তাহলে আপনি বাংলা কন্টেন্ট বাদে ইংরেজি কন্টেন্ট নিয়ে কাজ করে কোনো ভিজিটর ছাড়াই অ্যাডসেন্স এনে দেখান ব্রো।
- ৬. কিওয়ার্ড রিসার্চ না করে পোস্ট করাঃ গুগল অফিসিয়ালি ওয়ার্ড লিমিট ও কন্টেন্ট লিমিট প্রকাশ করে নি যে, মিনিমাম এতো ওয়ার্ডের মধ্যে এতোগুলো কন্টেন্ট থাকতে হবে! তবে সকল এক্সপার্টরা রেকোমেন্ড করে ৮০০+ ওয়ার্ডের ৫০+ কপিরাইট ফ্রি পোস্ট পাব্লিশ করে অ্যাডসেন্সের অ্যাপ্লাই করতে।
- ৭. কপিরাইট কন্টেন্ট পাব্লিশ করাঃ আর্টিকেল রিরাইটার বা স্পিনার দিয়ে কন্টেন্ট রিরাইট করে সরাসরি পাব্লিশ করবেন না! রিরাইট করা আর্টিকেলটিতে আপনার নিজের মতো করে কিছু তথ্য যোগ করুন প্রতিটি প্যারায়! তবে চেষ্টা করবেন সেগুলো যাতে ইনফরমেটিভ হয়।
- ৯. সাইটে মিনিমাম কন্টেন্ট না থাকাঃ কিওয়ার্ড রিসার্চ এর উপর জোর দিন! কন্টেন্ট র্যাংকিং এর পলিসি বুঝার চেষ্টা করুন! তাহলে সবকিছুই সহজ হবে আপনার জন্য!
- ১০. এসইও ফ্রেন্ডলি ভাবে না লেখাঃ এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখবেন। গুগলে র্যাংক করার অযোগ্য এমন কন্টেন্ট পাব্লিশ করা!
উপসংহার
এতক্ষণে আমরা কিভাবে গুগল এডসেন্সে Low Value Content এর সমস্যা ও সমাধান করবেন সম্পর্কে আলোচনা করেছি। উপরের সমাধানগুলো মেনে চললে আশা করি আপনার আর লো ভ্যালু কন্টেন্ট আসবে না! এগুলো আমি নিজের মনমতো কিছু বলিনি! এই ইনফো গুলো বিভিন্ন অথোরাইজড ফোরাম থেকে রিসার্স করে নেওয়া! পোস্টে কোথাও কোনো ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন!
আমি চেষ্টা করছি অ্যাডসেন্স ও এসইও এর সকল কমন সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করার! তাই আপনারা পাশে থাকলে পরবর্তীতে আরোও অন্যান্য বিষয় নিয়ে সমাধানমূলক আলোচনা করতে পারবো।