বর্তমান সময়ে বিভিন্ন কারণে আমাদের এসইও এর প্রয়োজন পড়ে। কিন্তু আমরা সঠিকভাবে সেটি করতে পারিনা। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের প্রোপার নলেজ নেই এই বিষয়ে। শুধুমাত্র নলেজ থাকলেই হবে না কিভাবে তা করতে হবে সেটি সম্পর্কে ধারণা থাকতে হবে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা এসইওর কোর্স করেও ভালো করে এসইও করতে পারেনা। তো তাদের উদ্দেশ্যেই আজকের এই আর্টিকেলটি লেখা। এই আর্টিকেলটির মধ্যে আমি এমন ৪টি পরামর্শ দিব যেগুলো মেনে চললে এসইও তে সাকসেস আনাটা কেউ আটকাতে পারবে না।
![]() |
কীভাবে আপনার ব্লগ সাইটটি SEO করবেন 2022। How to be a SEO expert 2022 |
আপনি কী ব্লগিং করছেন? ঠিক মতো এসইও করে পোষ্ট Rank করাতে পারছেন না? আর কোনো চিন্তা করার কারণ নেই কারণ এই আর্টিকেলে আপনাকে সেসব সম্পর্কে বলা হবে যেসকল কিছু আপনি মেনে চললে আপনার ব্লগটি Rank করবে এবং আপনার ব্লগে প্রচুর ভিজিটর আনতে পারবেন। পৃথিবীতে কোনো কিছুই কষ্ট ছাড়া হয় না। ঠিক তেমনই এসইও এতো সহজ না। আপনাকে ধৈর্য্য রেখে সবকিছু নিয়মমাফিক করতে হবে এর পরেই আপনার আশার আলো আসবে। তো আজকের বিষয় যেই ৭টি টপিক সেগুলো নিচে সিরিয়াল করে দেওয়া আছে মনোযোগ দিয়ে পড়ে আপনার কাঙ্ক্ষিত জ্ঞান অর্জন করে ভালো একজন এসইও এক্সপার্ট হয়ে ওঠুন। তো চলুন দেখে নেই সেই নিয়মগুলো কী কী?
প্রফেশনাল কন্টেন্ট লিখা
আপনি যত কিছুই করেননা কেনো SEO করার জন্য সবশেষে কন্টেন্টকেই প্রাধান্য দিতে হবে। কেনো না কন্টেন্টই একটা ওয়েবসাইটের প্রাণ। আর এটাই যদি ভালো করে লেখা না হয় তবে আপনি কোনো উন্নতিই করতে পারবেন না। আগে আপনাকে শিখতে হবে কন্টেন্ট রাইটিং তারপর শিখতে হবে এসইও যদিও কন্টেন্ট রাইটিং এসইও এর অন্তর্ভুক্ত।
যখন আপনি একটি কন্টেন্ট লিখতে যাবেন তখন প্রথম প্যারাগ্রাফটি এমন ভাবে লিখতে হবে যেটা পড়ে অডিয়েন্স যেনো আগ্রহ হয়ে পড়ে পুরোটা পড়ার জন্য। প্রথম প্যারাই আপনি বেশ কয়েকটি Eye-Catching শব্দ ইউজ করবেন। আর এই শব্দগুলো এমন হতে হবে যেনো ভিজিটরস রা চোখ সরাতে না পারে। আপনার ভিতর যদি এই মাইন্ড কনসেপ্টটা থাকে কীভাবে একটা ভিজিটর এর Eye Ctach করা যায় তবেই আপনি কন্টেন্ট রাইটিংএ সফল হতে পারবেন।
![]() |
কীভাবে আপনার ব্লগ সাইটটি SEO করবেন 2022। How to be a SEO expert 2022 |
কীওয়ার্ড এনালাইসিস
একটা কন্টেন্টকে Rank এ নিয়ে আসার জন্য প্রয়োজন পরে এই এনাইলাইসিস।একজন ওয়েবসাইটের মালিক যদি তার কনটেন্ট কিওয়ার্ড রিসার্চ না করতে পারে তাহলে তার ওয়েবসাইট কখনোই Rank করবেনা। এজন্য কিওয়ার্ড রিসার্চ কে ওয়েবসাইটেকে রেংকে নিয়ে আসার প্রাণ বলা হয়। প্রথমে একটি কিওয়ার্ড বাছাই করবেন তারপর সেই কিওয়ার্ডের ভিত্তিতে আপনার কনটেন্ট ভালোভাবে সাজাবেন এরপর ওয়েবসাইটে পাবলিশ করবেন সামান্য এসইও কিছু করলেই আপনার ওয়েবসাইটটি উঠে আসবে গুগলের প্রথম পেজে। সুতরাং আপনাকে ভালো করে কিওয়ার্ড রিসার্চ বিষয়টা অ্যানালিসিস করতে হবে তারপরেই আপনি ব্লগে সাকসেস হতে পারবেন এবং এসইওতে সাকসেস হতে পারবেন।
সঠিক ব্যাকলিঙ্ক তৈরি করা
একটি কনটেন্ট এসইও করার ক্ষেত্রে ব্যাকলিংক এর ব্যবহার এর ভূমিকা অতুলনীয়। আপনার ওয়েবসাইট যদি এসইও করতে চান তাহলে এর জন্য ব্যাকলিংকের ব্যবহার অত্যাবশ্যকিয়। অনেকেই হয়তো ভাবতেছেন যে ব্যাকলিংক জিনিসটা কি? ব্যাকলিংক হচ্ছে কোন একটি ওয়েবসাইট দিয়ে আরও একটি ওয়েবসাইটকে রেফারেন্স করা।
একটা সাধারন এক্সাম্পল হচ্ছে, ধরেন আপনি একটি পলিটিকসে যুক্ত আছেন। আপনি যদি আপনার উচ্চ লেভেলের কারও সাথে সম্পর্ক রাখেন কথাবার্তা বলেন তাহলে দেখবেন যে বাহিরের সবাই বলবে ওর অনেক পাওয়ার আছে। সে অমুক ব্যক্তির সাথে চলাফেরা করে। ঠিক তেমনভাবেই গুগল বট এরকম ব্যাপারটাই ফলো করে। আপনার ওয়েবসাইটেটি যদি অন্যান্য ওয়েবসাইটের সাথে লিংক করা থাকে তাহলে গুগলের ক্রাউলিং বট ভাববে যে আপনি একজন বড় মানের ওয়েবসাইটের মালিকের সাথে সম্পর্ক রয়েছে এবং আপনার ওয়েবসাইটের ভ্যালু রয়েছে। তাই এইসব বড় বড় ওয়েবসাইটটি যখন Rank করবে তার পাশেই আপনার ওয়েবসাইটটিকেও Rank করা হবে। এজন্যই ব্যাকলিংকের ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইটের জন্য।
কম্পিটিটর এনালাইসিস
একটা ওয়েবসাইটের কম্পিটিটর থাকবে এটা স্বাভাবিক। আর এই কম্পিটিটর গুলোকে পিছনে ফেলে Rank এ আসতে পারাইটাই এসইও। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে কিভাবে কম্পিটিটর গুলোকে এনালাইসিস করা যায়? কম্পিটিটর এনালাইসিস করতে হলে প্রথমে যেই ওয়েবসাইটটি ব্যবহার করবেন সেটি হচ্ছে ubbersuggest। বর্তমানে বেস্ট একটি ওয়েবসাইট যেটা দিয়ে আপনি সহজেই ফ্রিতে আপনার কম্পিটিটর এনালাইসিস করতে পারবেন। এছাড়া আরো ভালো ফলাফলের জন্য বিভিন্ন পেইড টুল রয়েছে এগুলাও ব্যবহার করতে পারেন আপনি। যেমন ধরেন Ahrefs, Moz, Semrush ইত্যাদি। কিভাবে ওয়েবসাইটের কম্পিটিটরকে এনালাইসিস করা যায় এ নিয়ে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন সেই গুলো দেখে আপনি খুব সহজেই ভালোভাবে শিখতে পারবেন এবং আপনার কম্পিটিটরকে পিছনে ফেলে নিজের সাইটটিকে Rank এ নিয়ে আসতে পারবেন।
উপরোক্ত বিষয়গুলো মেনে যদি আপনি আপনার ওয়েবসাইটটিকে এসইও করেন সুন্দর ভাবে তাহলে আপনি খুব সহজেই গুগলের ফার্স্ট Rank এ উঠে যেতে পারবেন। এসইও নিয়ে অনেক ভিডিও ইউটিউবে আপনি পেয়ে যাবেন সেগুলো দেখে এবং ভালোভাবে শিখে তারপর আপনি প্রয়োগ করতে পারেন অন্যথায় কোন জায়গায় যদি ভুল হয় তাহলে আপনার ওয়েবসাইট Rank এর বদল উল্টো ডাউন হয়ে যাবে। তাই আগে ভালোভাবে এসইও করা শিখুন তারপর এটি আপনার ওয়েবসাইটে প্রয়োগ করুন। ধন্যবাদ আর্টিকেলটি পড়ার জন্য আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করবেন।