![]() |
কীভাবে আপনার ল্যাপটপের ব্যাটারি সুরক্ষিত রাখবেন? |
বর্তমান সময়ে সবার কাছে ল্যাপটপ বা ডেস্কটপ থাকাটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার না। কারণ এই বিশ শতকে এসে আমাদের পূর্ণাঙ্গ লাইফস্টাইল বদলে গিয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমরা আমাদের দৈনন্দিন কাজে ল্যাপটপ ব্যাবহার করে থাকি। আর আমরা এই ল্যাপটপ ব্যাবহার করি ঠিকই কিন্তু এটির পরিপূর্ণ যত্ন নিতে পারি না। এর কারণে খুব অল্প সময়ে আমরা আমাদের শখের ল্যাপটপটি হারিয়ে ফেলি অর্থাৎ নষ্ট করে ফেলি।
এর মধ্যে সবচেয়ে কঠোর ভাবে যেটির যত্ন নিতে হয় সেটা হচ্ছে ল্যাপটপের ব্যাটারি। আজকের এই আর্টিকেলটিতে আমরা জানবো যে ল্যাপটপের ব্যাটারির যত্ন কীভাবে নেওয়া যায়। কী কী করলে ল্যাপটপ এর ব্যাটারির আয়ু দীর্ঘ করা যায়। এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে মেনে চললেই আপনি আপনার ল্যাপটপের ব্যাটারির আয়ু বাড়াতে পারবেন এবং এর সাথে আপনার ল্যাপটপটিও ভালো থাকবে। এর জন্য আপনাকে ১০টি নিয়ম মানতে হবে। তো চলুন দেখে নেই সেই নিয়ম গুলো কি কি?
যথাসময় চার্জে দিতে হবে এবং চার্জ থেকে খুলতে থাকে।
আমেরিকার একজন বিখ্যাত ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বলেছেন যে বেশিরভাগ ব্যাটারি এই কারনেই নষ্ট হয় কারণ ঠিকমতো চার্জে লাগানো এবং এর থেকে খোলা এসব ব্যাপারে সচেতন না থাকায়। আপনার ল্যাপটপের ব্যাটারিটি তখনই ভালো থাকবে যখন এটির যত্ন নিতে শিখবেন আপনি।
কখন চার্জে লাগাতে হবে?
আপনার ল্যাপটপটি যখন ২০ পার্সেন্ট চার্জে এসে পরবে ঠিক তখনই এক মূহুর্তও দেরী না করে চার্জে লাগিয়ে দিবেন। কেনো না চার্জে না দিলে ব্যাটারিটি ধীরে ধীরে ডাউন হয়ে যাবে। তাছাড়া বর্তমানে সকল ব্যাটারিই পলিমার ব্যাটারি তো ডাউন হতে দেওয়া যাবে না আমাদের ল্যাপটপ এর ব্যাটারিটিকে। তাই সবসময় যখনই ২০ পার্সেন্ট এর কাছাকাছি চলে আসবে চার্জ ঠিক তখনই চার্জে লাগিয়ে দিবেন।
কখন খুলতে হবে চার্জ থেকে?
অনেকেই ভাবে আমি যদি ডিভাইসটি ১০০ পার্সেন্ট চার্জ দেই তাহলে ব্যাটারি ভালো বসুক দিবে। আসলে তাই? ব্যাটারি কী বসুক সত্যিই দিবে? একেবারেই না এটা একটা ভুল ধারণা। ব্যাটারিকে কখনো ১০০ পার্সেন্ট চার্জ হতে দেওয়া যাবে না। কেনো না ব্যাটারি যখন একশো পার্সেন্ট হয় তখন সেটি ওভারলোড হয়ে ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। দরকার কী এতো রিস্কে থাকার। তাই যখন আপনার ল্যাপটপে চার্জ ৯০ পার্সেন্টে পা দিবে তখনই খুলে ফেলবেন চার্জ থেকে। এতে করে আপনার ল্যাপটপ এর ব্যাটারিটি সুরক্ষিত থাকবে।
হালকা এপস গুলো ব্যবহার করার চেষ্টা করবেন।
সবসময় চেষ্টা করবেন কম এমবির এপ্লিকেশন গুলো ইউস করার জন্য। কারণ আপনি যদি ভারি এপ্লিকেশন ইউস করেন বা ইন্সটল করে রাখেন তাহলে এটি আপনার ল্যাপটপ এর ব্যাটারির পাওয়ার প্রভাব ফেলে। হালকা এপ্লিকেশন ব্যবহার করলে সেই প্রভাবটা আর পড়ে না। ভারি এপ্লিকেশন গুলো স্টোরেজ নেওয়ার পাশাপাশি ব্যাটারির পাওয়ার কমিয়ে নিতে প্রভাব ফেলে। তাই ইলেকট্রনিক্স ইন্জিনিয়াররা বলেছেন এপ্লিকেশন ইউস করলে হালকা এপ্লিকেশন ইউস করতে।
একেবারেই যে ইউস করতে বলেনাই তা কিন্তু না। বর্তমান সময়ে এসে ভারি এপ্লিকেশন ইউস করতে হবে কেনোনা সকল কাজ এটির মধ্যেই হয়ে থাকে। তাই ব্যাটারির কথা চিন্তা করে হলেও এতো পরিমাণ ইউস না করে রেম অনুযায়ী এক দুইটা ইউস করতে পারেন। এতে সাপও মরলো লাঠিও ভাঙ্গলো না। আপনার ল্যাপটপ এর ব্যাটারিও সুরক্ষিত থাকলো এবং প্রয়োজনীয় এপ্লিকেশনও ব্যবহার করতে পারলেন।
আপনার ডিভাইসটি ঠান্ডা স্থানে রাখুন।
আমরা সকলেই জানি যখন একটা ল্যাপটপ ইউস করা হয় তখন তার ব্যাটারিটি গরম হয়ে যায়। আর এই সময় গরম ব্যাটারিটি যদি গরম স্থানে রাখা হয় এতে করে সেই ব্যাটারিটি ফুলে যেতে পারে। তাই বিজ্ঞরা আমাদের এই পরামর্শ দিয়ে গেছেন। এখন কথা হচ্ছে কোথায় রাখা যেতে পারে? এমন যায়গায় রাখবেন যেখানে কোনো প্রকার গরম আবহাওয়া নেই শুধুই শীতল আবহাওয়া। আপনার ঘরে তো বিভিন্ন জায়গা আছে তাই না। আর সেখানের মধ্যে কোনো স্থানে ঠান্ডা শুস্ক জায়গা আছে আপনিই ভালো জানবেন। তো আপনার সুবিধা মতো সেখানেই রেখে দিবেন।
ইন্টারনেট সংযোগ বন্ধ রাখুন।
ইন্টারনেট যখন আপনার ল্যাপটপে চালু থাকবে তখন ব্যাকগ্রাউন্ডে ব্যাটারির কার্যক্রম চলতে থাকবে। অর্থাৎ ইন্টারনেট সংযোগ থাকলে সেই ডিবাইসটি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। এতে ব্যাটারি গরম হয়ে যাবে। আর ব্যাটারি গরম হওয়া মানে সেটি ফুলে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাওয়া। তাই সবসময় চেষ্টা করবেন আপনার ল্যাপটপটি ব্যবহার করার পর ইন্টারনেট সংযোগ অফ করে দিবেন।
ল্যাপটপের স্ক্রিন পাওয়ার কমিয়ে রাখুন।
আপনি হয়তো ভাবছেন স্ক্রিনের পাওয়ার কমিয়ে রাখার মধ্যে ব্যাটারির সম্পর্ক কী? নিশ্চয়ই সম্পর্ক আছে কেনো না ব্যাটারির কারণেই স্ক্রিনটি দেখতে পান। আর সেই স্ক্রিনটির কারণেই ব্যাটারির চার্জ হ্রাস পায়। আর আপনি যদি সেই স্ক্রিনটির পাওয়ার বেশী দিয়ে রাখেন তাহলে খুব দ্রুতই চার্জ কমে যাবে। আর যদি পাওয়ার কম করে ব্যবহার করেন তবে চার্জ ৪ঘন্টার জায়গায় ৮ঘন্টা যাবে। এতে করে ব্যাটারিটির হেল্থ সুস্থ থাকবে। তাই বলা হয়েছে ল্যাপটপের ব্যাটারি সুরক্ষিত রাখতে অন্যতম কারণ স্ক্রিন পাওয়ার কমিয়ে রাখা।
এখানে যা বলা হয়েছে এসকল কিছু যদি আপনি ফলো করতে থাকেন তবে আপনার ল্যাপটপের ব্যাটারিটি দীর্ঘায়ু হবে। আরেকটা কথা ব্যাটারিটি যখন চার্জ দিবেন অবশ্যই একটা চার্জার দিয়েই দিবেন। আর যদি মাল্টিপল চার্জার দিয়ে চার্জ দেন তবে আপনার ব্যাটারি ফুলে গিয়ে ব্রাস্টো হয়ে যেতে পারে। সুতরাং এদিকেও সতর্ক থাকবেন। আর পুরোটা আর্টিকেল পড়ার জন্য ধন্যবাদ।