
কেমন করে – Kemon Kore Lyrics by Ahmed Sobuj

‘তোকে ভাবতে পারি না যে’ গানের লিরিক্স – মুশফিক আর ফারহান
Song Name : Kemon Kore
Singer : Ahmed Sobuj & Esha Adrita
Lyrics : Ahmed Sobuj
Tune : Ahmed Sobuj
Cast : Mushfiq R Farhan
Label : CD Choice
‘Kemon Kore’ Song Lyrics in Bangla
“কেমন করে-Kemon Kore” আহমেদ সবুজের এর গানের লিরিক্স। তিনি বাংলাদেশের অন্যতম একজন নতুন শিল্পী। তার এই গানটি ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন। যেই চ্যানেলটিতে আপলোড করেছেন সেটির নাম CD Choice।। এই গানটি একটি নাটকের মধ্যে গাওয়া হয়েছে। আর সেই নাটকের অভিনয়ে ছিলেন আমাদের প্রিয় মুশফিক আর ফারহান ভাই। এই গানটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
‘Kichu Vabte Pari Na Je’ Song Lyrics
কিছু ভাবতে পারি না যে
তোকে ভুলতে পারি না যে
ভালোবাসতে পারি না যে
তোকে ছাড়তে পারি না যে।
কিছু ভাবতে পারি না যে
তোকে ভুলতে পারি না যে
ভালোবাসতে পারি না যে
তোকে ছাড়তে পারি না যে।
লাগে না ভালো তোকে ছাড়া
কোনো ভাবে তোকে আমি
পারিনা তোকে ভুলে যেতে
বুকের ভেতর কেমন করে।
কেমন করে, কেমন করে
বুকের ভেতর কেমন করে
ভুলতে পারিনা স্মৃতি গুলো
আমাকে কেনো কাঁদায়
চোখের পানে ঝড়ে পরে
নিমিশে মিশে যায়।
কেমন করে, কেমন করে
ভুলতে পারিনা স্মৃতি গুলো
আমাকে কেনো কাঁদায়
চোখের পানে ঝড়ে পরে
নিমিশে মিশে যায়।
আর গল্প গুলো পড়লে মনে
সুরগুলো হায় বাজে কানে
আমাকে কেনো ভাবায়।
লাগে না ভালো তোকে ছাড়া
কোনো ভাবে তোকে আমি
পারি না তোকে ভুলে যেতে
বুকের ভেতর কেমন করে
কেমন করে, কেমন করে
বুকের ভেতর কেমন করে।
‘Kichu Vabte Pari Na Je’ by Ahmed Sobuj
Kichu Vabte pari na je
Kichu vulte pari na je
Valobashte pari na je
Toke charte pari na je
Lage na valo toke chara
Kono vabe toke ami
Pari na toke vule jete
Buker vitor kemon kore
Kemon kore, kemon kore
Buker vitor kemon kore