Quran Modhur Bani Ami Jokhoni Shuni Lyrics Bangla
Song: Quran Modhur o Bani
Singer: Baby Najnin
Lyrics: SM Najrul
Tune: Baby Najnin
Music: Asad Madani
Label: BN Official
কোরআন মধুরও বাণী বাংলা গজল লিরিক্স
Quran Modhur Bani Gojol Lyrics. কোরআন মধুরও বাণী (Quran Modhur o Bani)- is sung by Baby Najnin. Gojol Composed by Baby Najnin. This gojol has lyrics by SM Najrul. The Gojol ‘Quran Modhur o Bani’ has been published on Seikh Sadi Official on Youtube channel. I hope so would love to hear the song. If any of you need Bengali Lyrics, Motivation Quotes, Shayari,you can easily get in this Website Status – Top Thing BD.
Quran Modhur Bani Gojol Lyrics in Bangla
কোরআন মধুর বানী
আমি যখনই শুনি
আমার মন ভরে যাই
কোরআন মধুর বানী
আমি যখনই শুনি
আমার মন ভরে যাই
শোনো মুমিন মুসলমান
পড়ে দেখনা কোরআন
কত শান্তি পাওয়া যায়
কোরআন মধুরও বানী
প্রতিটি হরফে দশ দশ নেকি আছে
আমলে জমা হয়
প্রতিটি হরফে দশ দশ নেকি আছে
আমলে জমা হয়
পাপের খাতা হতে
পাপ যায় তোমার হেটে
নেকিতে হয় বোঝায়
এ এমন বরকতময়
মেলে সবারী দাওয়ায়
শোনো মুমিন মুসলমান
পড়ে দেখনা কোরআন
কত শান্তি পাওয়া যায়
কোরআন মধুরও বানী
আমি যখনই শুনি
আমার মন ভরে যাই
কোরআন মধুরও বানী
কোরআন এমন গ্রন্হ
পৃথিবীর যত মন্ত্র
সবই যাবে মিলে
কোরআন এমন গ্রন্হ
পৃথিবীর যত মন্ত্র
সবই যাবে মিলে
ইহকাল পরকাল
আকাশ হতে পাতাল
সবার চাবি খুলে
কোরআন বড় মধুময়
কল্বে নূর জারী হয়
শোনো মুমিন মুসলমান
পড়ে দেখোনা কোরআন
কত শান্তি পাওয়া যায়
কোরআন মধুরি বানী
আমি যখনই শুনি
আমার মন ভরে যাই
কোরআন মধুরও বানী
এস এম নজরুল বলে
কোরআন আমার ইমান
কোরআন জীবন বিধান
এস এম নজরুল বলে
কোরআন আমার ইমান
কোরআন জীবন বিধান
এই কোরআনের খেলাপি
যে চলবে সে পাপী
সে হবে নফরমান
বেবী নাজনীন বলে যায়
কোরআন রাখনা সিনায়
কোরআন মধুর বানী
আমি যখনই শুনি
কোরআন মধুর বানী
আমি যখনই শুনি
আমার মন ভরে যাই
শোনো মুমিন মুসলমান
পড়ে দেখনা কোরআন
কত শান্তি পাওয়া যায়
কোরআন মধুরও বানী