জম্ম মৃত্যুর আবর্তনে পূনর্জম্ম হবে লিরিক্স

জম্ম মৃত্যুর আবর্তনে পূনর্জম্ম হবে লিরিক্স


জম্ম মৃত্যুর আবর্তনে পূনর্জম্ম হবে লিরিক্স

Song Name : PunorJonmo
Singer : Rasel Ahmed
Lyrics : Kanai Nobokanto
Tune : Kanai Nobokanto
Cast : Yamin & Israt
Label : Chandrapith

Punorjonmo Song Lyrics in bangla

Jonmo Mrittor Abortone Punorjonmo Hobe এই গানটি গেয়েছেন Rasel Ahmed. এটি Chandrapith ইউটিউব চ্যানেলটি তে আপলোড করা হয়েছে। এই গানটির সম্পূর্ণ লিরিক্স এখানে পেয়ে যাবেন। গানটির লিরিক্স যদি আপনাদের কাছে ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন। আর এরকম সকল প্রকার গান পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।

Jonmo Mrittor Abortone Lyrics in bangla

……Start Lyrics……
জন্ম মৃত্যুর আর্বতনে
পুনরজন্ম হবে
তোমার আবার দেখা পাব
কখন কে জানে

জন্ম মৃত্যুর আর্বতনে
পুনরজন্ম হবে
তোমার আবার দেখা পাব
কখন কে জানে

দূরে যাও সরে যাও
রেখে যাও কিছু স্মৃতি তোমার আমার

জানি আবার একটি জন্ম
আমার কভু হবে না।
জানি আবার এমন করে
তোমার দেখা পাবো না

জানি আবার একটি জন্ম
আমার কভু হবে না।
জানি আবার এমন করে
তোমার দেখা পাবো না

সোজা-সাপ্টা একথা সত্য কথা বলি
তোমায় ভীষণ রকম ভালোবাসি
হাজার যুদ্ধ বয়ে গেছে মনে
তোমায় এই কথা বলব বলে

বলা হয়নি কথা কি ছিলো এই মনে
বলা হয়নি কথা কি ছিলো এই মনে

জানি আবার একটি জন্ম
আমার কভু হবে না।
জানি আবার এমন করে
তোমার দেখা পাবো না

জানি আবার একটি জন্ম
আমার কভু হবে না।
জানি আবার এমন করে
তোমার দেখা পাবো না

আছো তুমি যেখানে
প্রতি শব্দ শব্দ দূষন
বাজে সময় অবস
দেয়ালেতে তোমারি গুনগুন

আজন্ম রাত বুকের
মাঝে ধনি প্রতিধ্বনি
রাতের আকাশ তোমায়
ছাড়া ভীষণ একাকি

আজো সৃতি গুলো ভীষণ রকম দামি
আজো সৃতি গুলো ভীষণ রকম দামি

জানি আবার একটি জন্ম
আমার কভু হবে না।
জানি আবার এমন করে
তোমার দেখা পাবো না

জানি আবার একটি জন্ম
আমার কভু হবে না।
জানি আবার এমন করে
তোমার দেখা পাবো না
…….End Lyrics…….

(Visited 13 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *