তোমার মতন করে লিরিক্স by Barenya Saha
তোমার মতন করে গানটি Zee Music Bangla ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। এটি গেয়েছেন Barenya Saha। গানটির লিরিক্স লিখেছেন Somraj Das।এরকম আরও গানের লিরিক্স পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। আমাদের এই topthingbd ওয়েবসাইটে সবসময় নতুন নতুন গানের লিরিক্স পাবেন।
Tomar Moton Kore song by Barenya Saha details
Below given details of Tomar Moton Kore song by Barenya Saha.
Name: Tomar Moton Kore
Singer: Barenya Saha
Lyrics: Somraj Das
Music: Debojit Sengupta
Label: Zee Music Bangla
Tomar Moton Kore song Whole lyrics in Bangla
ভালোবাসা জমে আছে তাঁরই নামে
ব্যাথাগুলো চোখ মোছে অভিমানে।
সব জেনেছি বুঝেছি
তবু চাই
আমি হাসিরই আড়ালে
ভালো নেই ভালো নেই।
জানিনা কিসের ভুলে ছেড়ে গেলে
জেনেও এতটা যে আঘাত দিলে
আমি থেকে যেতাম
তুমি রেখে দিলে অযথাই
এই আমায়
আমি তোমার মতোন করে
তোমার হলাম
আজ নিজেই নিজের অজানায়
আজ নিজেই নিজের অজানায়।
খুবই লাগে বেমানান
তবু একমুঠো গান
ছড়ালাম এই অবেলায়।
ও ও
মরে যায় সে ছোঁয়ায়
আধো প্রেমেরই মায়ায়
ঢাকে আঁচল মেঘেই আমায়।
কোনোদিন সে ভুল ভেঙে যদি আসে
আমি আমার মতন করে নেবো মেনে
এ বুকের আবাদে
ফোটে ফুল মনের গভীরে।
বিষাদের ছায়াপথ
ঢেকেছে স্মৃতির আঁধারে
ভালোবাসা জমে আছে তাঁরই নামে
ব্যাথাগুলো চোখ মোছে অভিমানে।
সব জেনেছি বুঝেছি
তবু চাই
আমি হাসিরই আড়ালে
ভালো নেই ভালো নেই।
জানিনা কিসের ভুলে ছেড়ে গেলে
জেনেও এতটা যে আঘাত দিলে
আমি থেকে যেতাম
তুমি রেখে দিলে অযথাই
এই আমায়
আমি তোমার মতোন করে
তোমার হলাম
আজ নিজেই নিজের অজানায়
আজ নিজেই নিজের অজানায়।
Tomar Moton Kore by Barenya Saha lyrics bangla
তোমার মতন করে এই গানটি produced করেছে Rohan Kumar Paul. এই গানটির সম্পূর্ণ ভিডিও ক্লিপসহ ইউটিউবে আপলোড করা হয়েছে। যেই চ্যানেলে আপলোড করা হয়েছে সেই চ্যানেলটির নাম হচ্ছে Zee Music Bangla. ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত গানটির সম্পূর্ণ ভিডিও। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করবেন তোমার মতন করে song video Barenya Saha, Tomar Moton Kore song video, তোমার মতন করে গানের ভিডিও, তোমার মতন করে গান Barenya Saha। তাহলেই পেয়ে যাবেন মিউজিক ভিডিওটি।
Tomar Moton Kore Lyrics in Bangla
Bhalobasha jome ache taari naame
Beytha gulo chokh moche obhimaane.
Sob jenechi bujhechi tobu chai
Ami haasir arale
Bhalo nei, bhalo nei.
Janina kiser bhule chere gele
Jeneo etota je aghat dile
Ami theke jetam
Tumi rekhe dile ojothai Ei amay.
Ami tomar moton kore tomar holam
Aaj nijei nijer ojanay
Aaj nijei nijer ojanay.
Khubi laage bemanan
Tobu ekmutho gaan
Choralam ei obelay o.
More jaay se choway
Adho premeri mayay
Dhake achol meghei amay.
Konodin se bhul venge jodi ashe
Ami amar moton kore nebo mene
E buker abade
Fotey phul moner gobhire
Bishader chayapoth
Dhekeche smritir andhare.
তোমার মতন করে গানের মিউজিক ভিডিও
আপনি ইউটিউবে না গিয়েও গানটি দেখতে পারবেন। এখানে আমি Barenya Saha এর তোমার মতন করে গানটি embed করে দিবো। তারপর আপনি আমাদের এই সাইটেই মিউজিক ভিডিওটি দেখতে পাবেন। নিচে তোমার মতন করে গানটির embed ভিডিওটি দেওয়া হলো।
FAQ
Q1: তোমার মতন করে গানটি কে গেয়েছে?
Ans: তোমার মতন করে গানটি গেয়েছে Barenya Saha।
Q2: তোমার মতন করে গান কে নির্মাণ করেছে?
Ans: তোমার মতন করে গানটি নির্মাণ করেছে Rohan Kumar Paul।
Q3: তোমার মতন করে গানটি কোন চ্যানেলে আপলোড করা হয়েছে?
Ans: তোমার মতন করে গানটি যেই চ্যানেল আপলোড করা হয়েছে সেটির নাম হচ্ছে Zee Music Bangla।
Q4: When uploaded the song Tomar Moton Kore song in youtube?
Ans: The time of upload Tomar Moton Kore song 20 Jan 2023.
Q5: Where i can find the Tomar Moton Kore song lyrics?
Ans: You will find on topthingbd.com website in Google.
Read Also:
- সোহাগ চান বদনী ধ্বনি নাচো তো দেখি(Shohag Chan) song লিরিক্স
- আরে হাই কিছু কথা ছিলো মাথায় Song Lyrics in Bangla
- পিন্দারে পলাশের বন (Pindare Polasher Bon) লিরিক্স by Wrong Tuli Band