তোরে একটা নজর দেখার লাগি পিছু পিছু ছুটি রে লিরিক্স||Tore Ekta Nojor Dekhar Lagi Lyrics|| Bangla new song Lyrics
About Song
ভালোবাসার মাঝে। গানটি গেয়েছেন বাংলাদেশের নতুন একজন কন্ঠশিল্পি Robiul Islam Robi। এটি পাবলিশ হয়েছে ঈগল মিউজিক চ্যানেলটিতে। আমি এই গানের কথাগুলো সেখান থেকেই নিয়ে লিখেছি। তার এই গানটি যেই চ্যানেলে আপলোড করেছে সেই চ্যানেলটির নাম হচ্ছে Eagle Music Station । আমি আমার এই সাইটটিতে এই গানটির অনুবাদ লিরিক্স আকারে লিখেছি কবিতা আকারে আপনারা খুব সহজেই পড়তে পারবেন। আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সবার সাথে।
তোরে একটা নজর দেখার লাগি পিছু পিছু ছুটি রে লিরিক্স||Tore Ekta Nojor Dekhar Lagi Lyrics|| Bangla new song Lyrics
Song Details
Singer : Robiul Islam Robi
Lyrics : Ariful Islam Shiblu
Tune : Shopnojal Brand
Music : Ankur Mahmud
Album : Shopnojal Brand
Label : Eagle Music
Cast : N/A
Movie Name : N/A
তোরে একটা নজর দেখার লাগি পিছু পিছু ছুটি রে লিরিক্স||Tore Ekta Nojor Dekhar Lagi Lyrics|| Bangla new song Lyrics
Lyrics in Bangla
তোর ভালোবাসার মাঝে
আমি হারাই গেছি রে
তোর ভালোবাসার ফাদে
আমি ফাইসা গেছি রে
তোর মনেরই পিন্জিরাতে
আমায় রাখিছ রে
তোর মনেরই পিন্জিরাতে
আমায় রাখিছ রে
তোর ভালোবাসার মাঝে
আমি হারাই গেছি রে
তোর ভালোবাসার ফাদে
আমি ফাইসা গেছি রে
তোর মনেরই পিন্জিরাতে
আমায় রাখিছ রে
তোর মনেরই পিন্জিরাতে
আমায় রাখিছ রে
আরে একটা নজর দেখার লাইগা
তোর পিছু ছুটি রে
তুই যে আমার মনের রাণি
কেমনে তোরে বুঝাই রে
আরে একটা নজর দেখার লাইগা
তোর পিছু ছুটি রে
তুই যে আমার মনের রাণি
কেমনে তোরে বুঝাই রে
এই মনেরই এলবামে
শুধু তোরই ছবি রে
তোর ভালোবাসার ফাদে
আমি ফাইসা গেছি রে
তোর মনেরই পিন্জিরাতে
আমায় রাখিছ রে
তোর মনেরই পিন্জিরাতে
আমায় রাখিছ রে
ওরে তুই চাইলে তোর লাইগা
মরতেও আমি রাজি রে
এই জগতের সবাই জানুক
তোরে ভালোবাসি রে
ওরে তুই চাইলে তোর লাইগা
মরতেও আমি রাজি রে
এই জগতের সবাই জানুক
তোরে ভালোবাসি রে
এই মনেরই ক্যানভাসে
শুধু তোরেই রাখি রে
তোর ভালোবাসার ফাদে
আমি ফাইসা গেছি রে
তোর মনেরই পিন্জিরাতে
আমায় রাখিছ রে
তোর মনেরই পিন্জিরাতে
আমায় রাখিছ রে
তোর ভালোবাসার মাঝে
আমি হারাই গেছি রে
তোর ভালোবাসার ফাদে
আমি ফাইসা গেছি রে
তোর মনেরই পিন্জিরাতে
আমায় রাখিছ রে
তোর মনেরই পিন্জিরাতে
আমায় রাখিছ রে
তোর মনেরই পিন্জিরাতে
আমায় রাখিছ রে
তোর মনেরই পিন্জিরাতে
আমায় রাখিছ রে
তোর মনেরই পিন্জিরাতে
আমায় রাখিছ রে
তোরে একটা নজর দেখার লাগি পিছু পিছু ছুটি রে লিরিক্স||Tore Ekta Nojor Dekhar Lagi Lyrics|| Bangla new song Lyrics
This Song Tags
Tore Ekta Nojor Dekhar Lagi,
Bangla New song 2022,
Bangla Song Lyrics,
Tui je amar moner rani,
bangla tiktok trending song Lyrics,
তোরে একটা নজর দেখার লাগি,
তুই যে আমার মনের রাণী,
তোরে কেমনে বুঝাই রে,
টিকটক ট্রেন্ড গান লিরিক্স,
বাংলা নতুন গান লিরিক্স ২০২২,