দীর্ঘদিনের প্রেম ভেঙ্গে ফেললো রাশ্মিকা এবং বিজয়

দীর্ঘদিনের প্রেম ভেঙ্গে ফেললো রাশ্মিকা এবং বিজয়

দীর্ঘদিনের প্রেম ভেঙ্গে গেলো সাউথ ইন্ডিয়ার মুভির জনপ্রিয় নায়ক নায়িকা রাশ্মিকা মান্ডানা আর বিজয় দেবরাকান্দের। গত পরশু কোনো এক প্রেস মিটিংয়ে কথাটি স্পষ্ট করেন এই সাউথ ইন্ডিয়ার নায়িকা রাশ্মিকা।


বিজয় এবং রাশ্মিকার প্রথম ছবি দিয়েই শুরু হয় তাদের এই প্রেম। তাদের প্রথম ছবিটি ছিলো “গীতা গোবিন্দম”। এই মুভিটি তামান ইন্ডিয়ায় জনপ্রিয়তা অর্জন করে ফেলে। আর এর থেকে তাদের দুইজনের জনপ্রিয়তা শুরু হয়। তখনকার মুভিটির শুটিং চলাকালিন তারা একে অপরের প্রতি প্রেমে আকৃষ্ট হন। এরপর তারা দীর্ঘদিন তাদের প্রেম চালিয়ে যান।


এর আগে তাদের মধ্যের প্রেমের সম্পর্ক যে ছিলো তা কেউই জানতো না। গত পরশু প্রেস মিটিংয়ে রাশ্মিকা নিজের মুখে এ কথা বলেন। তিনি বলেন “বিজয়ের সাথে আমার দীর্ঘদিন প্রেম ছিলো। গীতা গোবিন্দম মুভিটির শুটিং চলাকালিন। কিন্তু সেটা অনেক আগেই ভেঙ্গে গিয়েছে। প্রায় দুই বছর আগেই আমরা আমাদের এই রিলেশন ভেঙ্গে দিয়েছি। এখন আমরা খুব ভালো বন্ধু।”


তাদের এই বন্ধুর্তপূর্ণ সম্পর্কের মধ্যেই একটি মুভি রিলিজ হবে যেটার শুটিং চলছে বর্তমানে। মুভিটির নাম “সীতা রাম”। সীতা রাম মুভিটি মুক্তি পাবে কখন তা এখনো জানানো হয়নাই। তবে খুব শীঘ্রই জানানো হবে বলে জানান জনপ্রিয় অভিনেতা বিজয়।


বিজয়েরও ২৫এ আগস্টে একটি মুভি রিলিজ হতে যাচ্ছে। যেটির মাধ্যোমে তিনি প্রথমবারের মতো পা রাখবেন বলিউডে। বলিউডে অভিনয় কৃত এই মুভিটির মধ্যে তিনি বক্সারের ভূমিকায় থাকবেন।


বিজয় বলেন “আমি যখন তোমার(রাশ্মিকা) নাম নেই তখন সবাই হাসে কেনো আমি জানি না। তবে আমাদের বন্ধুত্ব থাকবে চিরকাল।”

(Visited 34 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *