![]() |
নতুন অবস্থায় বাংলাদেশ থেকে কীভাবে ডোমেইন কিনবেন? |
আপনি যদি ভেবে থাকেন যে একটি ওয়েবসাইট তৈরি করবেন তাহলে অবশ্যই আপনার একটি ডোমেইন প্রয়োজন পড়বে। আর এই ডোমেইন কিনা নিয়ে অনেকের মনে সংশয় জাগে। যে কিভাবে একটি ডোমেইন কিনবে? বা কিভাবে তা সেটআপ করবে? অথবা কোন কোম্পানি থেকে ডোমেইনটি কিনলে ভালো মানের সার্ভিস পাওয়া যাবে? এরকম আরো অনেক কারণ মাথায় ঘুরপাক খায়। তো আজকের এই আর্টিকেলটিতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনি একটি ভালো মানের ডোমেইন কিনতে পারবেন বাংলাদেশ থেকে। একটি ডোমেইন কোন সাইট থেকে ক্রয় করবেন আপনার পছন্দ অনুযায়ী। ডোমেইন বাই করার জন্য ২টি উপায় রয়েছে। নিচে তা সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হলো।
নতুন অবস্থায় বাংলাদেশ থেকে কীভাবে ডোমেইন কিনবেন?
ডোমেইন কিনার জন্য আপনার কাছে দুটি রাস্তা রয়েছে প্রথমটি হচ্ছে আপনি বাংলাদেশী ওয়েবসাইট থেকে কিনতে পারবেন এবং দ্বিতীয়টি হচ্ছে ইন্টার্নেশনাল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।
বাংলাদেশ থেকে কিভাবে ডোমেইন কিনবেন?
আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন আর আপনার ইন্টারন্যাশনাল কোন পেমেন্ট করার way না থাকে তাহলে আপনার জন্য বাংলাদেশের ডোমেইনের buying সাইটগুলোই better। আপনার কাছে বিকাশ একাউন্ট বা নগদ একাউন্ট কিংবা রকেট একাউন্ট থাকলে কিনে নিতে পারবেন আপনার নিজের পছন্দীয় ডোমেইন। আর বর্তমান সময়ে প্রত্যেকটি মোবাইলে বিকাশ, নগদ আর রকেট একাউন্ট অবশ্যই থাকে। তো এর মাধ্যমে ডোমেইন কিনতে আপনাকে আলাদা ভাবে কোনো কষ্ট করতে হবে না। বাংলাদেশের মধ্যে জনপ্রিয় কয়েকটি ডোমেইন selling সাইট রয়েছে। আর এসব সাইটসগুলোর নাম হচ্ছে potulhost, alphanetbd, webhostbd আরো অনেকগুলো এরকম বিশ্বস্ত সাইট রয়েছে।
বাংলাদেশ থেকে ডোমেইন কেনার সময় কি কি বিষয় খেয়াল রাখবেন?
এখানে আপনাকে অনেক কিছুই খেয়াল রাখতে হবে কেননা এখানে বাংলাদেশের মধ্যে অনেক ফ্রট-বাটপার রয়েছে। তাদের কাছ থেকে যদি আপনি ডোমেইন কিনেন তাহলে পরবর্তীতে আপনার ডোমেইন কন্ট্রোল প্যানেল হারিয়ে ফেলতে পারেন। আর কন্ট্রোল প্যানেল হারানো মানে আপনার সাইটটা হারিয়ে ফেলা। তাই এর আগে দেখে নিন যে যেখান থেকে ডোমেইনটি কিনেছেন সেই সাইটটি বিশ্বস্ত কি না? বিশ্বস্ত যেই সাইটগুলো রয়েছে সেই সাইটগুলো থেকে ডোমেইন buy করার জন্য আমি আপনাকে সাজেস্ট করবো।
কিভাবে ইন্টারন্যাশনাল সাইট থেকে ডোমেইন কিনবেন?
ইন্টারন্যাশনাল ওয়েবসাইট গুলো থেকে ডোমেইন কেনার জন্য আপনার কাছে প্রয়োজন পড়বে ভিসা, মাস্টার কার্ড। আর যদি তা না থাকে তাহলে আপনার কাছে যদি crypto currency থাকে তাহলেও ক্রয় করতে পারবেন।। যদিও বাংলাদেশ থেকে crypto currency অবৈধ তারপরও অনেক উপায় রয়েছে সেগুলো কেনার জন্য। crypto currency বলতে বিটকয়েন, লাইটকয়য়েন, ডোজকয়েন, ইথিরিয়াম এগুলোকে বোঝায়। এগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই কিনে ফেলতে পারবেন ইন্টার্নেশনাল ওয়েবসাইট থেকে আপনার পছন্দের ডোমেইনটি।
কি কি বিষয় খেয়াল রাখতে হবে?
আজকাল ইন্টার্নেশনালে হাজার হাজার ডোমেইন বেচাকেনার ওয়েবসাইট রয়েছে। সেখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে বিশ্বস্ত ডোমেইন সেলার ওয়েবসাইট কোনটি। এখান থেকে আপনার ডোমেইনটি কিনতে হবে। অন্যথায় আপনি যদি অন্যান্য ওয়েবসাইট থেকে কিনেন তাহলে পরবর্তীতে বিপদে পড়তে হবে আপনাকে। আপনার ওয়েবসাইট যদি এস্টাবলিশ হয়ে ওঠে তাহলে পরবর্তী বছরের জন্য ডোমেইনটি রিনিউ করতে চাইলেও পারবেন না। কেননা অবিশ্বস্ত সাইট থেকে ক্রয় করেছেন। কন্ট্রোল প্যানেল হারিয়ে ফেলবেন। সাথে আপনার শখের সাইটটিকেও হারাবেন। ইন্টার্নেশনালে বিশ্বস্ত বেশ কয়েকটি সাইট রয়েছে যেমন GoDaddy, NameCheap, BlueHost ইত্যাদি। এসব সাইটগুলোর মধ্যে থেকে আপনি নিশ্চিন্তে ডোমেইন ক্রয় করতে পারবেন।
আর হ্যাঁ একটা কথা অবশ্যই মনে রাখবেন যে ডোমেইন হচ্ছে একটি ওয়েবসাইটের প্রাণ। আর এটি যদি আপনি যেমন যেমন ওয়েবসাইট থেকে কিনেন তাহলে আপনাকে ভবিষ্যতে পস্তাতে হবে। তাই ডোমেইন কেনার আগে অবশ্যই একটু যাচাই-বাছাই করে নেবেন যে কোন ওয়েবসাইট থেকে কিনলে ভালো হবে। আর যদি আপনি ভুল করে ফেলেন আপনাকে এই ভুলের বড় একটি মাশুল দিতে হবে। ধন্যবাদ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ার জন্যে। আশা করি সবার সাথে শেয়ার করবেন।