প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসার পর দেওয়া হবে এসএসসি রেজাল্ট

প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসার পর দেওয়া হবে এসএসসি রেজাল্ট

প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসার পর দেওয়া হবে এসএসসি রেজাল্ট
প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসার পর দেওয়া হবে এসএসসি রেজাল্ট


আজকাল গুগলে অনেক বেশী সার্চ হচ্ছে এই বিষয়টা নিয়ে যে এস.এস.সি রেজাল্ট কবে দিবে। বিভিন্ন ওয়েবসাইটে বলতেছে যে ২৭ তারিখ দিবে আবার পরের দিন সেই ওয়েবসাইট বলতেছে ২৮ তারিখ দিবে আর এখন তারা বলছে ৩০ তারিখ দিবে। ভাবা যায়  এগুলো বলে বলে তারা ভিউয়ার্স অর্জন করছে আর টাকা কামাচ্ছে। যদিই না ইবা জানা থাকে রেজাল্ট কবে দিবে তাহলে দরকার কী বলুন তো এরকম করে সিম্প্যাথি অর্জন করার। বর্তমানে আমাদের দেশের লোকেরা এতোটাই নিচে নামতে পারছে যে টাকার জন্য যা কিছুই করতে পারে। তাদের এই মনোভাব দেখে আমার আর বলার কিছু নাই।


তো কথা হচ্ছে এস.এস.সি পরীক্ষা তো দিলাম রেজাল্টের তো কোনো খবর নাই। রেজাল্ট পাবো কবে? তো যারা এই প্রশ্নটি গুগলে করছেন কিন্তু এর কোনো উত্তর খুজে পাচ্ছেন না আজকের এই ব্লগটি থেকে জানতে পারবেন আমাদের রেজাল্ট দিবে কবে বা বর্তমানে রেজাল্টটি কোন অবস্থায় আছে।


গত নভেম্বরের ১৪ তারিখ থেকে এস.এস.সি পরীক্ষা শুরু হয়েছে এবং প্রতিটি গ্রুপের স্টুডেন্টের থেকে তিনটি করে পরীক্ষা নিয়েছে। আর এই পরীক্ষা গুলো শেষ হয়েছে ২৪ তারিখ। যেহুতু শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাঘ্যাত ঘটেছে তাই শিক্ষামন্ত্রি দীপু মনি পরীক্ষা ১০০ নাম্বারের জায়গায় ৫০ নাম্বারে করে দিয়েছে। তাদের প্রশ্ন থাকবে ৭টি সেখান থেকে সাইন্সের জন্য যেকোনো দুটি আর কমার্স ও আর্টসের জন্য যেকোনো ৩টি প্রশ্নের উত্তর দিলেই হবে। এরপর এমসিকিউ তে প্রশ্ন থাকবে ২৫টি সেখান থেকে সাইন্সের জন্য যেকোনো ১২টি আর বাকি দুই সাবজেক্টের জন্য ১৫টি এমসিকিউ পূরণ করতে হবে।


তো খুব ভালো করেই পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। আমরা জানি এস.এস.সি পরীক্ষার ফলাফল ৩ মাস পরে আসে। কিন্তু এক্ষেত্রে দীপুমনি চেন্জ করলো তিনি বলেন আগামী একমাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে। তাহলে ধরা যায় যে ডিসেম্বরের শেষে রেজাল্ট দিবে। 

প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসার পর দেওয়া হবে এসএসসি রেজাল্ট


কিন্তু এখন তো ডিসেম্বরের শেষ সপ্তাহ চলতেছে। কিন্তু শিক্ষা অধিদপ্তর থেকে কোনো কিছুই জানা যায় নি যে কবে দিবে রেজাল্ট। এখনো সিউর ভাবে বলে নাই তারা রেজাল্ট ঠিক কত তারিখে দিবে। রেজাল্ট এর সম্পর্কে শিক্ষা অধিদপ্তর থেকে এইটুকুই জানা গেছে যে রেজাল্টের খাতা কম্প্লিট ভাবে দেখা হয়ে গেছে এবং শুধু মাত্র পাবলিস করার বাকি। রেজাল্ট পাবলিস করতে হলে প্রয়োজন প্রধানমন্ত্রীর মর্জি। তিনি যেই তারিখে বলবেন সেই তারিখেই পাবলিস করবে রেজাল্ট।


এখন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী মালদ্বীপে ৬ দিনের সফরে গিয়েছে। ২২ তারিখ গিয়েছে ফিরে আসবেন তিনি ২৮ তারিখ। এই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে ২৮ তারিখের আগে রেজাল্ট পাওয়া সম্ভব না। কারণ তিনি তো আসবেই ২৮ তারিখ তারপর ওনার কাছে আবেদন যাবে এরপর তিনি এপ্রুভ করবেন সেই আবেদন টা। তো ওনি ২৮ তারিখ আসলে ২৯ তারিখ আবেদন করবে এবং ৩০ তারিখে আবেদন মন্জুর হবে আর ৩১ তারিখ দেওয়া হবে রেজাল্ট সারা বাংলাদেশে।


তো বুঝেই গেছেন কবে আমাদের রেজাল্ট দিবে। এর আগে কোনো জায়গায় সার্চ করতে হবে না। কারণ এই ডেইটটা আর চেইন্জ করার মতো নয়। ৩১ তারিখের পরেও রেজাল্ট দিতে পারবে না আর এর আগে তো সম্ভবই না। আপনারা বিভিন্ন চুতিয়া মার্কা ওয়েবসাইটে গিয়ে নিজের মূল্যবান সময় ওয়েস্ট করবেন না।

প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসার পর দেওয়া হবে এসএসসি রেজাল্ট


আর যারা পরীক্ষা ফেইল হওয়া নিয়ে চিন্তা করছেন তাদেরকে বলে দেই এইবারের খাতা খুব কমই গুরুত্ব দিয়ে কাটা হয়েছে এক কথায় যাদের খাতায় লেখা ছিলো তারাই পাশ। আর যারা লিখে নাই কিছু তারা ফেইল। তো আপনি যদি আপনার খাতায় মোটামুটি খানিকটা লিখে থাকেন তাহলে আপানাকে আর চিন্তা করতে হবে না। আপনি এমনেই পাশ। আর যদিও আপনি লিখে না থাকেন তাহলে এটা পুরোপরি শিক্ষা মন্ত্রণালয়ের উপর। যে আপনাকে পাশ করাবে নাকি না। তো আমি এটাই বলবো হতাশ হবেন না। রেজাল্ট আসলেই জেনে ফেলবেন পাশ নাকি ফেইল। হতাশ হবার কারণ আছে কিন্তু হতাশ হওয়া যাবে না।



(Visited 65 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *