![]() |
ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কী? |
বর্তমানে ২০২২ এ এসে ফ্রিল্যান্সিং এর চাহিদা অনেক বেড়ে গেছে। বর্তমানে বাংলাদেশের মধ্যে লাখ লাখ তরুণ ফ্রিল্যান্সিং করে আয় করছেন হাজার হাজার ডলার। আপনি হয়তো ভাবছেন যে এখনকার জন্যই শুধু ফ্রিল্যান্সিং করে আয় করা যাচ্ছে ভবিষ্যতে কি পারা যাবে? হ্যাঁ অবশ্যই করা যাবে। এর জন্য আপনাকে প্রথমে ২০১০ সালের অ্যানালিটিক্স এ যেতে হবে। তখন কিন্তু বাংলাদেশের মধ্যে তেমন ফ্রিল্যান্সার ছিল না। কিন্তু বর্তমানে দেখুন লাখ লাখ তরুণ ফ্রিল্যান্সিং করছেন। এর কারণ একটাই যে কাজের চাহিদা বাড়ছে বিদায় ফ্রিল্যান্সারদের চাহিদা বাড়ছে। যদি কাজের চাহিদা না থাকতো তাহলে ফ্রিল্যান্সার এত একটা হতো না আর তারা এত টাকা ইনকাম করতেও পারতো না।
যেসব স্কিলের চাহিদা বাড়বে ও কমবে!
বর্তমানে বিভিন্ন দেশে অনেক অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হচ্ছে। যার জন্য অবশ্যই লোক নিয়োগ করা হয়, আর সব প্রতিষ্ঠানই চায় যে স্বল্প মূল্যে তাদের কাজ করে দিক কেউ। তাই তারা ফ্রিল্যান্সার হায়ার করা। বর্তমানে অনেক কাজেই আছে যেগুলো বিলুপ্তি হচ্চে ফ্রিল্যান্সিংয়ের দিক দিয়ে আবার অনেক কাজ আছে যেগুলো চাহিদা আরো বাড়বে ভবিষ্যতে। যেগুলোর চাহিদা কমে যাবে বিষয়গুলো হচ্ছে: Data Entry, Bg Remove, Translation, Support, Finance ইত্যাদি। আর যেসব কাজগুলোর চাহিদা বাড়বে সেগুলো: Web Development, Grapics Design, Digital Marketing, Video Editing, App Development ইত্যাদি।
আশা করি বুঝতে পারছেন ২০২২ সালের পর ভবিষ্যতে কোন কোন বিষয়গুলোর মধ্যে বিলুপ্তি ঘটবে আর কোন কোন বিষয়গুলোর মধ্যে চাহিদা বাড়বে। তো আপনি যেকোনো একটি চাহিদাসম্পন্ন স্কিলের কোর্স করে আজ থেকেই নেমে পড়ুন ফ্রিল্যান্সিং করার জন্য।