Itz kabbo এখন নাকি ইলুমিনাতির সদস্য |
আসসালামুয়ালাইকুম ফ্রী ফায়ার বাসিরা আপনারা সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে আশা করি আপনারা অনেক ভাল আছেন। আজকের এই টপিকটা আশা করে বুঝে গেছেন টাইটেল টা দেখেই। আজকে আমরা জানতে চলেছি Itz Kabbo আসলেই কি ইলুমিনাতির সদস্য হয়ে গেছে নাকি সে ফ্রী ফায়ার গেমটি ছেড়ে দিয়েছে। তো আজকের এই টপিকস এর মধ্যে থাকবে সেই বিষয়টি তো চলেন দেখে নেই আজকের এই আর্টিকেলটি।
ইতিমধ্যে আমরা সকলেই জেনে গেছি যে ফ্রী ফায়ার একটি নতুন আপডেট এসেছে সেটার নাম দিয়েছে ইলুমিনাতি। অনেকেই বলে আবার এটা নাকি এলুমিনেট। কিন্তু এটার বানানটা তো ইলুমিনাতি সবাই জানে। আর এই কারণেই সবাই এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আর কেনই বা দাঁড়াবেন সবাই কারণ এটা তো আমাদের ইসলামকে অবমাননা করা হয়েছে। আমাদের ইসলাম ধর্মে তো এটা একবারে পুরোপুরি নিষিদ্ধ। আর এটা নিষিদ্ধ বলেই ইহুদিরা চক্রান্ত করে তোমাদের ইসলামকে অবমাননা করতে চেয়েছে। কিন্তু আমরা তো তা হতে দিবোনা। আমরা এর বিরুদ্ধে অর্থাৎ ফ্রী ফায়ার এর বিরুদ্ধে যথেষ্ট পরিমাণভাবে রুখে দাড়াবো।
ফ্রী ফায়ার আরেক দালাল অর্থাৎ Itz Kabbo তারেক ভিডিওতে বলেছে যে ইলুমিনাতি সিরিজ হেরেছে আসছে সেটা একেবারে ভুল। তিনি বারবার প্রমাণ করতে চেয়েছেন যে এটা ইলুমিনাতি লেখা না এটা হচ্ছে অ্যালুমিনেট লেখা।
এই বিষয়টি সম্পর্কে প্রত্যেকটাই ইউটিউবার গেরিনার বিপক্ষে রুখে দাঁড়িয়েছে। আশা করি খুব দ্রুতই এটিকে সমাধান করবেন গেরিনা। কারণ তাদের নিজস্ব মডারেটররাই এসব বিষয় সম্পর্কে লেখাগুলা সরিয়ে ফেলতে বাধ্য করেছেন তিনি। অতএব আগামী এক সপ্তাহের মধ্যেই ফ্রি ফায়ারের ইলুমিনাতি লেখাটি চলে যাবে অর্থাৎ এটা চিরতরে ডিলিট করে দেবে গেরিনা কোম্পানি।
তো বন্ধুরা আজকের এই ফ্রী ফায়ার নিউজ আর্টিকেলটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।