বাংলাদেশের গেমিং কমিউনিটির জনপ্রিয় কয়েকজন রোস্টার

বাংলাদেশের গেমিং কমিউনিটির জনপ্রিয় কয়েকজন রোস্টার

বাংলাদেশের গেমিং কমিউনিটির জনপ্রিয় কয়েকজন রোস্টার
বাংলাদেশের গেমিং কমিউনিটির জনপ্রিয় কয়েকজন রোস্টার


বাংলাদেশের গেমিং কমিউনিটি হবে এটা কখনো ভাবা যায়নি। সবসময় ভাবতাম ইন্ডিয়ার মতো কী বাংলাদেশে কোনো গেমিং ইউটিউব চ্যানেল আধো কী হবে। এসব ভাবনা দূর করে দিলো ফ্রী ফায়ার গেইমটি বাংলাদেশে এসে। বাংলাদেশে এই গেইমটি এতো জনপ্রিয় হয়েছে যে প্রতিটা ঘরে যদি মোবাইল থেকে থাকে ওইটাতে একবার হলেও ইন্স্টল হয়েছে। শুধু তাই নয় এই গেইমটি দিয়ে ইউটিউবেও বেশ সাড়া ফেলিয়েছে। বাংলাদেশের ইউটিউবাররাও গেইমটি দ্বারা প্রচুর টাকা আয় করছে। 


তো আজকের এই আর্টিকেলে আমরা দেখবো যে বাংলাদেশের সেরা কয়েকটি গেইমিং রোস্টিং চ্যানেল। আশা করি এই পোষ্টটি আপনাদের অনেক ভালো লাগবে। অবশ্যই পোষ্টটি সবার সাথে শেয়ার করবেন। এখানে ইউটিউবারদের সাজানো হয়েছে তাদের সাবস্ক্রাইব দ্বারা। এখানে ব্যক্তিগত ভাবে কাউকে ছোট বা বড় করে দেখানো হয় নাই।


 ৬. Gaming Roman FF 

বাংলাদেশের গেমিং কমিউনিটির জনপ্রিয় কয়েকজন রোস্টার
বাংলাদেশের গেমিং কমিউনিটির জনপ্রিয় কয়েকজন রোস্টার


বর্তমানে এই চ্যানেলটি অন্যতম একটি গেমিং রোস্টিং চ্যানেল। এটিতে সাবস্ক্রাইবারের সংখ্যা ৫৬ হাজার। একটা রোস্টিং চ্যানেলে সাবস্ক্রাইব কম হলেও এই সাবস্ক্রাইবার অনেক কঠিন। অন্যান্য চ্যানেলের মতো irregular হয় না। সবসময় ভিডিও দেখে। একটা ভিডিও মিস দেয় না। তো যা বলছিলাম Gaming Roman FF এর ভিডিওর সংখ্যা ৮৬ টি। আর এই ৮৬টি ভিডির দ্বারা প্রায় ৩০ লাখ ভিউস অর্জন করে ফেলছে। বর্তমানে তার মাসিক আয় ৪০ থেকে ৫০ হাজার টাকা। এটা শুধুমাত্র আপনাদের ধারণা দিলাম।


 ৫. I’M SHOJIB 

বাংলাদেশের গেমিং কমিউনিটির জনপ্রিয় কয়েকজন রোস্টার
বাংলাদেশের গেমিং কমিউনিটির জনপ্রিয় কয়েকজন রোস্টার


অন্যতম রোস্টারের মধ্যে I’M SHOJIB একজন। সে তার ভিডিওতে সবাইকে রোস্ট করে থাকে। বর্তমানে তার সাবস্ক্রাইবার সংখ্যা ১ লক্ষ ১০ হাজার। এবং তার ভিডিও রয়েছে মাত্র ৫০টি। এতোকম সময়ে এতো তারাতারি এতোগুলো সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছে তিনি। তার চ্যানেলে মোট ভিউসের সংখ্যা ৪৫ লক্ষের বেশী। তার বর্তমান আয় ধরা যায় ৫০ হাজার এর মতো। কারণ সে তেমন ভাবে ভিডিও আপলোড দেয় না। দেখায় যাচ্ছে এতোদিনে ৫০ ভিডিও মাত্র আপলোড করেছে। তাই তার ইনকামটা অনেকটা কম।


 ৪. ADVANCE GAMING 

বাংলাদেশের গেমিং কমিউনিটির জনপ্রিয় কয়েকজন রোস্টার
বাংলাদেশের গেমিং কমিউনিটির জনপ্রিয় কয়েকজন রোস্টার


ছন্দ দিয়ে রোস্ট করা যেনো তার প্রতিনিয়ত কাজ। তাকে কবি বললেও চলে। এমন কোনো ওয়ার্ড সে উচ্চারণ করে না যেটা ছন্দ বিহীন। তার এই ভিডিও গুলো পার্সেনালি আমারও ভালো লাগে এবং বর্তমানে ADVANCE GAMING এর সাবস্ক্রাইব সংখ্যা ১ লক্ষ ১৮ হাজার জন। এবং ওনার চ্যানেলের ভিডিওর সংখ্যা ৮৭ টা। ADVANCE GAMING প্রতিমাসে ৭০ হাজার টাকার আশেপাশে আয় করে থাকেন। তার চ্যানেল এর ভিউস এর সংখ্যা ৬৭ লক্ষেরও বেশী। তিনি বিগত তিন বছর ধরে ইউটিউবিং করে যাচ্ছেন। ADVANCE GAMING ২০১৮ সালের ডিসেম্বরে যোগ দিয়েছে ইউটিউবে। আর এখন সে একজন ভেরিফাইড ইউটিউবার।


 ৩. HTC Empire

বাংলাদেশের গেমিং কমিউনিটির জনপ্রিয় কয়েকজন রোস্টার
বাংলাদেশের গেমিং কমিউনিটির জনপ্রিয় কয়েকজন রোস্টার


HTC Empire খুব দ্রুতগতিতে ইউটিউবে সাফল্য অর্জন করতে পেরেছে। খুব কম ইউটিউবারই পারে এতো কম সময়ে এতোটা এগিয়ে যেতে। তো HTC Empire এর বর্তমান সাবস্ক্রাইবের সংখ্যা হচ্ছে ১ লক্ষ ৫২ হাজার। যা রোস্টারদের মধ্যে তৃতীয় স্থান। তার চ্যানেলে মোট ভিডিও রয়েছে ১৩০টিরও বেশী। তার ভিডিও গুলো এক্সপোসড্ ভিডিও কিছু রোস্টিং ভিডিও। এক্সপোজ হচ্ছে কাউকে রোস্ট না করে শুধুমাত্র তার ভুল গুলো ধরিয়ে দেওয়া। আর রোস্টিং হচ্ছে কেউ যদি ভুল করে তাকে একেবারে ধুয়ে দেওয়া। তিনি এছাড়াও বর্তমানে E-sport নিয়ে ব্যস্ত দেখাচ্ছেন দেশে। তার একটা E-sports প্লাটফর্ম আছে সেটাতে তিনি সবাইকে খেলার সুযোগ করে দেয়। HTC Empire এর চ্যানেলে মোট ভিউস এর সংখ্যা হচ্ছে ৮৯ লক্ষেরও বেশী।


 ২. Gaming Sobhan 

বাংলাদেশের গেমিং কমিউনিটির জনপ্রিয় কয়েকজন রোস্টার
বাংলাদেশের গেমিং কমিউনিটির জনপ্রিয় কয়েকজন রোস্টার


মাত্র সাত মাসে ২ লক্ষ ২৮ হাজার সাবস্ক্রাইব অর্জন করেন এই ইউটিউবার। Gaming Sobhan মাত্র ৩৩ টি ভিডিও আপলোড করেছেন আর রাতারাতি এতোগুলো সাবস্ক্রাইব অর্জন করেছেন। ওনি সবসময় লাইভ স্ট্রিমারদের রোস্ট করে থাকে। ওনার চ্যানেলে এখনো পর্যন্ত ৫০ লক্ষ ভিউস অর্জন করেছেন। বর্তমানে ওনার মাসিক ইনকাম ৬০ হাজার টাকার আশেপাশে।


 ১. Xadikul Gamer 

বাংলাদেশের গেমিং কমিউনিটির জনপ্রিয় কয়েকজন রোস্টার
বাংলাদেশের গেমিং কমিউনিটির জনপ্রিয় কয়েকজন রোস্টার


তো নাম্বার ওয়ানে যেই রোস্টার টা রয়েছে সেটা আর কেউ নন আমাদের সাদিকুল ভাই। সাদিকুল ভাইয়ের মতো রোস্টার পাওয়া খুবই একটা ক্রিটিকাল। তিনি তার ভিডিওতে এতো সুন্দর এক্সপ্রেশন দেয় যে কী বলবো দেখার মতো। ইউটিউব রোস্টিং কমিউনিটির মধ্যে তিনি সর্ব সেরা সাবস্ক্রাইব ও ইনকামের দিক থেকে প্রথম। বর্তমানে Xadikul Gamer এর সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে ৫ লক্ষ ৫৩ হাজার সাবস্ক্রাইব। বিডি কমিউনিটিতে প্রথম স্থানে জয়ী হওয়া রোস্টিং চ্যানেল এটি। তার চ্যানেলে ভিডিওর আছে ১২৩ টি। তার যে সকল সাবস্ক্রাইব রয়েছে সবগুলো অন্যান্য চ্যানেলের সাবস্ক্রাইব থেকে স্ট্রং। তাই বিডি কমিউনিটিতে তার দাম এতো। তার সাবস্ক্রাইবারদের ডাকা হয় Xadikul Armi. তার একটা স্লোগান আছে সেটা হচ্ছে, Xadikul isn’t a name, it’s a Brand. তার চ্যানেলে ২ কোটি ৯০ লাখেরও বেশী ভিউস রয়েছে। বর্তমানে তার ইনকাম প্রতিমাসে ১ লক্ষ টাকার উপরে।


তো বন্ধুরা আশা করি এই পোষ্টটি ভালো লাগছে আপনাদের কাছে। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে বলতে পারেন বা মেসেজ দিতে পারেন চেষ্টা করবো একটা ভালো উত্তর দেবার। ধন্যবাদ ভালো থাকবেন সবাই।

(Visited 65 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *