বাটন ফোনে যেভাবে বিকাশের ব্যালেন্স চেক করবেন |
আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। তো আজকের এই আর্টিকেলটিতে আমরা দেখব যে কিভাবে আপনি বাটন মোবাইল দিয়ে আপনার বিকাশ একাউন্টের ব্যালেন্স চেক করবেন। তো চলুন শুরু করে দেয় step-by-step সেই আর্টিকেলটি। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
তো বন্ধুরা প্রথমেই আপনার ওই মোবাইলটা নিয়ে নিবেন যেটার মধ্যে আপনার বিকাশ সিম টা রয়েছে। এখন যেই প্রসেসটা আমি দেখাবো আজকে সেটা শুধু বাটন মোবাইলে নয় আপনি চাইলে আপনার এন্ড্রয়েড ফোনেও ডায়াল প্যাড এর মাধ্যমে আপনার বিকাশ একাউন্ট চেক করতে পারবেন।
সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোনের ডায়াল প্যাড এ। এরপর ডায়াল করবেন *247#। এটা ডায়াল করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে যেটার স্ক্রিনশট আমি নিচে দিয়ে রাখছি।
বাটন ফোনে যেভাবে বিকাশের ব্যালেন্স চেক করবেন |
আপনার সামনে অনেকগুলো অপশন শুরু করবে প্রায় 9 টা পর্যন্ত। যেহেতু আপনি ব্যালেন্স চেক করবেন তাই আপনাকে 8 নাম্বার টা সিলেক্ট করতে হবে। তো একটা সিলেট করার জন্য আপনাকে রিপ্লে বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর 8 লিখতে হবে। এরপর লিখে একটা সেন্ড এ ক্লিক করতে হবে বা ওকেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শুরু করবে আমার দেওয়া স্ক্রিনশট এর মতো।
বাটন ফোনে যেভাবে বিকাশের ব্যালেন্স চেক করবেন |
এরপর আপনার সামনে এই 6 টি অপশন শো করবে। আপনি নতুন আপনার একাউন্টে কত টাকা আছে সেটা দেখবেন তার জন্য আপনাকে একেবারে প্রথম যে অপশনটি রয়েছে সেটি তে ঢুকতে হবে। তো ঢুকার জন্য আপনাকে রিপ্লাই বাটন এ ক্লিক করে 1 লিখতে হবে কারণ সেখানে লেখা আছে check balance। তো 1 রিপ্লে দেওয়ার পর আপনার সামনে ভালো একটি ইন্টারফেস শো করবে।
বাটন ফোনে যেভাবে বিকাশের ব্যালেন্স চেক করবেন |
এখানে একটি শো করার কারণ হচ্ছে আপনার ব্যালেন্স তো যে কেউ আর চেক করতে পারবে না আপনি চেক করবেন তাই না। তার জন্য আপনার থেকে কনফার্মেশন হয় নিচ্ছে যে এটা আপনার বিকাশ কিনা। যেহেতু এটা আপনার বিকাশ তাই এখানে আপনার নিজের নেট পাসওয়ার্ডটি দেবেন। পাসওয়ার্ডটি চার থেকে পাঁচ ডিজিটাল হয়ে থাকে। পাসওয়ার্ডটি দেওয়ার পর ok-তে ক্লিক করবেন সাথে সাথে আপনার ব্যালেন্স শো করবে। ব্যালেন্সটা কিভাবে শো করবে আমি নিচের স্ক্রিনশট দিতে দিয়ে রাখবো। আমার এই এই কাজটিতে মাত্র 181 টাকা আছে দেখেই এখানে 181 টাকা শুরু করতেছে। ঠিক আপনার সময়ও ঠিক একই হবে কিন্তু আপনার বিকাশ একাউন্টে ব্যালেন্স যত টাকা থাকবে তত টাকায় দেখাবে। এখানে 181 টাকা দেখাচ্ছে কারণ আমার কাছে 181 টাকা আছে। আপনার কাছে পাচ হাজার দশ হাজার যতই থাকে না কেন সেটা দেখাবে সেখানে।
বাটন ফোনে যেভাবে বিকাশের ব্যালেন্স চেক করবেন |
ধন্যবাদ আপনাদের পুরোটা আর্টিকেল মনোযোগ দিয়ে পড়ার জন্য। আপনার কাছে যদি আমার এই আর্টিকেলটি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি আপনার অনেক উপকারে এসেছে।