
মন চায় তোমায় দেখতে বন্ধু, তুমি অনেক দূরে Lyrics – Atif Ahmed Niloy

‘মন চায় তোমায় দেখতে বন্ধু’ গানের লিরিক্স – আতিফ আহমেদ নিলয়
Song Name : Tumi Onek Dure
Singer : Atif Ahmed Niloy
Lyrics : Atif Ahmed & Nowshin
Tune : Din Islam Sharukh
Cast : Atif Ahmed Niloy
Label : Samsul Official
‘Tumi Onek Dure’ Song Lyrics in Bangla
“মন চায় তোমায় দেখতে বন্ধু” আতিফ আহমেদ নিলয় এর গানের লিরিক্স। তিনি বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় শিল্পী। তার এই গানটি ইউটিউব চ্যানেলে এই আপলোড করেছেন। যেই চ্যানেলটিতে আপলোড করেছেন সেটির নাম Samsul official।। আতিফ বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় একজন শিল্পী। তার গান ও গানের কথা মন কেড়ে নেয় সবার। এই গানটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
‘Tumi onek dure’ Song Lyrics
মন চাই তোমায় দেখতে বন্ধু
তুমি অনেক দূরে
ভাবতে খুব অবাক লাগে
তুমি অন্যের ঘরে
মন চাই তোমায় দেখতে বন্ধু
তুমি অনেক দূরে
ভাবতে খুব অবাক লাগে
তুমি অন্যের ঘরে
ভালো থাইকো, ভালো থাইকো,
বন্ধু অন্যেরই বুকে
আমি আর কোনদিন লইবো নারে
প্রেমের নামটি মুখে
ভালো থাইকো, ভালো থাইকো,
বন্ধু অন্যেরই বুকে
আমি আর কোনদিন লইবো নারে
প্রেমের নামটি মুখে
যদি কোনদিন তোমার
মনে পড়ে আমায় তুমি,
ডাকিও ডাকিও
আমি চলে যাই যদি,
না ফেরার দেশে বন্ধু,
আসবো আমি তবুও।
যদি কোনদিন তোমার
মনে পড়ে আমায় তুমি,
ডাকিও ডাকিও
আমি চলে যাই যদি,
না ফেরার দেশে বন্ধু,
আসবো আমি তবুও।
মন চাই তোমায় দেখতে বন্ধু
তুমি অনেক দূরে
ভাবতে খুব অবাক লাগে
তুমি অন্যের ঘরে
ভালো থাইকো, ভালো থাইকো,
বন্ধু অন্যেরই বুকে
আমি আর কোনদিন লইবো নারে
প্রেমের নামটি মুখে
ভালো থাইকো, ভালো থাইকো,
বন্ধু অন্যেরই বুকে
আমি আর কোনদিন লইবো নারে
প্রেমের নামটি মুখে
আজকে তোমার পাশে আমি
পাগল বেশে তোমায়,
দূর থেকে দেখে যাই
বোকা মনে দাবি,
তুমি আজও মন মন্দিরে
পবিত্র এক দেবি
আজকে তোমার পাশে আমি
পাগল বেশে তোমায়,
দূর থেকে দেখে যাই
বোকা মনে দাবি,
তুমি আজও মন মন্দিরে
পবিত্র এক দেবি
মন চাই তোমায় দেখতে বন্ধু
তুমি অনেক দূরে
ভাবতে খুব অবাক লাগে
তুমি অন্যের ঘরে
ভালো থাইকো, ভালো থাইকো,
বন্ধু অন্যেরই বুকে
আমি আর কোনদিন লইবো নারে
প্রেমের নামটি মুখে
ভালো থাইকো, ভালো থাইকো,
বন্ধু অন্যেরই বুকে
আমি আর কোনদিন লইবো নারে
প্রেমের নামটি মুখে।।
‘Mon Chai Tumay Dekhte Bondhu’ by Atif Ahmed Niloy
Mon Chay tumay Dekhte Bondhu
Tumi onek dhure
Vabte khub obak lage
Tumi onner ghore
Mon Chay tumay Dekhte Bondhu
Tumi onek dhure
Vabte khub obak lage
Tumi onner ghore
Valo Thaiko, Valo thaiko
Bondhu onneri buke
Ami ar konodin loibo nare
Premer namti mukhe
Valo Thaiko, Valo thaiko
Bondhu onneri buke
Ami ar konodin loibo nare
Premer namti mukhe