মেয়ে পটানোর ম্যাজিকাল টিপস্। কীভাবে মেয়েদের সাথে কথা বলবেন? ছেলেদের জন্য ৫টি ম্যাজিকাল টিপস্।

বর্তমান সময়ে একটা ছেলে যখন একটা মেয়েকে মিষ্টি মিষ্টি কথা বলে ইম্প্রেস করতে পারে তখন যদি সে মেয়েটাকে প্রপোজ করে তাহলে সে প্রপোজ এক্সেপ্ট না করে থাকতে পারে না। আমরা অনেকেই ভাবি যে আমি দেখতে সুন্দর না, দেখতে ভালো না আমাকে দ্বারা এসব প্রেম টেম হবে না। তো তাদেরকেই বলছি আমি শোনো ভাইয়া, মেয়েরা এমন একটি জিনিস ওরা ছেলেদের কিউটনেস পছন্দ করে না। ওরা দেখে যে কোন ছেলে টা কতটুকু ইম্প্রেস করতে পারে ওদের। আপনাকে দেখতে সুন্দর হতে হবে না শুধু ভালো ভাবে মেয়েদের ইম্প্রেস করার কথা বলতে জানলেই চলবে। তাহলে খুব সহজেই একটা মেয়েকে প্রেমের জালে ফাসানো সম্ভব। এজন্য আপনার চালাকি করে কথা বলতে হবে তাদের সাথে।

মেয়ে পটানোর টিপস


মেয়েরা তাদের লাইফে এমন কাউকে চাই যে সবসময় রোমান্টিকতা দেখাবে। সবসময় হাসি খুশি রাখতে পারবে। আপনি যদি ঘোমরো মুখো হন তাহলে আপনার পক্ষে মেয়ে পটানো সম্ভব না। আপনি একটা কাজ করেন এখান থেকে বের হয়ে নাকে তেল দিয়ে শুয়ে পড়েন। আর যদি আপনি পারেন হাসিখুশি খুলামেলা চলাফেরা করতে তাহলে আজকের এই পোষ্টটি শেষ পর্যন্ত দেখতে পারেন।


আজকের এই আর্টিকেলটিতে আমি আপনাদের সাথে এমন ৫টি উপায় বা টিপস্ শেয়ার করবো যা ফলো করলেই যেকোনো মেয়েকে পটানো সম্ভব। এই ৫টি স্মার্ট আইডিয়া আপনাকে সবসময় মেনে চলতে হবে যদি আপনি চান আপনার প্রতি একটা মেয়ে ইম্প্রেস হোক। এছাড়া এখানে শুধু টিপস্ দেওয়া হবে বাকিটা আপনার টেলেন্টের উপর নির্ভর করবে যে আপনি সাকসেস পাবেন কী না। তখনই পাবেন না যখন আপনি নিজেকে আত্মবিশ্বাসী করে তুলবেন। তো এর জন্য দরকার আপনার আত্মবিশ্বাস।


আশা করি আমার দেওয়া এই ৫টি টিপস্ আপনার গার্লফ্রেন্ড কে পেতে সহযোগিতা করবে। বা ধরেন আপনি কাউকে পছন্দ করেন কিন্তু বলতে পারছেন না। এই জন্য এগুলো বলে স্মার্ট হোন আগে মেয়েটির কাছে। তারপর না হয় প্রপোজ প্রেম ভালোবাসা করিয়েন।


মেয়েটিকে আপনার ভালো লাগে কিন্তু বলতে পারছেন না। ভয় হচ্ছে আপনার? তাহলে এই পোষ্টটিতে কয়েকটি স্মার্ট টিপস্ দেওয়া হয়েছে যেগুলো মেয়েটিকে বলে ইম্প্রেস করে পটিয়ে ফেলতে পারেন। এতে করে আপনাকে রিজেক্ট কোনো আনসার পেতে হবে না অথচ তাকে ইনডাইরেক্টলি প্রপোজ করা হয়ে যাবে। তো চলুন বকবক না করে দেখে নেওয়া যাক টিপস্ গুলো কী কী বা কীভাবে ফলো করবো।


এসব কিছু কিন্তু একটা অপরিচিত কাউকে বলতে যাবেন না। হেটে বিপরীত হবে। তাহলে কাদের কে বলবো? যাদের সাথে আপনার মোটামুটি কথা হয় একটু আধটু কথা বলেন ওদেরকে বলবেন। তাহলেই আপনার কথাতে ইম্প্রেস হবে। এবং আপনাকে মন থেকে ভালোবাসা শুরু করে দিবে। আপনার প্রথম লক্ষ্যই যদি হয় মেয়েটিকে ইম্প্রেস করার তাহলেই আপনি একজন বুদ্ধিমান লোক। কারণ মেয়েরা এরকম লোকই পছন্দ করে।


প্রথম ইম্প্রেস করার কথা ও টিপস্?

ধরেন মেয়েটি আপনার ক্লাসমেট। মেয়েটির সাথে আপনার কথা হয় কিন্তু মেয়েটিকে যে আপনার ভালো লাগে তা বলতে পারছেন না। এই জন্যই এই টেকনিকটা ফলো করে দেখতে পারেন। মেয়েটিকে যদি এই কথাটি বলেন তাহলে সে নিশ্চয় ইম্প্রেস হবে আপানার প্রতি। তো কীভাবে কথোপকথন করবেন ওদের সাথে নিম্মরূপ-

“যখন তার সাথে আপনার দেখা হবে তখন আপনি তার সামনে কিছু টাকা বের করে বলতে পারেন এই নাও গাড়ি ভাড়া নেও। তখন সে অবাক হয়ে আপনাকে জিজ্ঞাসা করবে কীসের গাড়ি ভাড়া। তখন আপনি বলবেন বেশ কিছুদিন ধরে তুমি আর আমার স্বপ্নে আসছো না। তাই ভাবলাম তোমার কাছে গাড়ি ভাড়ার টাকা নেই। তাই ভাবছি টাকা টা আমিই দিয়ে দেই।”

তো এটা শোনার পর সে অনেক মজা পাবে এবং আপনার উপর অনেক খুশি হয়ে যাবে। কারণ আপনি তাকে বুঝালেন যে আপনি তাকে স্বপ্ন দেখেন। আর এই স্মার্ট কথাটি যে কোনো মেয়ে শোনলেই খুশি হবে। তো এটি ট্রাই করে দেখতে পারেন।


দ্বিতীয় ইম্প্রেস করার কথা ও টিপস্?

মেয়েটার সাথে যদি আপনার মাঝে মধ্যে কথা হয় তখন আপনি এটি  বলতে পারেন। আপনি এটি বলার মাধ্যমে মেয়েটিকে ইম্প্রেস করে ফেলতে পারেন। মেয়েটিকে যা বলবেন নিম্মরূপ দেওয়া হলো-
” আপনি প্রথমে বলবেন যে আমি না অনেক টেনশন এ আছি। তখনই এটা শোনে মেয়েটি বলবে কেনো বা কীসের টেনশন? তখন আপনি বলবেন লোকেরা বলে একজন মানুষের নাম মনে করলে নাকি তার হেচ্কি উঠে। তো আমি চিন্তা করছি যে দিনে এতোবার হেচ্কি উঠলে তোমাকে তো হসপিটালে ভর্তি করাতে হবে।”

এটি শোনলে মেয়েটি একটু হাসবে আর আপনার কথা ভাবা শুরু করে দিবে। এতে করে বলাও হয়ে গেলো যে আপনি সারাদিন ওর কথা ভাবেন। এছাড়াও আরও দুইভাবে এই কথাগুলো বলতে পারেন। নিচে থেকে দেখে নিন-

“আচ্ছা আমি যে সারাদিন তোমাকে মনে করি তোমার কী হেচ্কি উঠে না।”
আবার
“যদি কখনো তোমার হেচকী উঠে তাহলে ভেবে নিও আমিই তোমাকে মনে করেছি।”

এগুলো মেয়েটিকে বললে মেয়েটি নিশ্চিত আপনার প্রতি পাগল হয়ে যাবে। তো এটি ট্রাই করে দেখতে পারেন।


তৃতীয় ইম্প্রেস করার কথা ও টিপস্?

আপনার সাথে যদি তার নিয়মিত কথা হয় বা চ্যাটিং হয় তাহলে মজা করে তাকে বলতে পারেন। নিম্মরুপ-

“আচ্ছা তোমার মাঝে কী ভিটামিন সি আছে নাকি। তখন মেয়েটা নিশ্চয়ই জিজ্ঞেস করবে কেনো? তখন আপনি বলবেন যখনই তোমার সাথে কথা হয় না তখন নিজেকে দূর্বল দূর্বল লাগে।”

এটি শোনে সে খুশি হবে। আর আপনার ইনডাইরেক্ট কথা বুঝে যাবে যে আপনি ওকে পছন্দ করেন।


চতুর্থ ইম্প্রেস করার কথা ও টিপস্?

এই কথাটি বলবেন তাকেই যাকে আপনি অনেকটা পটিয়ে ফেলেছেন শুধু প্রপোজ করাটাই বাকি। তো তাকে বলতে পারেন এইভাবে-

“আচ্ছা তুমি কী ফেয়ার এন্ড লাভ ইউ ইউজ করো? তখন মেয়েটা নিশ্চয় আপনার ভূল ধরিয়ে দিবে। বলবে যে আরে এটা ফেয়ার এন্ড লাভলি হবে। তখন আপনি বলবেন শুধু ফেয়ার টাই দেখলে শেষে যে লাভ ইউ বললাম দেখো নাই?”

এমন কথা শুনে যেকোনো মেয়েই হাসবে বস। ততক্ষণে মেয়েটি বুঝে গেছে আপনি মেয়েটিকে প্রপোজ করছেন। এরকম আলাদা টাইপের প্রপোজ পেলে যেকোনো মেয়েই রাজি হয়ে যায়। এটি ট্রাই করে দেখতে পারেন এখনই।


পঞ্চম ইম্প্রেস করার কথা ও টিপস্?

মেয়েটির সাথে যদি ফেসবুকে কথা হয় তখন বলতে পারেন এই কথাটি অন্যথায় কাজে দিবে না। মেয়েটি যখন আপনার পোষ্টে লাইক বা কমেন্ট করবে তখন বলবেন এটি। তো এটা দেখে নেওয়া যাক-

“আচ্ছা আপনার লাইকে কী এমন যাদু আছে বলুনতো? তখন সে বলবে কেনো? আপনি বলবেন আপনার লাইক পেলে আমার মুখে হাসি চলে আসে কেনো? আর এক কাপ কড়া লিকারে রং চা খেলে এতোটা তাজা ফিল করি না যতটা না আপনার কমেন্ট পেয়ে ফিল করি।”

এটা যদি আপনার ফেসবুকের কোনো মেয়েকে বলেন সে নিশ্চিত আপনার কথার ফাদে পড়ে যাবে। আর আপনার কথা ভাবতে শুরু করবে। এরপরেই আপনার লাইন ক্লিয়ার।


তো বন্ধুরা আমার এই আর্টিকেল থেকে যদি আপনার নুন্যতম উপকার হয় তাহলে আমার সাইটটি সবসময় ভিজিট করে দেখবেন। আর কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানান আশা করি খুব শীঘ্রই সমাধান পাবেন। ধন্যবাদ সবাইকে।

(Visited 158 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *