আমরা সবাই কমবেশ টিকটকার মেহের চৌধুরীকে চিনি। সে একজন ভয়েস আর্টিস্ট। তার ভয়েস এতোটাই সুন্দর লাগে সবার কাছে সবাই মুগ্ধ হয়ে যায়। তিনি তার টিকটকে ভিডিওতে শেয়ারি কবিতা ইত্যাদি নিজ কন্ঠে ভয়েস করে আপলোড করে। তো আজকের এই আর্টিকেলটিতে আমরা দেখবো টিকটকার মেহের চৌধুরীর জনপ্রিয় কয়েকটি শায়রী, কবিতা ও ছন্দ। আপনি নিচে থেকে দেখতে পারবেন এগুলো। আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে আপনার কাছে দয়া করে শেয়ার করবেন সবার সাথে। তো চলুন দেখে নেই মেহের চৌধুরীর শায়েরী গুলো।
চলে নাকি জ্বলে,
খালাতো ভাইয়ের লগে কি তলে তলে,
এই জন্যই বুঝি মুরুব্বিরা বলে,
মার চেয়ে বেশী মারানির জ্বলে!
সে বেইমানি করেছে, বেইমান বলা যাবে না,
শুটকী তরকারিও রানবা আবার লাঙ্গের লাইগাও কানবা, বাহ্ রে বইন বাহ্!
ভাত পায় না খাইতে,
হোন্ডা চালায় রাইতে,
বাবারে ডেডি কও,
আবার পুলিশের লগেও ইংলিশ কও!
একটা মেয়ে যখন ধর্ষিত হয়,
মেয়েটা তার বাবার দিকে তাকাতেও পায় ভয়,
আর এদিকে ধর্ষিতার মা বিচারের আশায় রয়,
মাননীয় প্রধানমন্ত্রী? হয়তো ধর্ষণের বিচার করুন,
না হয়, হ্যা খোদা ধর্ষিতাদের জন্য আত্মহত্যা হালাল করুন।
তার মনে এতটাই ভীড় ছিলো যে,
নিজ থেকে বের হয়নি বলে,
ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে!
এই তোমরা আমার বেইমান পাখিটাকে বলে দিও,
এই সমুদ্রে দেওয়া তার মতো বেইমান,
মরে যাওয়ার পরও বলে,
লাশটাকে কিনারায় ভাসিয়ে দে!
আরে তুই আমারে কী চিকিৎসা করবি?
আমি নিজেই একটা কবিরাজ,
আরে তুই আমারে কী চিকিৎসা করবি?
আমি নিজেই একটা কবিরাজ,
যা সুযোগ দিলাম ইচ্ছা মতোন সাজ,
আরে সাজবি তো আমার জন্য না,
অন্য কারও জন্য….যা মুক্ত করে দিলাম,
আজ থেকে আমার শহরে আমি একাই রংবাজ!
নারী ধনী হয় নষ্ট হলে,
আর পুরুষ নষ্ট হয় ধনী হলে!
প্রিয় মানুষ ছেড়ে আসছি,
ওর জন্যে অনেক ফিলিংস হচ্ছে,
হউক, আমার কষ্ট সহ্য করার ক্ষমতা আছে,
কারণ আমি আমার মা কে ছেড়েও প্রবাসে থাকা লোক!
একটা কথা বলছি শুনে রাখো,
মরণ হয়ে আসবো……
তোমার শহরে!
আপনাকে আমি চাইলেও ভুলতে পারবো না,
কারণ, আপনি আমাকে অনেক দুঃখ দিয়েছেন!
মেরে জান ক্বদর করতে হলে বেচে থাকতে করো,
মরে গেলে হবে না,
মেরে জান ক্বদর করতে হলে বেচে থাকতে করো,
মরে গেলে হবে না,
কারণ এ সমাজ খুব খারাপ,
সিলিংএ লটকে যাবে স্বত্তা,
আর সেটারই নাম দিবে মানুষ…..আত্মহত্যা!
জান? বোকা ছিলাম বলে ধোকা দিয়া দিলা!
জ্বলন্ত সিগারেট টা এখন বুকে চেপে ধরলে ব্যাথা অনুভব হয় না মেরে জান,
বুকটা কেদেঁ কেদেঁ বলে তোর হাতে যেটা পুড়ছে এই বুকে ঠিক সেটাই পুড়ছে!
একদিন আমিও তোমাকে ভুলে যাবো,
মেরে জান – একদিন আমিও তোমাকে ভুলে যাবো,
কেনো তুমি শুনোনি?
কুল্লো নাফসি যা ইকাতুল মাউত!
কবরের প্রথম চাপ, দুনিয়ার সকল কষ্টকে হার মানাবে!
এমন কিছু মানুষের সাথে সম্পর্ক করা,
যারা মরার পরেও আপনাকে বাচিয়ে রাখবে!
আমাকে ঠকালে যে সোয়াব হয়না,
আমি কাউকেই এই কথাটা বুঝাতে পারছি না,
আমি আর কত ঠকবো, আমিও তো মানুষ!
নারী এমন একটা জাতিরে ভাই,
যারা তাদের নিজের গায়ের রক্তের থেকেও,
স্বামীর গায়ের ঘামকে অনেক ভালোবাসে!
নারীদের শখ মিটে না এক শাড়িতে,
আর পুরুষের শখ মিটে না এক নারীতে!
ধন্যবাদ পুরোটা আর্টিকেল পড়ার জন্য। ভালো লাগলে শেয়ার করুন। আশা করি পাশে থাকবেন। আর এই আর্টিকেলটি সবাইকে শেয়ার করুন।