আপনি কি লেখালেখি করে প্রতিমাসে পকেট খরচের টাকা ইনকাম করতে চান। তাহলে আজকের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। আমি আজকে এই আর্টিকেলে আপনাদের বলবো কীভাবে আপনি আর্টিকেল লিখে ওয়েবসাইটে পাবলিশ করে টাকা আয় করবেন। তাও টাকা টা নিবেন বিকাশে। তো আর দেরী কীসের চলুন শুরু করা যাক আজকের এই টপিক নিয়ে আর্টিকেল।
মোবাইল দিয়ে লেখালেখি করে প্রতিমাসে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা আয় করুন। |
আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় অনেকগুলো সাইট আছে যেগুলোর মাধ্যমে আপনি আর্টিকেল লিখে অথবা কনটেন্ট রাইটিং করে প্রতিমাসে ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন। তো চলুন দেখা যাক সেই ওয়েবসাইটের লিস্ট গুলো কি কি?
কন্টেন্ট রাইটিং এর ওয়েবসাইট গুলো হচ্ছে-
- অর্ডিনারি আইটি
- গ্র্যাথর
- প্রতিবর্তন
- টেকটিউন
- রোর বাংলা
এই পাঁচটি ওয়েবসাইট সম্পর্কে আজকে আমরা পরিপূর্ণ ধারণা পেতে চলেছি। আশা করি সাথে থাকবেন এবং আর্টিকেলটি সবার সাথে শেয়ার করবেন।
অর্ডিনারি আইটি
অর্ডিনারি আইটিতে আর্টিকেল রাইটিং এর ক্রিয়াটা একেবারে ভিন্ন। এটাতৈ সব সময় ফ্রিল্যান্সিং নিয়ে আর্টিকেল লিখতে হয়। ফ্রিল্যান্সিং বলতে যেভাবে মানুষ টাকা আয় করতে পারে যে সবকিছু করে আয় করা সম্ভব সেগুলো সম্পর্কে লেখা আর অন্য কোন সম্পর্কে লেখা যাবে না এটার মধ্যে।
আটির মধ্যে লগইন করতে হলে আপনাকে প্রথমত তাদের একটি কোর্স করতে হবে। কষ্টে করতে হলে আপনার নাই তাদেরকে ১০৫০ টাকা প্রদান করতে হবে। আর এই টাকাটা বাধ্যতামূলক ভাবে দিতে হবে। এরপর আপনি তাদের কোর্সটি এক সপ্তার জন্য করবেন তাছাড়া আপনি দুই দিনের মধ্যে করতে পারবেন। কোর্সটিতে আসলে আপনি তাদের থেকে কনটেন্ট এর টাইটেল নিয়ে কন্টেন্ট লিখতে পারবেন।
দক্ষভাবে কন্টেন্ট লেখার পর ওয়েব সাইটে সাবমিট করবেন এবং সেটার রিভিউ করে আপলোড করা হবে। এরকম প্রতিমাসে আপনাকে অনেকগুলা আর্টিকেল লিখতে হবে। আর স্যালারি হিসাবে পেতে পারেন ৩ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত। আর প্রথম মাসের স্যালারি সাথে ওই ১০৫০ টাকা সহ পেয়ে যাবেন যেটি আপনি কোর্স হিসেবে জমা দিয়েছিলেন।
এটির পেমেন্ট সিস্টেম হচ্ছে যখন আপনার একাউন্টে ১০০০ টাকা জমা হবে তখনই উইথড্রো দিতে পারবেন। উইথড্রো রিকোয়েস্ট করতে পারবেন ব্যাংক একাউন্ট, বিকাশ রকেট এবং নগদের মাধ্যমে।
গ্র্যাথর
গ্র্যাথর হচ্ছে বাংলাদেশের সর্বসেরা আর্টিকেল রাইটিং এর ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। আপনি এই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন টপিক নিয়ে লেখালেখি করতে পারবেন। টপিক গুলো হচ্ছে – কবিতা, গল্প, ইনকাম, রিলেটেড, নিউজ, ফ্যাশন, খেলাধুলা ও বিনোদন। এসব টপিকস এর উপর আপনি লিখতে পারবেন। শুধু কপি না হলেই চলবে।
এই ওয়েবসাইটটি থেকে আপনি কত টাকা পর্যন্ত আয় করতে পারবেন? এটি থেকে আপনি প্রতি পোষ্টের জন্য ৮ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। তাছাড়া প্রিমিয়াম মেম্বারশিপ হলে প্রতি পোস্টের জন্য ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত আয় করা যাবে।
তাছাড়া আরও ইনকামের সুযোগ রয়েছে। আপনার পোষ্টের মধ্যে যখন ভিজিটর আসবে তখন সেখান থেকে কিছু পরিমাণ পারসেন্টেন্স আপনাকে দেয়া হবে। এছাড়া আপনি বিভিন্ন টাস্ক পূরণ করার মাধ্যমেও টাকা আয় করতে পারবেন। এছাড়াও রয়েছে রেফারের মাধ্যমে ইনকাম করার পদ্ধতি। সব মিলিয়ে ভালো পরিমান টাকা আয় করতে পারবেন এই ওয়েবসাইটটি থেকে।
ওয়েবসাইটটির পেমেন্ট পদ্ধতি হচ্ছে আপনার কাছে যখন ১০০০ টাকা হবে তখন উইথ্ড্রো দিতে পারবেন। আর যখন প্রিমিয়াম মেম্বেরশিপ হবে আপনার তখন ৮০০ টাকা হলেই আপনি উইথড্রো রিকোয়েস্ট দিতে পারবেন। আর এই উইথ্ড্রো গুলো রিকোয়েস্ট দিতে পারবেন আপনি বিকাশ, রকেট এবং নগদ এর মাধ্যমে।
মোবাইল দিয়ে লেখালেখি করে প্রতিমাসে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা আয় করুন। |
রোর বাংলা
রোর বাংলা কোনো বাংলাদেশের ওয়েবসাইট না। এটি একটি বিদেশি কোম্পানির ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিভিন্ন ভাষার আর্টিকেল পেয়ে যাবেন। এটার মধ্যে লেখা হয় ইংলিশ, হিন্দি, তামিল, শ্রীলংকান আরো অনেককে ভাষাতে লেখা হয়। আমাদের দেশে যেহেতু বাংলা ভাষায় কথা বলি তাই আমাদেরকে বাংলাতেই লিখতে হবে আপনি চাইলে ইংলিশেও লিখতে পারেন প্রবলেম নাই। এই ওয়েবসাইটটি বিগত ৭ বছর ধরে অনলাইনে রয়েছে। ভালো একটা ট্রাস্টেড সাইট।
এটি সম্পর্কে ভালো করে কোন কিছু জানা হয়নি। যেহেতু এটি ইন্টারন্যাশনাল সাইট নিশ্চয়ই আপনাকে ভালো কিছু পরিমাণ রেভিনিউ দিবে। তো আর দেরি কিসের এখনি একাউন্ট খুলেন আর ইনকাম করা শুরু করে দিন। এটির পেমেন্ট আপনাকে ব্যাংক একাউন্টের মাধ্যমে নিতে হবে।
এই ওয়েবসাইটটিতে আপনি যেসব সম্পর্কে লিখতে পারবেন সেগুলো হলো – টিপস-এন্ড-ট্রিকস বিনোদন খেলাধুলা ফ্যাশন নিউজ ট্রেন্ডিং বিষয় এসকল কিছু সম্পর্কে আপনাদের মধ্যে অবগত হয়ে লিখতে পারবেন।
প্রতিবর্তন
প্রতিবর্তন হচ্ছে বাংলাদেশের অন্যতম ট্রাস্টেড ওয়েবসাইট যেটাতে আপনি কন্টেন্ট পাবলিশ করে নিশ্চিন্তে টাকা আয় করতে পারবেন। এখানেও আলাদা ক্লাইটেরিয়া আছে অন্যান্য ওয়েবসাইট এর মতো। এটির মধ্যে কাজ করতে হলে নিজেকে দক্ষ করতে হবে কন্টেন্ট রাইটিং এর মধ্যে। শুধু তাই নয় প্রতিটি আর্টিকেল মানসম্মত হতে হবে। তা নাহলে আর্টিকেল লিখেও টাকা পাবেন না।
এটির মধ্যে জয়েন হতে হলে কোনো প্রকার এড ফি লাগবে না। শুধু জয়েন হোন এবং আর্টিকেল লেখা শুরু করেন আর টাকা হাতে নিন। টাকা পেতে হলে আপনাকে ১০০০ টাকা ব্যালেন্সে যোগ করতে হবে। প্রতিটি আর্টিকেলের মান যাচাই করার পর আপনাকে পেমেন্ট দেওয়া হবে। হতে পারে ৫০টাকা আবার হতেও পারে ২০০ টাকা। তো এখানে আপনার স্কিল কাজে লাগাতে হবে ভালো পরিমান টাকা আয়ের জন্য।
আর হ্যা এটাতে আর্টিকেল গুলো মিনিমাম ৭০০ ওয়ার্ড হতে হবে। এর নিচে হলে গ্রহণযোগ্য না। হতে পারবে ফিনিশিং লাইন এর উপর নির্ভর করে ৬০০ বা ৬৫০ ওয়ার্ডের লেখা। এর নিচে হলে পেমেন্ট পাবেন না।
এটির পেমেন্ট পদ্ধতি হচ্ছে বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংক একাউন্ট। এই প্রসেসের মধ্যে পেমেন্ট নিতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাত্র দুই ঘন্টার ভিতরেই আপনার টাকা একাউন্টে পেয়ে যাবেন এটি থেকে। তো চাইলে এখনি একাউন্ট খুলে ইনকাম শুরু করে দিতে পারেন।
টেক টিউন
টেক টিউনকে বাংলাদেশের সেরা ওয়েবসাইট বলা হয়। এটিকে আবার বাংলাদেশের ঙসোস্যাল মিডিয়াও বলা হয়। এই ওয়েব সাইটটিতে শুধু আর্টিকেল না যেকোনো কিছু আপলোড করতে পারবেন। এই ওয়েবসাইটটিকে আপনি ফেসবুকের মতো করে চালিয়ে আয় করতে পারবেন। এটির মধ্যে যেসব বিষয় নিয়ে লিখতে পারবেন সেগুলো হলো – টেক, নিউজ, বিনোদন, ইন্টারনেট, রিভিউ, গল্প, কবিতা আরও অনেক কিছু নিয়ে আপনি লিখতে পারবেন।
শুধু তাই নয় এছাড়া আপনি এটার মধ্যে চাইলে ভিডিও এবং ছবিও আপলোড করতে পারবেন। এই সাইটে যারা আর্টিকেল আপলোড করে তাদের বলে আর্টিকেল টিউনার, যারা ভিডিও আপলোড করে তাদের বলে ভিডিও টিউনার আর পিক আপলোড কারীদর বলে ফটো টিউনার। এখানে ইনকাম করতে হলে আপনাকে আগে ট্রাস্টেড টিউনার হতে হবে। ট্রাস্টেড টিউনার হওয়া খুবই সহজ। প্রথমে ১০ টার মতো পোস্ট লিখবেন সাইটটি তে। এরপর পরই ট্রাস্টেড টিউনার এর ফরম পূরণ করেই এপ্লাই করতে পারেন ইনকাম এর জন্য। এর পর থেকেই আপনার টাকা আপনি পেয়ে যাবেন আপনার একাউন্টে।
এটির মধ্যে পেমেন্ট নিতে চাইলে নিতে পরবেন নগদ বিকাশ আর রকেট এর মাধ্যমে। আপনার একাউন্টে ১৫০০ টাকা জমা হলেই উইথড্রোর জন্য আবেদন করতে পারবেন। উইথড্রো দেয়ার ২৪ ঘন্টার মধ্যেই আপনি আপনার একাউন্টে টাকা পেয়ে যাবেন।
শেষ কথা
উপরের দেওয়া উল্লেখিত সাইটগুলো ট্রাস্টেড সাইট। আপনি ১০০ ভাগ পেমেন্ট পাবেন। কোনো নড়চড় হবে না। স্ক্যাম করার কোনো প্রকৃয়াই নেই। তো শুরু করে দেন যদি আপনার পেশা হয়ে থাকে লেখালেখি। অন্যথায় আপনার জন্য এই সাইটগুলো না। আপনাকে অবশ্যই লেখক হতে হবে তা নাহলে না যাওয়ায় ভালো।