যেভাবে আপনার ওয়াইফাই রাউটারকে নিরাপদ রাখবেন |
যেভাবে আপনার ওয়াইফাই রাউটারকে নিরাপদ রাখবেন
বর্তমানে যেই যুগটি চলতেছে সেটি ইন্টারনেট প্রযুক্তির যুগ। এখানে প্রতিনিয়ত ইন্টারনেটের ইউজ বেড়েই চলছে। আর ইউজার বাড়ার সাথে সাথে বাড়ছে হ্যাকারদের আনাগোনা। বর্তমানে এই ইন্টারনেট বিশ্বে এতো পরিমান হ্যাকার রয়েছে যা অসংখ্য পরিমান। তারা বিভিন্ন পর্যায়ে যে কারো কিছু এক্সেস নিয়ে নিতে পারে।
আমরা সবাই তো কমবেশী ওয়াইফাই ইউজ করি। আমরা কী এটা জানি? যে ওয়াইফাই এর মধ্যেও এক্সেস নিয়ে যায় হ্যাকাররা। হ্যা ঠিকই শুনছেন ওয়াইফাই দ্বারা আপনার স্মার্ট ডিবাইসের গোপন তথ্য চুরি করে ফেলতে পারবে হ্যাকাররা। তাই আজকের এই আর্টিকেলে আমরা জানতে চলেছি যে কীভাবে আমাদের ঘরের ওয়াইফাই টা কে সেইফ করে রাখবো যাতে হ্যাকাররা ভুলেও এক্সেস না নিতে পারে। এখানে বেশী কিছু করতে হবে না আপনাকে শুধুমাত্র কিছু নিয়মকানুন মেনে চললেই সিকিউরিটি তে রাখতে পারবেন ওয়াইফাই ডিবাইসটি। তো চলুন দেখি সেই নিয়মকানুন গুলো কী কী?
ওয়াইফাই রাউটার এর সফটওয়্যার আপডেট রাখা
ইন্টারনেটে জগতে সবকিছুই আপডেট রাখতে হয় তা নাহলে হেটে বিপরীত হয়। এর মধ্যে ওয়াইফাই সিকিউর রাখতে হলে সফটওয়্যার আপডেট রাখা অত্যাবশ্যক। তাছাড়া এখন বর্তমানে কিছু ইন্টারনেট প্রোভাইডার আছে যারা চুক্তি হিসেবে থাকে নিজেরাই আপডেট করে রাখে। আর আপনাকে এক্ষেত্রে চিন্তা করতে হবে না। আর আপনি যদি এই চুক্তির মধ্যে না থাকেন তাহলে সর্বোচ্চ ৭ বছরের ভিতরে আপডেট রাখতে হবে। আর যদি অক্ষম হোন তাহলে সাজেস্ট করবো নতুন রাউটার নেওয়ার জন্য। এতে করে কী হবে, আপনার ইন্টারনেট থেকে কেউ তথ্য একসেস নিতে পারবে না।
পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে
পাসওয়ার্ড পরিবর্তন করলে আপনার রাউটারটিতে কেউ একসেস নিতে পারবেন। আরেকটা কাজ করলেও পারেন, আপনার রাউটারে এমন সিস্টেম করে রাখবেন যাতে অন্য কোনো ব্যক্তি লগিন করতে না পারে। আর পাসওয়ার্ড যখন দিবেন কঠিন টাইপের পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। 1234 এরকরম পাসওয়ার্ড দিবেন না বরং চেষ্টা করবেন Ausk1838@i/# এরকম পাসওয়ার্ড দেওয়ার জন্য। আর কয়েকদিন পরপর রাউটার এডমিন প্যানেলে ঢুকে চেক দিবেন কারা কারা লগিন আছে যাদের চিনেন না তাদের লগআউট দিয়ে দিবেন। এগুলো করবেন আপনার ওয়াইফাই কন্ডিশন ভালো থাকবে।
এসব কিছু যদি আপনি ফলো করেন তাহলে আপনার ওয়াইফাই হ্যাক হবার কোনো সম্ভাবনা থাকবে না। আর কেউ চুরি করে ওয়াইফাই চালাতে পারবে না। ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য। ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না।