আপনি যদি করোনার ভ্যাকসিন দিয়ে থাকেন তাহলে অবশ্য আপনার টিকার সনদপত্র অর্থাৎ সার্টিফিকেট প্রয়োজন। তো এখন কথা হচ্ছে কীভাবে আপনি টিকার কার্ড অর্থাৎ সনদপত্র সংগ্রহ করবেন? বর্তমানে ডিজিটাল যুগে আপনি খুব সহজেই সনদ কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন যদি আপনার কাছে একটি স্মার্টফোন থেকে থাকে। আর যদি না থাকে তাহলে যেকোনো একটি কম্পিউটার এর দোকানে গিয়েও বের করতে পারবেন।
![]() |
যেভাবে ভ্যাকসিনের সনদপত্র হাতে পাবেন |
আজকের এই ব্লগে আমি আপনাদের বলবো আপনার নিজের ফোনটির মাধ্যমে কীভাবে ভ্যাকসিনের সনদপত্র বের করবেন। আশা করি এই আর্টিকেলটি আপনার জন্য উপকার আসবে। অনেকেই পারে টিকা কার্ডের সার্টিফিকেট বের করতে। যারা পারে না তাদের জন্যেই এ টু জেড দেখানো হয়েছে কীভাবে করবেন। এটি যদি আপনার উপকার হয়ে থাকে দয়া করে এই আর্টিকেলটি সবার সাথে শেয়ার করবেন।
কীভাবে মোবাইলের মাধ্যমে ভ্যাকসিনের সনদপত্র ডাউনলোড করবো
এটি ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে একটি ব্রাউজারে যেতে হবে। সেখানে গিয়ে সার্চবারে সার্চ করবেন surokkha bd এটি সার্চ দেওয়ার পর প্রথমত যেই ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করে ঢুকবেন। এরপর বাম সাইটে উপরে দেখবেন মেনুবার ওখানে ক্লিক করে টিকা সনদ এ যাবেন।
ধাপ ১: প্রথমে আপনি সিলেক্ট করবেন যে আপনি কীসের মাধ্যমে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছেন। আপনি যদি আইডি কার্ড দিয়ে করে থাকেন তাহলে জাতীয় পরিচয়পত্রতে ক্লিক করবেন।
![]() |
যেভাবে ভ্যাকসিনের সনদপত্র হাতে পাবেন |
ধাপ ২: এরপর এই ফর্মটি পূরণ করুন। প্রথম ঘরটিতে আপনার আইডি কার্ডের নাম্বারটা লিখবেন। দ্বিতীয়টিতে আপনার জম্মতারিখ লিখবেন। এরপর ক্যাপচা কোডটি লিখেবেন (সবগুলো বড় হাতের)। সবশেষে সাবমিট করুন।
ধাপ ৩: আপনি যেই নাম্বারটি দিয়েছিলেন রেজিস্ট্রেশন করার সময় সেই নাম্বারে একটা OTP কোড যাবে। তারপর সেই কোডটি ঠিকমতো দিয়ে সাবমিট ক্লিক করবেন।
ধাপ ৪: এর আগে যেখানে সাবমিট করেছেন সেখানেই একটা লেখা আসবে টিকা সনদ ডাউনলোড করুন। তো আপনি ওখানে ক্লিক করবেন টিকা কার্ডের পিডিএফ ফরমাট টি ডাউনলোড হয়ে যাবে আপনার মোবাইলে।
ধাপ ৫: যেকোনো একটি কম্পিউটার দোকান থেকে এটি প্রিন্ট করে নেন। আর কোনো কাজ নেই পেয়ে গেলেন আপনার সনদ পত্র।
ধন্যবাদ এই আর্টিকেলটি পড়ার জন্যে। আপনার যদি টেক রিলেটেড পোষ্টের প্রয়োজন হয় তাহলে এই ওয়েবসাইটটিকে ফলো করে রাখবেন। আজকের মতো এখানেই পরের আর্টিকেলে নিয়ে আসবো নতুন এক টেক।