শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান ২০২৩

শ্রদ্ধাভাজন শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এ পর্বে আপনাদের মাঝে ২০২৩ সালের শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে, ২০২৩ সালের শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের পরীক্ষা ০৩ মার্চ ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সালের শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের প্রশ্নপত্র এখানে পাবেন। শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদটি শিক্ষা মন্ত্রণালয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এছাড়াও অফিস সহায়ক পদ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ পর্যন্ত পদোন্নতি পাওয়া যায় বিধায় অফিস সহায়ক পদের গুরুত্ব অপরিসীম। অফিস সহায়ক বা সমমানের অন্যান্য পদে চাকরি পেতে হলে বিগত সালের প্রশ্নের সমাধান করার কোনো বিকল্প পথ নেই। এখানে বলা যায় যে, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে অনেক দেখেছি যে যেকোন সরকারি চাকরির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন থেকেই অধিকাংশ প্রশ্ন কমন আসে। আর ছোট পদ বা তৃতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে বিগত সাল থেকে বেশির ভাগই প্রশ্ন আসে বলে আমার ব্যক্তিগত মতামত। তাই আপনাদের সুবিধায় ১ম শ্রেণী থেকে শুরু করে ৪র্থ শ্রেণী পর্যন্ত চাকরি পেতে হলে ২০২৩ সালের শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য উপস্থিত হলাম।  

 

২০২৩ সালের শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান বাংলা অংশঃ 

 এখন ২০২৩ সালের শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের বাংলা অংশের বিস্তারিত সমাধান দেওয়ার চেষ্টা করব।  

সন্ধি বিচ্ছেদ   

দিগন্ত: দিক+ অন্ত 

সংস্কার: সম+ কার 

পরীক্ষা: পরি+ ঈক্ষা  

অর্থসহ বাক্য রচনা  

অমাবস্যার চাঁদ: (দুষ্প্রাপ্য বস্তু): বন্ধু চাকরি পেয়ে অমাবস্যার চাঁদ হয়েছে।

অর্ধচন্দ্র দেওয়া: (গলা ধাক্কা দেওয়া): লোকটি মোবাইল চুরি করায় সবাই তাকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দিল।

সোনায় সোহাগা: (অতি আদরে): পিতামাতার একমাত্র মেয়েটা যেন সোনায় সোহাগা।

অনুচ্ছেদ লিখুন: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।  

 ২০২৩ সালের শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান ইংরেজি অংশঃ  

এখন ২০২৩ সালের শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের ইংরেজি অংশের বিস্তারিত সমাধান দেওয়ার চেষ্টা করব।  

১. Make sentences with the following Idioms / Phrases with the meaning in Bangla:  

 a) Bring to book: to punish- He was brought to book for not getting good result.  

b) A sore point 

 ২. Fill in the blanks with appropriate preposition   a) Never jump………… conclusions. (Over)

b) The loss cannot be made……..  (Undone)

 ৩. Change the following sentences as directed.  a) I was flattered (make it active)  

He flatters at me.

b) How deep her love for the country was! (make it assertive)  

Her love for the country was deep.

 ৫. Synonym of deliberate is-   

a) willingly 

 b) known

 

  c) intentional 

 

 d) delivery  

Ans: c

৬. Antonym of Honorary is- 

 a) official  

 b) salaried 

 c) dishonor  

d) honorable

Ans: b

  ৭. Translate into English: 

  ক) সে সাঁতার দিয়ে নদী পার হলো।  

He swam across the river.

 খ) শিশুটি হাসতে হাসতে মায়ের নিকট এলো।  

The baby came to its mother laughing. 

২০২৩ সালের শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান গণিত অংশঃ 

 এখন ২০২৩ সালের শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের গণিত অংশের বিস্তারিত সমাধান দেওয়ার চেষ্টা করব।   

ক) ১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর ৭০। এদের মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭৫ হলে ছাত্রদের গড় নম্বর কত?  

খ) একজন ব্যবসায়ী ৩৬ টাকায় ১২টি দরে কিছু কলা ক্রয় করে ৩৬ টাকায় ১৫টি বিক্রয় করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো?  

১২। উৎপাদকে বিশ্লেষণ করুন:  

 x2 – x – (a+1) (a+2)  ১৩। x2-2x-1 = 0 হলে x + 1/x= কত?  

২০২৩ সালের শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান সাধারণ জ্ঞান  অংশঃ  

এখন ২০২৩ সালের শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের সাধারণ জ্ঞান অংশের বিস্তারিত সমাধান দেওয়ার চেষ্টা করব।  

এক কথায় উত্তর লিখুন:  

ক) বাংলাদেশের সীমানা সংলগ্ন দেশ কয়টি? 

 খ) ‘গ্রিন পিস’ কী? 

একটি পরিবেশবাদী সংগঠন।  

গ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত তারিখে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়? 

 (ঘ) কত সালে জাতিসংঘ সহস্রাব্দ ঘোষণাপত্র প্রকাশ করে? 

 (ঙ) UNHCR এর সদর দপ্তর কোথায়?

  (চ) পূর্ণরূপ লিখুন:   

ক) UNDP 

  খ) BSTI   গ) UNESCO   ঘ) SDG ঙ) NATO 

(Visited 162 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *