বর্তমানে সবথেকে ভাইরাল একটি গান হচ্ছে এটি। আপনি যদি শুনে থাকেন এই গানটি তবেই আপনি সোস্যাল মিডিয়ায় একটিভ থাকেন সবসময়।
আপনি কী এই গানটির লিরিক্স খুজছেন? তো আপনার জন্যেই আজকের এই ব্লগ পোষ্ট টি। এইটিতে আমি আপনার কাঙ্ক্ষিত এই গানটির লিরিক্স দিবো।
সাদা সাদা কালা কালা এই গানটির সম্পূর্ণ লিরিক্স দেখতে প্রথমই চলে যান নিচে দেওয়া এই লিংকটিতে। ওখানে গিয়ে যেই ওয়েবসাইটটি থাকবে ওইটাতেই সম্পূর্ণ লিরিক্সটি পেয়ে যাবেন।
বন্ধু তুমি কালা পাখি আমি যেনো কী? এটি একটি অসাধারণ গান। যেটিতে কোনো প্রকার বাধ্যযন্ত্র ব্যবহার করা হয় নি। বাধ্যযন্ত্র ব্যবহার না করেও কীভাবে এতো সুন্দর মন কেড়ে নেওয়ার মতো একটা গান বানিয়ে ফেললো তারা।
বন্ধু তুমি কালা পাখি এই গানটি একটা মুভির মধ্যে গাওয়া হয়েছে। এই গানটির লিরিক্স টি লিখেছেন হাশিম মাহমুদ। তিনি তেমন একজন ভালো লেখক নন। এটি তার প্রথম লেখা যেটি এতোটা ভাইরাল হয়েছে। মিউজিক ভোকাল যিনি দিয়েছেন তিনি হলে আফরান ম্রেধা শিবলু। আর তাদের এই গানটি এতোটা ভাইরাল হয়েছে।
নিচে দেওয়া লিংকটিতে ক্লিক করলেই আপনি একটি নতুন উইনডো তে রিডাইরেক্ট হবেন। আর সাথে সাথেই এই গানটির লিরিক্স দেখতে পারবেন।