![]() |
সিপিএ মার্কেটিং কেনো নতুনদের জন্য বেস্ট ফ্রিল্যান্সিং কাজ |
সিপিএ মার্কেটিং কেনো নতুনদের জন্য বেস্ট ফ্রিল্যান্সিং কাজ?
আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে এই আর্টিকেলটি ওপেন করার জন্য। আজকের এই আর্টিকেলটিতে আমি আপনাদেরকে ক্লিয়ার করব যে নতুনদের জন্য সিপিএ মার্কেটিং এর journey টা কিরকম। অনেকেই আছে যারা ফ্রিল্যান্সিং করতে চান কিন্তু কোন টপিক নিয়ে ফ্রিল্যান্সিং করবেন সেটা জানেন না। আবার অনেকেই আছে যে ফ্রিল্যান্সিং করতেছে এর মাঝে সিপিএ মার্কেটিং টাও continue করতে চাচ্ছেন। তো আজকের এই আর্টিকেলটিতে আমি এটি নিয়েই লিখবো। আর আপনারা জানতে পারবেন যে কেন সিপিএ মার্কেটিং নতুনদের জন্য বা যে কোনো passion এর মানুষের জন্য এই মার্কেটিং কাজটি বেস্ট।
সিপিএ মার্কেটিং কেন নতুনদের জন্য বেস্ট?
সিপিএ মার্কেটিং টি কেন বেস্ট হবে আপনার জন্য সেটা বলার আগে আমি আরেকটি জিনিস বলতে চাই, একজন ফ্রীল্যান্সার হতে হলে একটি মানুষের কি কি গুন থাকতে হয়? আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান তাহলে আপনার গাছে দুটি গুন অবশ্যই থাকতে হবে। প্রথমত যেটি থাকতে হবে সেটি হচ্ছে আপনার ধৈর্য আর দ্বিতীয়ত যে জিনিসটি সেটি হচ্ছে সময়। আপনার কাছে যদি এই দুটি জিনিস থেকে থাকে তাহলে ভেবে নিন আপনি ফ্রিল্যান্সিং সেক্টরের ৫০ পার্সেন্ট সফলতা পেয়ে গেছেন।
কিন্তু নতুন অবস্থায় কেউই ধৈর্য এবং সময় দুটো একসাথে দিতে পারে না। প্রথম অবস্থায় যারা আসে তারা সব সময় চিন্তা করে কোন সময় তারা ইনকাম শুরু করবে। ঠিক এই কারণেই তারা ডি মোটিভেট হয়ে পড়ে সামনের দিকে এগিয়ে যাওয়া হয়না তাদের। এসব জিনিস গুলা হয় একমাত্র অন্যান্য ফ্রিল্যান্সিং সেক্টরের কাজের মধ্যে যেমন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, কনটেন্ট রাইটিং ইত্যাদি। আর এই সিপিএ মার্কেটিং এর মধ্যে একেবারেই অন্যরকম এখানে আপনি স্কিল অর্জনের পাশাপাশি ইনকাম টাও শুরু করে দিতে পারবেন। এর জন্য আপনাকে ধৈর্য্য তেমন একটা ধরতে হবে না। আপনি প্রথমত তিন মাস মনোযোগ সহকারে এই কাজটা শিখবেন এবং এরপর থেকে কাজে লেগে পড়বেন তাহলে কাজের সাথে সাথে আপনি ইনকামও করে ফেলতে পারবেন।
এছাড়া এটির মধ্যে ভালো পরিমাণ ROI পাওয়া যায়। ROI বলতে রিটার্ন অফ ইনভেসমেন্ট কে বোঝায়। এটির মধ্যে আপনি যত সময় ব্যয় করবেন যত ধৈর্য ব্যয় করবেন যতো কিছুই ব্যয় করেন না কেন দিন শেষে আপনার ইনকাম হবে হাইলেবেলের হবে। ঠিক এই কারণেই নতুনদের জন্য সিপিএ মার্কেটিং টি বেস্ট। আপনি যদি কোথাও ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ খুঁজে না পান তাহলে আপনার জন্য এই সিপিএ মার্কেটিং টি অনেক চাহিদাসম্পন্ন কাজ হতে পারে। তো আর দেরি কিসের ইউটিউবে ভিডিও দেখে শুরু করে দেন আপনার সিপিএ মার্কেটিং এর কোর্স।
আর হ্যা সবশেষে আরেকটি কথা বলতে চাই আপনি যদি ফ্রীল্যান্সিংয়ে সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য এবং সময় দিয়ে কাজ করতে হবে। অন্যথায় আপনি এই সেক্টরে কোনদিনও সফল হতে পারবেন না।