সে বোঝেনি আমায় – Se Bujheni Amay by shamiul shezan লিরিক্স

সে বোঝেনি আমায় লিরিক্স

সে বোঝেনি আমায় by সামিউল সিজান লিরিক্স

সে বোঝেনি আমায় গানটি Shamiul Shezan ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। এটি গেয়েছেন সামিউল সিজান। গানটির লিরিক্স লিখেছেন সামিউল সিজান।এরকম আরও গানের লিরিক্স পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। আমাদের এই topthingbd ওয়েবসাইটে সবসময় নতুন নতুন গানের লিরিক্স পাবেন।

Se Bujeni Amay song by Shamiul Shezan details

Below given details of Se Bujeni amay song by Shamiul Shezan.

Name: She Bojheni Amay
Singer: Shamiul Shezan
Lyrics: Shamiul Shezan
Music: Shamiul Shezan
Label: Shamiul Shezan

Se Bujeni Amay song Whole lyrics in Bangla

কেউ আধারে রাতে আমায় খোজে না
কেউ বৃষ্টি এ দিনে আমায় ভাবেনা

এ দিনগুলো মন ভরে
কাছে পেতে চায় তোমাকে
এভাবে গল্পের শেষে
দাড়িয়ে আমি আনমনে
এ পুরোটা আকাশ জুরে
দেখেছি স্বপ্ন তোমায় নিয়ে
এভাবে ভেঙ্গে যাবে আমাকে
বুঝিনি কোনভাবেই

আজও কি মনে পরে
তোমার আমাকে
খোজও কি কখনো আমায়

এ মায়া রবে আজও
এ ছায়া রবে আজও
শুধু হবেনা তোমাকে পাওয়া
ভেবনা আছি আজও
প্রার্থনা রবে আজও
ভালো থেকো তুমি সেই অজানায়

পাবেনা আর আমায়
কেউ মায়া ভরা চোখে আমায় ডাকে না
কেউ ধুসর এ শহরে আমায় খোজে না

এ পথগুলো মন ভরে
কাছে পেতে চায় তোমাকে
এ চোখে জ্বল বোঝে না
ভালোবাসেনি আমাকে
এ পুরোটা আকাশ জুরে
আধার কালো মেঘে ঢেকেছে
এভাবে শূন্য করে যাবে
ভাবিনি কোনভাবেই

আজও কি মনে পরে
তোমার আমাকে
খোজও কি কখনো আমায়

এ মায়া রবে আজও
এ ছায়া রবে আজও
শুধু হবেনা তোমাকে পাওয়া
ভেবনা আছি আজও
প্রার্থনা রবে আজও
ভালো থেকো তুমি সেই অজানায়
পাবেনা আর আমায়

কোন মাঝরাতে জেগে ওঠা
আকাশের আধারে তাকিয়ে থাকা
মনে পরে হাজারো কথা
তোমার আমার মাঝে দেয়াল
একা আনমনে হেটেই বেড়াই
শূন্য হয়ে আছে গোটা সকাল
পরিশেষে সবটাই তো শেষ
তোমার আমার মাঝে দেয়াল

এ মায়া রবে আজও
এ ছায়া রবে আজও
শুধু হবেনা তোমাকে পাওয়া
ভেবনা আছি আজও
প্রার্থনা রবে আজও
ভালো থেকো তুমি সেই অজানায়
পাবেনা আর আমায়

Se bujena amay by Shamiul Shezan lyrics bangla

সে বুঝেনা আমায় এই গানটি produced করেছে Shamiul Shezan. এই গানটির সম্পূর্ণ ভিডিও ক্লিপসহ ইউটিউবে আপলোড করা হয়েছে। যেই চ্যানেলে আপলোড করা হয়েছে সেই চ্যানেলটির নাম হচ্ছে Shamiul Shezan. ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত গানটির সম্পূর্ণ ভিডিও। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করবেন সে বুঝেনা আমায় song video shezan, se bujena amay song video, সে বুঝেনা আমায় গানের ভিডিও, সে বুঝেনি আমায় গান সামিউল সিজান। তাহলেই পেয়ে যাবেন মিউজিক ভিডিওটি।

Se Bujheni Amay Lyrics in Bangla

Keu andhare raate amay khoje na
Keu brishti e dine amay vabena

E din gulo mon bhore
Kache ete chaay tomake
Evabe golper seshe
Dariye ami aanmone
E purota akash jure

Dekhechi shopno tomay niye
Evabe venge jabe amake
Bujhini kono vabei
AAjo ki mone pore tomar amake
Kohojo ki kokhono amay.

E maya robe aajo
E chaya robe aajo
Shudhu hobena tomake paowa
Vebona achi aajo
Parthona robe aajo
Valo theko tumi sei ojanay
Pabena aar amay.

Keu maya bhora chokhe amay daake na
Keu dhusor e shohore amay khoje na

E pothgulo mon bhore
Kache pete chaay tomake
E chokhe jol bojhe na
Valobasheni amake
E purota akash jure

Andhar kalo meghe dhekeche
Evabe shunno kore jabe
Vabini konovabei
Aajo ki mone pore tomar amake
Khojo ki kokhono amay.

Kono majhraate jege otha
AKasher andhare takiye thaka
Mone pore hajaro kotha
Tomar amar majhe dewal
Eka aanmone hetei berai
Shunno hoye ache gota sokal
Poriseshe sobtai toh sesh
Tomar amar majhe deyal.

সে বুঝেনি আমায় গানের মিউজিক ভিডিও

আপনি ইউটিউবে না গিয়েও গানটি দেখতে পারবেন। এখানে আমি সামিউল সিজানের সে বোঝেনি আমায় গানটি embed করে দিবো। তারপর আপনি আমাদের এই সাইটেই মিউজিক ভিডিওটি দেখতে পাবেন। নিচে বদনাম গানটির embed ভিডিওটি দেওয়া হলো।

FAQ

Q1: সে বোঝেনি আমায় গানটি কে গেয়েছে?

Ans: সে বোঝেনি আমায় গানটি গেয়েছে  সামিউল সিজান।

Q2: সে বোঝেনি আমায় গান কে নির্মাণ করেছে?

Ans: গানটি নির্মাণ করেছে সামিউল সিজান।

Q3: সে বোঝেনি আমায় গানটি কোন চ্যানেলে আপলোড করা হয়েছে?

Ans: সে বোঝেনি আমায় গানটি যেই চ্যানেল আপলোড করা হয়েছে সেটির নাম হচ্ছে Shamiul Shezan।

Q4: When uploaded the song Se bujheni amay song in youtube?

Ans: The time of upload Se Bujeni amay song 12 Jan 2023.

Q5: Where i can the se bujeni amay song lyrics?

Ans: You will find on topthingbd.com website in Google.

(Visited 18 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *