২০২২ সালে ভুলেও যেসব মোবাইল কিনবেন না

২০২২ সালে ভুলেও যেসব মোবাইল কিনবেন না
২০২২ সালে ভুলেও যেসব মোবাইল কিনবেন না


আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের জানাতে চলেছি এমন পাঁচটি মোবাইল ফোন যেগুলো আপনি 2021 সালে এসে ভুলেও কখনো কিনবেন না। কারণ এগুলো কখনোই মোবাইলের কাতারে পড়ে না। আর যদি এগুলো আপনি কিনেনও তাহলে আপনি নিশ্চিত ঠকবেন। আজকের এই আর্টিকেলে যেই মোবাইল ফোনগুলোর কথা বলব এই মোবাইল ফোনগুলো হয়তো ভালো ছিল একসময় কিন্তু এমন সময়ে 2022 এর দিকে আমাদের জন্য নয় এগুলো। তো চলুন জেনে নেই এই পাঁচটি মোবাইল কি কি?


TCL 10 5g smart phone.

২০২২ সালে ভুলেও যেসব মোবাইল কিনবেন না
২০২২ সালে ভুলেও যেসব মোবাইল কিনবেন না



তো প্রথম নাম্বারে রাখা হয়েছে টিসিএল কোম্পানির টিসিএল টেন ফাইভ জি স্মার্টফোন। এই ফোনটি না কিনে আপনি যদি আইফোনের একবারে পুরাতন মডেল টাও কিনেন আমি না করব না। কারণ ওইটাতে কোন ডিস্টার্ব দেখা দিলে বা বিভিন্ন পার্টস লাগলে খুব সহজেই পেয়ে যাবেন। কিন্তু টিসিএল কোম্পানির ফোনটিতে  যদি কোন ডিস্টার্ব দেখা দেয় তাহলে ভুলেও এ ফোনের পার্টস আপনি বাংলাদেশের কোথাও পাবেন না। এই ফোনটির ক্যামেরা ভালো আছে মোটামুটি সবকিছুই ভালো। তারপরেও আমি আপনাকে সাজেস্ট করব এ ফোনটি না কেনার জন্য।


Redmi Note 11 5g Smart phone.

২০২২ সালে ভুলেও যেসব মোবাইল কিনবেন না
২০২২ সালে ভুলেও যেসব মোবাইল কিনবেন না



এরপর যেটিকে রাখা হয়েছে সেটি Redmi কোম্পানির Redmi note 11 ফোনটি। কারণ এটি হচ্ছে একটি চাইনিজ ভার্সন। তো আমরা তো জানি যে চাইনিজ ভার্সন এর মোবাইল গুলো কি রকম হবে বা কি রকম পারফরম্যান্স দিবে। তো এই প্রেক্ষিতে এ মোবাইলটাকেও রিজেকশনে ফেলে রাখতে পারেন। এই মোবাইলটি কিনতে পারবেন তখনই যখন এটির একটি নতুন ভেরিয়েন্ট বের হবে। নতুন ভেরিয়েন্ট বের হলে তখন ঐটা কে কিনে ইউজ করতে পারেন। এখনকার এই note 11 5g ইউজ না করার জন্য পরামর্শ দিলাম।


Sharp Aqous R3 smart phone.

২০২২ সালে ভুলেও যেসব মোবাইল কিনবেন না
২০২২ সালে ভুলেও যেসব মোবাইল কিনবেন না



বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে Sharp Aqous R3 এর বিভিন্ন অ্যাড দেখা যায়। মোবাইলটি অনেক পুরানো মডেলের মোবাইল। তাছাড়া এটির কনফিগারেশন খুবই হাই কোয়ালিটি। তা সত্বেও আমি বলতেছি এটি কিনবেন না। এটা যদি কিনেন দুই তিন মাস চালানোর পর এটাকে আপনি 1000 টাকাইও বিক্রি করতে পারবেন না। তা তো বটেই এছাড়া এটি যদি কোন প্রবলেম দেখা দেয় তাহলে তো এই পার্টস গুলা ভুলেও পাবেন না বাংলাদেশ এটাতো আমার থেকে বেশি জানেন আপনারাই।


Google pixel 2 smart phone.

২০২২ সালে ভুলেও যেসব মোবাইল কিনবেন না
২০২২ সালে ভুলেও যেসব মোবাইল কিনবেন না



গুগলের মোবাইল খারাপ এটা কি সম্ভব? হ্যাঁ এটাই সম্ভব। গুগোল তো বর্তমানে অনেক ভালো ভালো মোবাইল আবিষ্কার করেছে। কিন্তু এর মধ্যে Google pixel 2 ফোনটি অনেক লো কোয়ালিটি বানিয়ে ফেলেছে। এই ফোনটি যদি আপনি কিনে আনেন প্রথমে নাকেদ টানা 10 ঘন্টা চার্জ দিতে হয়। তাহলে এবার বুঝেন যে মোবাইলটা কতটুকু ভালো। তো আমার পক্ষ থেকে সাজেস্ট থাকবে যে এই ফোনটি কিনবেন না ভুলেও।


Nokia 8v 5g UW smart phone.

২০২২ সালে ভুলেও যেসব মোবাইল কিনবেন না
২০২২ সালে ভুলেও যেসব মোবাইল কিনবেন না



সর্বশেষ যে ফোনটি কথা বলতেছি নাম হচ্ছে Nokia 8v 5g UW। এই মোবাইলটি বাংলাদেশের বাজারে 15000 টাকার মধ্যে পেয়ে যাবেন। কিন্তু এর আগে u.s.a. কান্ট্রির মধ্যে এ ফর ক্রি বিক্রি হতো 700 টু 800 ইউএসডি। আর ওই কান্ট্রিতে তেমন একটা প্রচলিত না হওয়ায় বাংলাদেশের নিয়ে রিপেয়ারিং করে করা হচ্ছে পনেরো হাজার টাকার মধ্যে। আপনি যদি একটি মোবাইল কিনতে চান তাহলে এই মোবাইল গুলো থেকে দূরে থাকুন না ভাই আপনাকে ঠকতে হবে।


যে পাঁচটি মোবাইলের কথা বলা হয়েছে এই মোবাইল গুলো কখনোই কিনবেন না। আর যদি কিনেও ফেলেন পরবর্তীতে আপনাকে আফসোস করতে হবে। তো বন্ধুরা আজকের এই আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি এ সম্পর্কে কোনো মন্তব্য থেকে থাকে আপনার তাহলে যোগাযোগ করতে পারেন আমার সাথে। চেষ্টা করব খুব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সাথে থাকার জন্য।

(Visited 62 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *