২১+ রমজান মাসের শুভেচ্ছা স্ট্যাটাস। বন্ধুদের শুভেচ্ছা জানান
রমজান মাস তো এসেই পড়লো। আগামী ৩রা এপ্রিল থেকে সবাই রোজা রাখা শুরু করবে। আমাদের মুসলমানদের জন্যে একটি শান্তিপূর্ণ মাস। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে রহমতে পরিপূর্ণ করে দিক এই প্রার্থনায় করি।
![]() |
২১+ রমজান মাসের শুভেচ্ছা স্ট্যাটাস। বন্ধুদের শুভেচ্ছা জানান |
তো রমজান মাস উপলক্ষে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের কবিতা স্ট্যাটাস ছন্দ পাঠাতে হবে। তাই তো এই ওয়েবসাইটে ভিজিট করেছেন আপনি? চিন্তার কারণ নেই আজকে আমার এই আর্টিকেলটিতে আমরা রমাজান মাস বা রোযার মাসের অগ্রিম শুভেচ্ছা নিয়ে কিছু স্ট্যাটাস নিয়ে পোষ্ট করবো। ২১+ রোজা রমজানের স্ট্যাটাস দেওয়া হলো। আশা করি এই পোষ্টটি আপনার কাছে ভালো লাগবে।
২১+ রমজান মাসের শুভেচ্ছা স্ট্যাটাস। বন্ধুদের শুভেচ্ছা জানান
১. 🕌সামনে আসছে রোজা…. ;, হালকা করবো মোদের গোনাহের বোঝা,…; মোরা যদি করি অনেক পাপ চেয়ে নেব মাফ….;এসো বন্ধু নিয়ত করি,আজ থেকে সবাই পাঁচওয়াক্ত নামাজ পরি!🕌
২. 🌇রমজানের এই চেতনা আমাদের সবার হৃদয়ে থাকুক এবং আমাদের আত্মাকে ভিতর থেকে আলোকিত করুক । সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা!🌇
৩. 🌃আযানেরই পুণ্যে আমি তুমি হতে চাই যে ধনবান,
সেই ধনের বিনিময়ে পাবো রোজাদারের পুরষ্কার, রাইয়্যান!
আল্লাহ্ তায়ালার দান, মোবারক হো..মোবারক হো..
মাহে রমজান!🌃
৪. 🌁বিধান মেনে পালন করুন
পবিত্র মাহে রমজান,
পাপ থেকে মুক্তি পাবেন
পরকালে সম্মান!🌁
৫. 🕌উড়ছে পাখি গাইছে গান..
মাহে রমজানের আহ্বান..
ওরে বন্ধু মুসলমান, পড়তে থাকো আল কোরআন..
কোরআন পড় বেশি বেশি, শেয়ার করো বেশি বেশি!🕌
৬. 🌃আমরা যখন আল্লাহর সাথে সম্পর্ক পুনরুদ্ধার করি তখন তিনি আমাদের সাথে সবকিছুর সম্পর্ক পুনরুদ্ধার করেন । শুভ মাহে রমজান! 🌃
৭. 🕌এই রমজানের আপনি শান্তি ও সমৃদ্ধির মধ্যে চরম আনতে পারে. লাইট অন্ধকার ওভার জয়জয়কার এ শান্তির পৃথিবী অতিক্রম করতে পারে. আলোর আত্মা বিশ্বের জ্বালান দিতে পারে….পবিত্র মাহে রমজান মোবারক!🕌
৮. 🕋নামাজ রোজা আমরা কাজা করবো না ভাই কভু… নয়তো রাজা দিবেন কঠিন সাজা যিনি মোদের প্রভু… নামাজ রোজা অনেক সোজা ইচ্ছে যদি করি মোরা… মনের মতো সময় মতো নামাজ রোজা করো….পণ করো আজ পড়বো নামাজ রাখবো সদা রোজা….তা না হলে ই তো পরকালে পেতে হবে মোদপর সাজা…. বেহেস্তেতে থাকবো মেতে হবে যে কত মজা!🕋
৯. 🌌বেশি বেশি দান করে ,দানের সওয়াব নিও তুলে তাহাজ্জুদের পুণ্য টুকু নিতে মন যেন না যায় ভুলে পড়বে কোরআন প্রতিদিন সুরের দরজা খুলে সেই কোরআনের মধুর সুরে সবার মন উঠবে আনন্দে দোলে….Ramadan Mubarak!🌌
১০. 🌃আসুন সবাই মিলে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি ও আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পন করি । সবাইকে জানাই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা🌃
১১. 🌇বছর ঘুরে আবার এলো,
পবিত্র সেই রোজা।
পাপ পূণ্যের হিসেব করে,
চলবো সঠিক সোজা!🌇
১২. 🕌রমজান মাসে কেউ যদি
তুলে দুটি হাত
রবের দয়ায় পায় সে
গুনা’র নাযাত!🕌
১৩. 🕋আজ আমি প্রার্থনা যে, সুখ আপনার দরজার হতে। এটা প্রথম দিকে গরিব মে দেরী থাকুন এবং আল্লাহর দান ছেড়ে শান্তি, প্রেম, আনন্দ ও পিছনে সুস্বাস্থ্যের!🕋
১৪. 🌁আমরা যখন আল্লাহর সাথে সম্পর্ক পুনরুদ্ধার করি তখন তিনি আমাদের সাথে সবকিছুর সম্পর্ক পুনরুদ্ধার করেন । শুভ রমজান!🌁
১৫. 🕌ভুলেও যেন একটি রোজা বন্ধু তোমার না হয় ক্বাযা…. ফকীর নয়, তারাবীর নামাযের পুণ্যের যেন হতে পারো বন্ধু তোমি রাজা,,,হেসে খেলে ভুল করে হায়… পেওনা ভুলের কঠিন সাজা!🕌
১৬. 🌅নামাজ পড়, রোজা রাখ, কলমা পড় ভাই, তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই…রমজান মোবারক!🌅
১৭. 🕋হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী লোকদের উপর । যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পারি!🕋
১৮. 🌃রমজান এর 01 মাস “” “”রহমত 04 সপ্তাহ”” “”এফডিসির এর 30 দিন”” “”বরকত এর 720 Hours””” “”QABULIAT এর 4320O মিনিট”” “” আর MAGHFIRAT এর 2592000 সেকেন্ডের””” আসুন আমরা এর সঠিক ব্যবহার করি….রমজান মোবারক!🌃
১৯. 🕍রমজান হলো ইমান কে তাজা করার মহা সুযোগ । শুভ রমজান!🕍
২০. 🕌আলহামদুলিল্লাহ্, আবারো রমজান এলো, আল্লাহর ক্ষমা ও নিয়ামত কামনা করার সময় । রমজানুল মোবারাক!🕌
২১. 🕋এসে গেল রোজা….
হালকা করবো মোদের গোনাহের বোঝা…
মোরা যদি করি অনেক পাপ চেয়ে নেব মাফ….
এসো বন্ধু নিয়ত করি,
আজ থেকে সবাই পাঁচওয়াক্ত নামাজ পড়ি….Ramadan mubarak!🕋
২১+ রমজান মাসের শুভেচ্ছা স্ট্যাটাস। বন্ধুদের শুভেচ্ছা জানান
তো বন্ধুরা উপরে লেখা ২১+ রোযার স্ট্যাটাস গুলো আশা করি অনেক ভালো লেগেছে। এখান থেকে কপি করে আপনার বন্ধুকে মেসেজ দিয়ে শুভেচ্ছা জানাতে পারেন। এইবারের রমজান মাস সবার শান্তিতে কাটুক এই কামনাই করি।
![]() |
২১+ রমজান মাসের শুভেচ্ছা স্ট্যাটাস। বন্ধুদের শুভেচ্ছা জানান |