1xbe’ t ডিপোজিট প্রবলেম এর সমাধান। 1xbe’ t deposit problem solved 2022

1xbe’ t এ ডিপোজিট এর টাকা যদি আটকে যায় কী করণীয়?

আপনি যদি 1xbe’ t এ বাজি ধরে থাকেন তবে নিশ্চয়ই আপনি ডিপোজিট করবেন। আর এই ডিপোজিট এর টাকা যদি আপনার একাউন্টে যোগ না হয় তাহলে কীভাবে আবেদন করবেন তা সম্পূর্ণ রূপে দেওয়া হলো।

1xbet deposit problem solving


আমরা কমবেশ সবাই জানি 1xbe’ t হচ্ছে দেশের সেরা বিকাশ নগদ বেটিং ওয়েবসাইট। কিন্তু তারা এখন আগের মতো সার্ভিস দিতে পারছে না। আগে যেভাবে তাদের সার্ভিস পাওয়া যেতো এখন তেমন ভাবে তাদের সার্ভিস পাই না। এ কারণে অনেকেই এই সাইট থেকে বিশ্বাস ওঠিয়ে ফেলতেছে।

1xbe’ t এ যদি আপনার কাঙ্ক্ষিত ডিপোজিটের টাকাটি আটকে যায় তাহলে নিম্মলিখিত নিয়ম গুলো ফলো করে তাদেরকে মেইল করলেই ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনার ডিপোজিটটি তারা একাউন্টে যোগ করে দিবে।

আপনাকে শুধুমাত্র আমাদের দেখানো ফরমটি ইডিট করে সেন্ড করতে হবে। আর যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে topthingbd.com আপনাদের পাশে আছে। শুধু কমেন্ট করে বলে যান। সমাধান দেওয়ার চেষ্টা করবো।

সর্ব প্রথম বলে রাখি 1xbe’ t টিমের ডিপোজিট এবং উইথড্র সম্পর্কিত ই-মেইল ২টি। এই দুইটি থেকে যেকোনো একটির মধ্যে পাঠালেও চলবে। তাদের ইমেইলটির নাম হচ্ছে (transaction-bn@1xbe’ t-team.com) এখানে transaction এর যায়গায় info বসিয়ে দিলেই তাদের অন্য আরেকটি ইমেইল। তো এই দুটোর মধ্যে যেকোনো একটির মধ্যে পাঠালেই হবে। আমি রেফার করবো যে এই ইমেইলটিতে পাঠাবেনtransaction-bn@1xbe’ t-team.com


Subject: ডিপোজিটের টাকা যোগ না হওয়ার প্রসঙ্গে

আমি  গত ০৯/১২/২০২২ তারিখে ১০০০ টাকা ডিপোজিট করেছিলাম কিন্তু আমার 1xbet এর ওয়ালেট এ এখনো টাকাটা জমা হয়নি। নিম্নে আমি ডিপোজিট এর সমস্ত তথ্য প্রমাণ সহকারে প্রদান করলাম:

BDT Wallet No (user ID) :

Trans ID/ TrxID:

Client phone no:

Agent phone no:

Bkash time and date: ০৯/১২/২০২২, ৫:২০ PM

Amount: ১০০০

Bkash Screenshot:

উপরোক্ত তথ্যগুলো দেখে আমার ওয়ালেট এ খুব শীঘ্রই টাকা টা জমা করার জন্য আপনার কাছে অনুরোধ রইলো:

সাবজেক্টটি লেখার পর। উপরে যেভাবে লেখাটি আছে সেইভাবে তুলে দিবেন। আর নিচের নিয়মানুযায়ী সবকিছু পিলআপ করবেন।

প্রথমত সিরিয়াল অনুযায়ী আপনার নামটি লিখবেন। এরপর বিকাশ/নগদ যেটাই হোক ট্রান্সেকশন আইডিটা দিবেন। এরপর আপনার ফোন নাম্বারটা দিবেন। তারপর দিবেন যেই নাম্বারে টাকাটা সেন্ড করেছেন ওই নাম্বারটা। next অপশনটিতে সময় ও তারিখ লিখে দিবেন। কত টাকা ডিপোজিট করেছেন উল্লেখ করে দিবেন। সর্বশেষে জিমেইলের উপরের দিক দেখবেন Attach file ওইখানে ক্লিক করে বিকাশ/নগদের ক্যাশআউট স্লিপটি এড করে দিবেন। এর পরে নিচে যেই লাইনটি লেখা আছে সেটা লিখে পাঠিয়ে দিন। আশা করি ২৪ থেকে ৪৮ ঘন্টার ভিতরে আপনার 1xbe’ t এর ডিপোজিট এর টাকাটা আপনার মূল একাউন্টে যোগ হয়ে যাবে।


(Visited 49 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *