আপনি কী আপনার এডসেন্স এর পিন ভেরিফাই করতে পিন রিকুয়েস্ট করেছেন? রিকুয়েস্ট করছেন ঠিকই কিন্তু কোনো মেইল বা চিঠি আসে নি? আপনার এডসেন্স একাউন্ট টি এখন কী করবেন বুঝতাছেন না? সাধারণত ৪ সপ্তাহের মধ্যে পিন চলে আসে কিন্তু আপনার পিন ৪ সপ্তাহ পরেও আসেনি? আজকে এসকল প্রশ্নের উত্তর নিয়ে আর্টিকেলটি তৈরি করা হবে। আপনি যদি এডসেন্সের পিন পেতে সমস্যাতে পরে থাকেন তাহলে এই ব্লগ পোস্টটি আপনার জন্য।
আমি বিগত ২০১৯ সাল থেকে এডসেন্সের সাথে জড়িত আছি। এবং আমার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে যেটা আমাকে এই প্রশ্নের উত্তর গুলো দিতে আরও কনফিডেন্স করবে। এটা স্বাভাবিক, যে একজন নতুন এডসেন্স ইউজার এটা জানে না যে কখন তাদের পিন ভেরিফাই করতে হবে কখন বা তাদের আইডি ভেরিফাই করতে হবে। আইডি ভেরিফাই নিয়ে পোষ্ট করা আছে আমার ব্লগে চাইলে দেখে নিতে পারেন।
আপনার একাউন্টে নিশ্চয়ই ১০ ডলার আছে তানাহলে পিন ভেরিফাই করতে রিকুয়েস্ট পাঠাতে পারতেন না। এখন কথা হচ্ছে আপনার এড্রেস কীভাবে লিখেছেন আপনার এডসেন্সে। আপনি যদি সঠিকভাবে আপনার ঠিকানা না দিতে পারেন তাহলে কখনোই আপনি এটির আশা করতে পারেন না। আপনার ভালো একটু জ্ঞান থাকা লাগবে এই এড্রেস সম্পর্কে। নিচে দেওয়া হলো কীভাবে এড্রেস পূনরায় সাবমিট করবেন।
Adsense এর চিঠি কেনো আসে না?
- এড্রেস ভুল দেওয়া
- পোষ্ট কোড ভুল দেওয়া
- নাম ভুল দেওয়া
- আইডেন্টি কার্ড অনুসারে ঠিকানা না দেওয়া
- পোষ্ট মাস্টারের সাথে যোগাযোগ না থাকা
উপরে উল্লেখিত ভুল গুলো যদি আপনার একাউন্টে যেকোনো একটা করে থাকেন তবে ঠিক এই কারণেই আপনার এডসেন্স এর লেটার টি পান নাই। সব সময় চেষ্টা করবেন এই ভুল গুলো করা থেকে নিজেকে বিরত রাখা।
Adsense এর পিন আসেনাই এখন কী করণীয়?
যেহেতু আপনি প্রথম বার চিঠির আবেদন করছেন ভুল হবেই স্বাভাবিক। এতে গাবরানের কিছু নেই। আপনি নিশ্চিত থাকতে পারেন। এবং স্টেপ বাই স্টেপ আমার দেওয়া গাইডলাই ফলো করেন। দেখবেন পরবর্তী সময়ে পিন আসবেই আসবে।
যেহুতু এডসেন্স প্রত্যাকটি একক একাউন্টে তিনবার করে পিন রিকুয়েস্ট পাঠানোর অধিকার দিয়ে থাকে তাই আপনিও আরও দুইবার আবেদন করতে পারবেন। তো কীভাবে আবেদন করবেন?
কীভাবে দ্বিতীয় বার এডসেন্স লেটারের জন্য আবেদন করবো?
- ধাপ ১: প্রথমে আপনার কাঙ্ক্ষিত এডসেন্স একাউন্টে লগিন করুন।
- ধাপ ২: এরপর বাম কোণে থ্রিডট আইকনে ক্লিক করেন। এরপর Payment এ যাওয়ার পর Verification Check এ যান।
- ধাপ ৩: এখানে দেখতে পাবেন এড্রেস ভেরিফাই করতে বলছে। একটু নিচেই দেখবেন Resend Pin এটাতে ক্লিক করুন।
- ধাপ ৪: আপনার পিন রিকুয়েস্ট গুগলের কাছে পৌছে গেছে। আজকের দিন থেকে ২৮ দিনের মধ্যে আপনি পিনটি আপনার হাতে পেয়ে যাবেন।
কীভাবে এডসেন্স এর এড্রেস পাল্টাবো?
এডসেন্স এর এড্রেস ভেরিফাই এর আগে পাল্টাতে হয়। ভেরিফাই এর পর পাল্টাতে গেলে সমস্যা করতে পারে। আপনি যখন আপনার পিন লেটারটি পাবেন না তখন এটি চেন্জ করে পুণরায় রিকুয়েস্ট দিতে পারবেন। কীভাবে চেন্জ করবেন তা নিচে দেওয়া হলো ধাপে ধাপে-
- ধাপ ১: এডসেন্স এর Payment Info তে যান। সেখানে যাওয়ার পর লেখা দেখবেন Manage Settings সেখানে যাবেন।
- ধাপ ২: একটু নিচে নেমে দেখবেন যে লেখা আছে Name & Adress। ওইটাতে ক্লিক করেন।
- ধাপ ৩: এরপর আপনার আইডি কার্ড অনুসারে আপনার ঠিকানা ও নাম সব চেন্জ করে ফেলুন।
- ধাপ ৪: এখন সেইভে ক্লিক করুন।
- ধাপ ৫: এখন আপনার একাউন্টের Verification Check অপশনটিতে গিয়ে ওখানে ক্লিক করুন। ৩ থেকে ৪ সপ্তাহ ভিতরে আপনি আপনার পিন বা লেটারটি পেয়ে যাবেন
কীভাবে Adsense এ এড্রেস বসাবো? How to add Address on Google Adsense.
প্রায় সবাই কনফিউস হয়ে যায় যে কীভাবে তাদের আইডি থেকে এড্রেস বসাবে। কীভাবে আইডির ঠিকানা এডসেন্স পিনের জন্য দিবে। তো আমি একটা স্ট্রাকচার দেখিয়ে দিচ্ছি সবসময় এটি চেষ্টা করবেন দেখবেন কী খুব সহজেই পিন লেটার হাতে পেয়ে গেছেন। এড্রেসটি এভাবে লিখবেন-
1st line (your house no, your village, your post office – post no,)
2nd line (your upozilla, your zilla, your mobile no.)
Example:
1st line : bhuiya bari, Hatash, Bangora-3543
2nd line : Muradnagar, Comilla (016453***08)
এভাবে যদি আপনার এড্রেসটি বসান তাহলে আমি একশো ভাগ সিউর আপনি চিঠি পাবেনই পাবেন।
Conclusion
আমি আমার নিজ অভিজ্ঞতা থেকে আপনাদের সাহায্য করতে এটি লিখেছি। আমি যতবার পিন হাতে পেয়েছি ঠিক ততবারই আমি এই স্ট্রাকচার টা ব্যবহার করেছি। আপনি এভাবেই আপনার নিজ থেকে করে যান আপনি সফল হবেনই। যেহেতু আপনি এডসেন্স দিয়ে আর্নিং করতে চাচ্ছেন একটা কথা মাথায় রাখবেন ব্লগিং হোক কিংবা ইউটিউব আর্নিং কমবেশ হতে পারে। তাই কখনো কম হলে হাল ছাড়বেন না। ধৈর্য্য ধরে কন্টেন আপলোড দিতে থাকেন একসময় একটা প্যাসিফিক আর্নিং হবে। আজ এইটুকুই ধন্যবাদ এটি পড়ার জন্য। আর পড়ে কি উপকার পেলেন নাকি না তা জানাতে ভুলবেন না কমেন্টে।