adsense-payment-not-get-এডসেন্স-এর-পেমেন্ট-কেন

Adsense payment not given

 

আপনার এডসেন্স একাউন্টে ১০০ ডলার পূর্ণ হয়ে গেছে অথচ পেমেন্ট পাননি এখনো? কত ডলার লাগবে এডসেন্স থেকে পেমেন্ট পেতে? আপনার যদি Adsense একাউন্ট থেকে থাকে আর তাতে যদি 100 ডলার পরিপূর্ণ হয়ে যায় তাহলেও কেনো পেমেন্ট পাওয়া যায় না? আর Adsense এর পেমেন্ট ব্যাংকে আসতে কতদিন সময় লাগে? এসব বিষয়ের কারণ জানতে চাচ্ছেন? তাহলে যদি উপরের প্রশ্নগুলোর একটার সাথে মিলে যায়, সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন। আমি এখানে উপরের সকল প্রশ্ন ও এডসেন্স পেমেন্ট সম্পর্কিত প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে খুব সহজেই তুলে ধরবো।

আমি adsense এর সাথে দীর্ঘ ৩ বছর ধরে যুক্ত আছি। আর আমার যথেষ্ট ধারণা আছে এডসেন্স এর সকল প্রকার নীতিমালার উপর। এখানে পেমেন্ট সম্পর্কিত কয়েকটি আর্টিকেল পেশ করবো যেটার অভিজ্ঞতা আমি গত তিন বছর ধরে পেয়ে আসছি।

Adsense কত ডলার হলে পেমেন্ট করে?

ব্লগিং হোক বা ইউটিউবিং এডসেন্স এর পেমেন্টের ক্ষেত্রে একটাই নীতি তাদের তারা কখনো ১০০ ডলার এর নিচে পেমেন্ট করবে না। এডসেন্সে পেমেন্ট নিতে হলে আপনার মূল ব্যালেন্সে নূন্যতম ১০০ ডলার থাকতে হবে। কোনো কারণে যদিও ৯৯.৯৯ ডলার থাকেও তারপরেও আপনি পেমেন্ট পাবেন না। এর জন্য আপনাকে Adsense এর নূন্যতম শর্ত পূরণ করতে হবে। আর সবসময় মাথায় রাখবেন মূল ব্যালেন্স বলতে গত মাসের ব্যালেন্সকে বোঝানো হয়েছে। আপনি আবার ভুল করে চলতি মাসের ব্যালেন্স মনে করবেন না।

এডসেন্স থেকে কীসের মাধ্যমে পেমেন্ট নেওয়া যায়?

যেহেতু এডসেন্স একটি ইন্টারন্যাশনাল সার্চ ইঞ্জিন ওয়েবসাইট তাই যেকোনো দেশ থেকে এটিকে ব্যবহার করা যাবে। তাই তারা প্রত্যেকটি দেশের ব্যাংকে তাদের কাঙ্ক্ষিত টাকা পাঠিয়ে দেয়। সেটাকে বলা হয় লোকাল ব্যাংক ট্রান্সফার।

আর আপনি যদি অন্য ভাবে পেমেন্ট নিবেন। সেটাও করতে পারবেন। কিন্তু দ্বিতীয় মাধ্যমটি বেশ সহজতর ও পরিচিত। আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো লোকাল ব্যাংক ট্রান্সফার মেথড ব্যবহার করবেন।

Adsense এ পেমেন্ট কত তারিখ দেয়?

Adsense হচ্ছে গুগলের অন্যতম একটি advertising network সাইট। এটি অন্যান্য সাইটের থেকে শত গুন এগিয়ে আছে। তাদের পেমেন্ট করার নিয়ম অন্যান্য সাইটের থেকে আলাদা। তারা প্রতিমাসের ২১ তারিখে তাদের পেমেন্ট রিলিজ করে। আর ব্যাংকের স্ট্যাটাস হিসেবে ২-৩ দিন পরে এসে জমা হয় একাউন্টে।

তাদের পেমেন্ট পদ্ধতিটা হচ্ছে এমন মনে করে আপনি মে মাসে ১০০ ডলার আয় করেছেন। আপনি সেটি আর ডিসেম্বরে পাবেন না। সেই ডলার জুন মাসের এক তারিখে মূল ব্যালেন্সে যোগ হবে। সেই পেমেন্টটা পাওয়ার জন্য আপনাকে জুনের ২১ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর ২১ তারিখে রিলিজ করে দেওয়ার পর সাধারণত ১-৫ দিন এর মধ্যে একাউন্টে টাকা জমা হয়ে যায়। আবার কোনো কোনো সময় এডসেন্স এর পেমেন্ট আসতে ১৫ দিন থেকে একমাসও লাগতে পারে । সেটা তাদের কাজের চাপের উপর নির্ভর করে।

আপনি কেনো ১০০ ডলার হওয়া সত্বেও এখনো পেমেন্ট পাননি ?

আপনার একাউন্টে ১০০ ইউএসডি থাকার পরেও অনেক সময় দেখা যায় তারা পেমেন্ট করে না। সেটা কেনো হয়? আমরা সবাই জানি গুগল কোনো ছোটখাট কোম্পানি না। এটি একটি সর্ব বৃহৎ advertising company। আর এ কোম্পানিটি সচরাচর ভুল ত্রুটি করবেই স্বাভাবিক। তারা যদি আপনার একাউন্টে থাকা ডলারটি পেমেন্ট না করে, সবার আগে আপনার পেমেন্ট মেথোডে যান। ওখানে গিয়ে দেখুন আপনি যেই ব্যাংক একাউন্ট নাম্বার দিয়েছেন বা যেসকল ডিটেলস দিয়েছেন সেটি সঠিক কিনা? যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনাকে আর কিছু করতে হবে না। আপনি নিশ্চিন্তে বসে থাকতে পারেন। হয়তো তাদের কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে আপনার পেমেন্ট প্রসেসটি সম্পূর্ণ করতে পারেনি। এক্ষেত্রে আপনি ২ সপ্তাহ থেকে চার সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারেন এবং এরপর পেমেন্ট পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে তাদের সাপোর্ট সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন। তারা দ্রুতগতিতেই আপনার সমস্যার সমাধান করে দিবে।

Adsense থেকে পেমেন্ট নিতে কী নিজের নামেই ব্যাংক একাউন্ট হতে হবে?

একেবারেই না। আপনি যেকোনো ব্যাংকের মাধ্যমে যেকোনো ব্যক্তির একাউন্টে আপনার এডসেন্স এর কাঙ্ক্ষিত ডলার উইথড্র দিতে পারবেন। এক্ষেত্রে অনেকেই বলে নিজের নামেই ব্যাংক একাউন্ট থাকতে হবে অন্যথায় পেমেন্ট পাবেন না। হ্যা, এটি ঠিক নিজের নামে একাউন্ট থাকলে একটু ভালো। কিন্তুু এটা না যে অন্য নামের একাউন্টে ডলার উত্তোলন করা যাবে না। সুতরাং আপনি আপনার এডসেন্স এর ডলার উত্তোলনের জন্য যেকোনো ব্যাংক ও যে কোনো ব্যক্তি কে ব্যবহার করতে পারেন।

Sdsense Payment Sschedule:

আপনি adsense payment schedule করে দিতে পারেন। যেমন আপনি যদি ১০০$ বা এর বেশি পেমেন্ট নিতে চান তাহলে আপনি adsense payment schedule করে দিবেন। কিভাবে এডসেন্সের পেমেন্ট সিডিউল করবেন? ইহা করার জন্য

go to “payments info” on your adsense homepage.

click the “manage setting” from your right side.

Now click “Payment schedule”. Here adsense says that

The payment schedule can’t be changed, but you can apply a self-hold to prevent payout. Changes have be made before the payout processing date to affect this month’s payment cycle.

Here “increase payment method”. You can increase payment according to your wish. But mind it before change it, minimum payment threshold is 100$.

সর্বশেষ

Adsense হচ্ছে বর্তমান সময়ের অন্যতম নির্ভরযোগ্য ads network. যেটার সাহায্যে আপনি প্রতিমাসে অনায়াসে বেশ ভালো একটা টাকা ইনকাম করে ফেলতে পারবেন। কিন্তু নিজেকে পরিশ্রমী করে তুলতে হবে এক্ষেত্রে। আর এডসেন্স থেকে পেমেন্ট পেতে সবারই ভয় হয় যে পাবো নাকি পাবো না। যখন দুই একবার পেমেন্ট পেয়ে যায় তখন আর ওই ভয়টা কাজ করে না। সুতরাং প্রথম কয়েকটা পেমেন্ট যদি আপনি সাবধানে সঠিকতা ফলো করে পেতে  পারেন তাহলে আপনার ভবিষ্যতে আর কোনো টেনশন থাকলো না। আজকে এইটুকুই ভালো লাগলে এটি কমেন্ট করে জানাবেন।

(Visited 227 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *