advance gaming biography |
গেইমিং জগতে রোস্টিং বিষয়টা কেমন একটা প্রচলিত ছিল না। কিন্তু এখন বর্তমানে ফ্রী ফায়ার গেম টা এসে এর পুরা থিমটাই চেঞ্জ করে ফেললো। তো আশা করি বুঝে গেছেন যে আজকে আমি কার বায়োগ্রাফি নিয়ে আসলাম। আজকে আমি আর কেউ নয় Advance Gaming সম্পর্কে জানব। যে কে সেই অ্যাডভান্স গেমিং? কোথায় থাকেন তিনি? আপনার দেশের বাড়ি কোথায়? তিনি কি বর্তমানে সিঙ্গেল নাকি মিঙ্গেল? এই সব কিছু নিয়েই আজকের এই আর্টিকেলটি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
Advanced Gaming কে?
Advanced Gaming বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা গেমিং রোস্টার। তিনি তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন মানুষদের রোস্ট করে থাকেন। বর্তমানে রোস্টিং এর মধ্যে তিনি ট্রেন দিকে রয়েছে। তার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় দেড় লক্ষ ছুই ছুই। গেমিং রোস্টার বলতে এটা না যে তিনি শুধু গেমকে রোস্ট করে তিনি মূলত যারা গেম খেলে তাদেরকে রোস্ট করে এবং মাঝে মাঝে টিকটকের দেরকে রোস্ট করে থাকেন ।
Advance Gaming এর নাম এবং পরিচয়?
Advance Gaming এর আসল নাম মোহাম্মদ মুজাহিদ। অনেকে হয়তো এই নামটা জানেন। কারণ অ্যাডভান্স গেমিং তার প্রত্যেকটি ভিডিওতে একটি ডায়লগ বলেন আরে ডায়লগটির মধ্যে তার নামটি উল্লেখ থাকে। তো ডাইলগটির মধ্যে তিনি সচরাচর বলে থাকেন This is mujahid কথাটি। এর কারণে Advance Gaming এর আসল নামটা আমাদের সবারই জানা আছে।
এখন প্রশ্ন হচ্ছে Advance Gaming এর বাড়ি কোথায় এবং বর্তমানে তিনি কোথায় বসবাস করে? Advance Gaming এর গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তিনি ছোটবেলা থেকে ব্রাহ্মণবাড়িয়াতে বড় হয়েছেন। আর বর্তমানে তিনি এখন ঢাকায় বসবাস করছেন। তার যখন 13 বছর বয়স ছিল তখন তার বাবা মা তাকে শহর নিয়ে এবং তার ভাই বোনদের নিয়ে ঢাকায় চলে আসেন।
বর্তমানে Advance Gaming এর পরিবারে রয়েছে তার বাবা-মা ১ ভাই ও এক বোন। ভাইটা তার থেকে ছোট বোনটা বড়। মুজাহিদ তাদের পরিবারের দ্বিতীয় সন্তান। বর্তমানে তিনি কলেজের 2nd ইয়ারে পড়ালেখা করছে। তিনি এসএসসিতে খুবই ভালো নাম্বার অর্জন করেছেন। আর এখন তিনি চাচ্ছেন যে পড়ালেখা পুরোপুরি শেষ করে কোন একটা প্রফেশনাল কাজ করবেন। আর এই গেমিং জিনিসটা তার প্রতি শুধুমাত্র পার্ট টাইম হিসেবে থেকে যাবে।
অনেকে হয়তো আবার প্রশ্ন করতেছেন Advance Gaming কি রিলেশন করেন নাকি সিঙ্গেল। তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে ওর বয়স মাত্র 19 বছর তো ভাবতেই পারছেন যে তিনি রিলেশন করতে পারে কিন্তু তা নয় সে এখনো পর্যন্ত সিঙ্গেল। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে তাকে লাইন মারতে পারেন। সরি এটা বলার জন্য এটা মজা করে বলছি।
Advance Gaming ইউটিউব এ সাবস্ক্রাইব কত?
Advance Gaming এর বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে এক লক্ষ 38 হাজার। তিনি খুব কম সময়ে 1 লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছেন। তার জানালার ভিডিও রয়েছে মাত্র 98 টি। তিনি মূলত তার চ্যানেলের রোস্টিং কনটেন্ট আপলোড করে থাকেন। ভারতের রোস্টিং গুলা হয় বিভিন্ন লাইভ স্ট্রিমারদের বিপক্ষে। তার এই 98 টি ভিডিওর মধ্যে ভিউসের সংখ্যা হচ্ছে 85 লক্ষ 66 হাজার এর উপর। আশা করি আপনি ধারণা পেয়ে গেছেন যে ইউটিউব চ্যানেলটি কতটুকু জনপ্রিয়।
Advance Gaming এর মাসিক ইনকাম কত?
বর্তমানে অনেকেই গুগলে সার্চ করছে যে Advance Gaming এর মাসিক ইনকাম কত? আজকে এই আর্টিকেলের সেকশনটিতে আপনাকে বলে দিব যে এই ইউটিউবার প্রতি মাসে কত টাকা আয় করতে পারে। Advance Gaming প্রতিমাসে 70 হাজার থেকে 90 হাজার টাকা পর্যন্ত আয় করেন সূত্র: social blade। তাছাড়া তিনি বিভিন্ন প্রমোশন নিয়ে থাকেন এবং ওই প্রহসনের মাধ্যমে আরও বেশ 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। এগুলো ধারণা দিয়েছে আপনাদের কে আমার এটা স্পেসিফিক বা রিয়েল বলে ভাবিয়েন না।
Advance Gaming এর সবচেয়ে ভিউ পাওয়া ভিডিও কোনটি?
তো এখন আমরা দেখব যে Advance Gaming এর সবচেয়ে ভিউ পাওয়া ভিডিওটি। তোর নিচে আমি ইউটিউব চ্যানেলের ভিডিওটি পিক করে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তিনি যেই ভাইরাল ভিডিওটি আপলোড করেছেন সেটির মধ্যে বর্তমানে ভিউস এর সংখ্যা হচ্ছে 2 লক্ষ 55 হাজার এবং এদের মধ্যে লাইক অর্জন করেছে 22 হাজারের মতো। এই ভিডিওটি তিনি কাচা বাদাম নিয়ে বানিয়েছেন টাইটেল দিয়েছেন কাচা বাদাম এখন ফ্রি ফায়ারে। নিচে আমি দিয়ে রাখব আপনারা দেখে নিন।