Amar sobtuku bishwas je diyeche venge Lyrics in bangla

Amar sobtuku bishwas je diyeche venge Lyrics in bangla


আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙ্গে লিরিক্স

Song Name : Utshorgo
Singer : Tasnif Zaman
Lyrics : Tasnif Zaman
Tune : ~~~
Cast : ~~~
Label : N/A

Uthshorgo Bangla Song Lyrics

উৎসর্গ বাংলা গান লিরিক্স। এই গানটি সারা দেশের মন জয় করে নিয়েছে। ঠান্ডা মাথার এই গানটি যেনো অতীতকে মনে করিয়ে দেয়। তার লাইন যেনো প্রত্যাকটি মন ছুয়ে যায়। আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙ্গে এই লাইনটা শুনলেই পুরো গানটা অনুভব করা যায়। Utshorgo গানটি গেয়েছেন Tasnif Zaman. ইতিমধ্যে তিনি ভাইরাল একজন শিল্পী হয়ে উঠেছে। এই গানটির লিরিক্স নিচে দেওয়া হয়েছে। এরকম আরও লিরিক্স এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। সবসময় আমাদের সাইটে ভিজিট করবেন এরকম লিরিক্স যদি পেতে চান।

Amar sobtuku bishwas je diyeche venge Lyrics in bangla


……Start Lyrics…….

আমার সবটুকু বিশ্বাস
যে দিয়েছে ভেঙ্গে
তাকে কৃতজ্ঞতা জানাই,

সে দিয়েছে আমার
অন্ধ চোখে আলো,
যার বিশালতার মাঝে
আমি একটুকু পাই নি ঠাঁই

তাকে কৃতজ্ঞতা জানাই,
সে যে দিয়েছে আমায়
মহাশূন্যে আশ্রয়,

আমার সব অপূর্ণতাই
যেন হয়
আমার শূন্য পথের প্রতি
শ্রেয়তম আশীর্বাদ।

যখন স্বর্গদ্বারে একা
দাঁড়াবো তার অপেক্ষায়
যেন আমার অভ্যর্থনা
তাকে করে, অনুতপ্ত,

জানি, তখনও সে
আমার হবে না তবুও
এ অপ্রাপ্তিটাই যেন
আমায় করে পরিতৃপ্ত।

আজ কোনো অনুভূতির
গভীরে যেতে চাই না আর কখনো,
যেখানে নিঃশব্দ কান্নায়
স্বরচিত হয় একান্ত শোক।

যা কিছু তার নির্দয়
স্পর্শে দিয়েছে সৃষ্টি
নিভৃতে আমার প্রশান্ত
কল্পনার ঘর, আর,

যন্ত্রণার শিবিরে যে অবাদ্ধ
কান্না দেয় এক
নির্ভুল সুরের জন্ম।

তাকে আমার কাব্যে মেশাই
যেন হয় এক বিশুদ্ধ গান,
আমার এই গানই আজ উৎসর্গ হোক
তার প্রতি আমার তীব্র ঘৃণা।

তবু স্বর্গদ্বারে একা
থাকব তার অপেক্ষায়
যেন আমার অভ্যর্থনা
তাকে করে অবনত,

জানি তখনও কিছুই
আমার হবে না তবুও
এ অপ্রাপ্তিটাই যেন
আমায় করে পরিপূর্ণ।

…….End Lyrics…….

(Visited 20 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *