Aula Jaula’ Song Lyrics in Bangla Shahriar

Aula Jaula' Song Lyrics in Bangla Shahriar


আউলা ঝাউলা – বাংলা গান লিরিক্স দীঘি

Song Name : Gholokdadha
Singer : Kona & Monti
Lyrics : Pankaj Roni
Tune : Monti
Cast : Kona & Monti
Label : Agnevina

Aula Jaula’ Song Lyrics in Bangla Shahriar

“আউলা ঝাউলা” লিরিক্স বাংলা। এটি গেয়েছেন শাহরিয়ার & লাবনী। এটি ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন। যেই চ্যানেলটিতে আপলোড করেছেন সেটির নাম RTV Music।। তাদের এই গানটির লিরিক্স আকারে এই ওয়েবসাইটে আপলোড হয়েছে। এই গানটির লিরিক্স যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে পারেন।ধন্যবাদ।

Aula Jaula’ Song Lyrics Bangla by Labony &Shahriar

সাদাটারে কালা দেখি,
সোজাটারে বাঁকা রে
সাদাটারে কালা দেখি,
সোজাটারে বাঁকা রে
বন্ধু আমার রসিক নরম,
ভীষণ ঝাঁকানাকা রে

ফুলের ওপর রোদ পড়িলে
শিশির কোথায় ভাগে?

তার পীড়িতে পইড়া আমার
আউলা ঝাউলা লাগে

ফুলের ওপর রোদ পড়িলে
শিশির কোথায় ভাগে
তার পীড়িতে পইড়া আমার
আউলা ঝাউলা লাগে।

শুকনা মাটি পানির আশায়
খরায় ছটফট করে
তার বিহণে প্রেম দহনে
মনটা ছটফট মরে

শুকনা মাটি পানির আশায়
খরায় ছটফট করে
তার বিহণে প্রেম দহনে
মনটা ছটফট মরে

সরল জীবন কঠিন হইলো,
উল্টা পাল্টা লাগে

ফুলের ওপর রোদ পড়িলে
শিশির কোথায় ভাগে
তার পীড়িতে পইড়া আমার
আউলা ঝাউলা লাগে

ফুলের ওপর রোদ পড়িলে
শিশির কোথায় ভাগে
তার পীড়িতে পইড়া আমার
আউলা ঝাউলা লাগে।

উজান-ভাটি মনের ভেতর,
মনটা লটপট করে
আঁন্ধার এসে এই পরাণে,
দরজায় খটখট করে

উজান-ভাটি মনের ভেতর,
মনটা লটপট করে
আঁন্ধার এসে এই পরাণে,
দরজায় খটখট করে

রঙের জীবন বেরঙ হইলো,
দুঃখ দুঃখ লাগে

ফুলের ওপর রোদ পড়িলে
শিশির কোথায় ভাগে
তার পীড়িতে পইড়া আমার
আউলা ঝাউলা লাগে

ফুলের ওপর রোদ পড়িলে
শিশির কোথায় ভাগে
তার পীড়িতে পইড়া আমার
আউলা ঝাউলা লাগে।

সাদাটারে কালা দেখি,
সোজাটারে বাঁকা রে
সাদাটারে কালা দেখি,
সোজাটারে বাঁকা রে
বন্ধু আমার রসিক নরম,
ভীষণ ঝাঁকানাকা রে

ফুলের ওপর রোদ পড়িলে
শিশির কোথায় ভাগে
তার পীড়িতে পইড়া আমার
আউলা ঝাউলা লাগে

ফুলের ওপর রোদ পড়িলে
শিশির কোথায় ভাগে
তার পীড়িতে পইড়া আমার
আউলা ঝাউলা লাগে।

…….End Lyrics…….

(Visited 25 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *