Bebshar Poristhiti (ব্যবসার পরিস্থিতি) Song Lyrics in Bangla by Aly Hasan & Mr Rizan

Bebshar ei poristhiti

Bebshar Poristhiti  Lyrics in Bangla by Aly Hasan & Mr Rizan

Song: Bebshar Poristhiti
Singer: Rizan & Ali Hasan or More
Lyrics: Aly Hasan
Tune: Aly Hasan
Music: Sadi Vai
Label: G Series Music

ব্যবসার পরিস্থিতি লিরিক্স বাংলা by আলি হাসান

Bebshar Ei Poristhiti Bangla Song Lyrics. ব্যবসার এই পরিস্থিতি(Bebshar ei Poristhiti)- is sung by Rizan & Aly Or Sadi Vai, Manam, Amin Ali, Uday, Rakib Hasan, Siam Hawladar and Maruf Akan. Music Composed by Aly Hasan. This song has lyrics by Aly Hasan. The song ‘ Bebshar Poristhiti’ has been published on G Series Music Youtube channel. I hope so would love to hear the song. If any of you need News, Bengali Lyrics, Tech, Educational News, Motivation Quotes, Shayari,you can easily get in this Website Status – Top Thing BD.

Bebshar Jei Poristhiti Song Lyrics in Bangla

ব্যবসার যে পরিস্থিতি
মুরগি খুঁজি তিথি তিথি
আ আ তিথি তিথি

বাপ দাদার আমলের স্মৃতি
ধইরা রাখতে চাই
মাগার কেমনে ধরুম ভাই?
টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই

কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই

ভাই এতলা টাকা এডভান্স দিয়া
নিজের শইলের শ্রম দিয়া
ব্যবসা কইরা কী লাভ মিয়া
টেকা ঘুরাই বাকি নিয়া

দেহাইতে হয় ময়না টিয়া
খাওয়াইতে হয় কাউয়া দিয়া
কথাটা হুনতে খারাপ
ব্যবসার  *** ব্যবসা নিয়া

কি ও বড় ভাই
আপনের দেহি খবর নাই
ভাবতাছি হারাইয়া গেছেন
নাকি বাল মইরাই গেছেন।

দূরও মিয়া কী কইতাছেন,
দূরও মিয়া কী কইতাছেন?
কওয়ার তো কারণ আছে
বাকি টেকার খবর নাই
টেকা দিবেন কবে?
আজকে নাইলে কালকে।।

ট্যাকা দিবি আজকে
বাকি নিয়া খাস ক্যা?
আজকে নাইলে কালকে
কালকে নাইলে পরশু
পরশু নাইলে টস্যু
সালার আমরা কী নস্যু?

আছে নেহি ফেবিকলের
চাইরশো মিলি আঠা?
আছে তো একদাম
সত্তুর ট্যাকা দাদা।

দইত মিয়া পাগল হইচেন
কী কইতাচেন যা তা?
রেট দিলাম ভাটা
সালা তারপরও কস টাটা
ভাই ষাইট টাকাই দিলে দেন
না দিলে মাল রাইখ্যা দেন
আপনার ট্যাকা মোড়াইয়া
জায়গা মতো রাইখ্যা দেন।

ফুটুনি করতে আহে
ভালো মন্দ চিনে না
আইয়া খালি আতাই বাজান
দাম হুইনা আর কিনে না।

কী খবর বস?
তোর বসে খাইছে লস
বারো ইন্সিত এক ফুট
তিন ফুটে এক গজ
লস খাইয়া গজ চিনবেন
ব্যবসা এতো সোজা বস?

আমি খাইছি ব্যবসাই লস
আমার লগেই মজা লস?
মালের দাম কী কমছে
নাকি আগের থেইকা জমছে?

হ আপনার লাইগ্যাই কমছে,
সত্যিই কস কমছে?
সত্যিই কস কমছে?
মালের দাম কি কমছে?
এদেশে কী মালের দাম
ভাই বাড়া ছাড়া কমছে?

দূরও এমন একটা লাইট দিলেন
লাইটটা গেলো কাইটটা,
আমার আবার এতো দূরে
আসা লাগলো হাইট্টা।

তোমার লাইট তো কাইট্টা
মাইনষের টা যায় ফাইট্টা
ওরে ডেইট দিয়ে, ঠেইট দিয়া
চেন্স কইরা দে লাইটটা।

কিছু কিছু প্রোডাক্ট আচে
মায়ে বানায় পুতে বেচে
কোম্পানি গারাইয়েচে
দোকানদার পড়ে প্যাঁচে।

কাস্টমার বেশী বুঝে
নিজের দোষে পেলেট মুছে
প্রথমে আইয়াই জিগাই
প্রাইসের ভিতর সার্ভিস আছে?

কীরে যৌবন লাল?
দুই পাউন্ড রং দে লাল,

তোর যে স্লিপ করুম?
মালিকরে কদ্দুর ভরুম?
আইজকা বেশী ভুরুম,
তোগো ভাই পেট না শোরুম?
ওগো তো খাইয়া অন্যাই
আর আমি না খাইয়াই ঘুরোম।

আরেকদিন আরেক হালায়
কিন্না নিচে রশি
রশি কিন্না যেই কাম করছে
রশি বেইচ্চা দোষি।

ব্যবসা হইলো টোপের খেলা
টোপের ভিতর বড়শি
দেড়শো টাকার ছাগল টানতে
দুইশো টাকার রশি

ব্যবসার যে পরিস্থিতি
মুরগি খুঁজি তিথি তিথি
আ আ তিথি তিথি

বাপ দাদার আমলের স্মৃতি
ধইরা রাখতে চাই
মাগার কেমনে ধরুম ভাই?
টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই

কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই

ব্যবসার যে পরিস্থিতি
নিজেই এখন তিথি তিথি
আ আ তিথি তিথি

বাপ দাদার আমলের স্মৃতি
ধইরা রাখতে চাই
মাগার কেমনে ধরুম ভাই?
টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই

কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই

(Visited 12 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *