
Bondhure (বন্ধুরে) – Habib Wahid
%20-%20Habib%20Wahid%20.webp)
‘বন্ধুরে’ গানের লিরিক্স – হাবিব ওয়াহিদ
Song Name : Bondhure
Singer : Habib Wahid
Lyrics : Suhrid Sufiyan
Tune : Habib Wahid
Cast : N/A
Label : Habib Wahid Official
‘Bondhure’ Song Lyrics in Bangla
হাবিব ওয়াহিদের নতুন গান “বন্ধুরে” লিরিক্স। হাবিব ওয়াহিদ তার নিজের চ্যানেলে এই গানটি আপলোড করেছেন। হাবিব ওয়াহিদ বাংলাদেশের জনপ্রিয় একজন শিল্পী। তার গান ও গানের কথা মন কেড়ে নেয় সবার। এই গানটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
‘Bondhure’ Song Lyrics
বন্ধুরে
মন ছুটেছে মনেরই পিছু
বোঝে না সে তুই ছাড়া কিছু
তোর ভিতরে আহা কি মায়া
বন্ধুরে
মন ছুটেছে মনেরই পিছু
বোঝে না সে তুই ছাড়া কিছু
তোর ভিতরে আহা কি মায়া
বন্ধুরে
ঢেউয়ে ঢেউয়ে বাড়ে শুধু জল
কিছুটা মোর সাথে চল
পড়বে পথে প্রেমেরই ছায়া
বুকেরই ভেতরে তোর
নামে জোয়াড় ওঠে
জমে অবুঝ কোলাহল
তোর হাসি দেখেছি
খুব ভালোবেসেছি
তুইও ভালোবাসি বল
আদরে আদরে ঐ মেঘে যাবো উড়ে
আরও কাছে এলে তুই
আমি দিশেহারা হয়ে তোকে ছাড়া
কখনও চাইনি কিছুই
ধীরে ধীরে মরেছি,ও মরেছি
আমি শুধু তোরই কারণে
তোকে ছাড়া এই জীবনটা ধোঁয়া
ভীরু ভীরু জ্যোস্নায় এ বুকে হায়
আমি পেতে চাই তোরই ছোঁয়া
তোরই ছোঁয়া
বন্ধুরে
মন ছুটেছে মনেরই পিছু
বোঝে না সে তুই ছাড়া কিছু
তোর ভিতরে আহা কি মায়া
ঢেউয়ে ঢেউয়ে বাড়ে শুধু জল
কিছুটা মোর সাথে চল
পড়বে পথে প্রেমেরই ছায়া
‘Bondhure’ by Habib Wahid
Bondhure
Mon chotese Moneri Pichu
Bujhe na se tui chara kichu
Tor vitor aha ki maya
Bondhure
Dhue dheue bare jol
Kichu ta mor sathe cholesterol
Porbe pore premeri chaya
Bukeri vitor tor
namer jowar uthe
Jome obujh kolahol