Dana Kata Pori Lyrics in bangla। ডানা কাটা পরি লিরিক্স

Dana Kata Pori Lyrics in bangla


তুই যে আমার খুব আদরের ডানা কাটা পরী লিরিক্স

Song Name : Dana Kata Pori
Singer : Nancy & Milon
Lyrics : Milon
Tune : ~~~
Cast : Nancy & Milon
Label : CD Choice Music

Tui Je amar Khub Adorer Dana Kata Pori Song Lyrics in bangla

Dana Kata Pori এই গানটি গেয়েছেন Nancy এবং Milon. এটি CF Choice এ নতুন করে আপলোড করা হয়েছে। আর এটি প্রথম ইউটিউব চ্যানেলটি তে আপলোড করা হয়েছে। এই গানটির সম্পূর্ণ লিরিক্স এখানে পেয়ে যাবেন। গানটির লিরিক্স যদি আপনাদের কাছে ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন। আর এরকম সকল প্রকার গান পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।

Dana Kata Pori Lyrics in bangla

……Start Lyrics……

তোকে দেখে হয়েছে মনে
প্রেমের হাতকড়ি,
তুই যে আমার খুব আদরের
ডানাকাটা পরী

তোকে দেখে হয়েছে মনে
প্রেমের হাতকড়ি,
পৃথিবীতে তুই আমার আর
আমি শুধু তোরই

কোথায় তোকে লুকোই আমি
এই ভাবনায় মরি,
তুই যে আমার খুব আদরের
ডানাকাটা পরী

তোকে দেখে হয়েছে মনে
প্রেমের হাতকড়ি,
পৃথিবীতে তুই আমার আর
আমি সুধু তোরই

হুম… চলতে চলতে হঠাৎ করে
সেই দিনের সেই প্রথম দেখায়
মনটা যেন হারিয়ে গেল
খুঁজে পাওয়া ছিল দায়

হো… আজকে তবে একটা
কথা বলছি সরাসরি,
তুই যে আমার খুব আদরের
ডানাকাটা পরী

তোকে দেখে হয়েছে মনে
প্রেমের হাতকড়ি,
পৃথিবীতে তুই আমার আর
আমি শুধু তোরই

হুম… চোখ দুটো তোর মায়ায় ভরা,
হাসিটা এ হৃদয় কাড়ে
একটা মানুষ এত সুন্দর
কেমন করে হতে পারে?

এই হৃদয়ে ছিল যত
আশার ছড়া ছড়ি
আজকে যে তা পুরনো হলো
সেই খুশিতে মরি

তোকে দেখে হয়েছে মনে
প্রেমের হাতেকড়ি,
তুই যে আমার খুব আদরের
ডানাকাটা পরী

যে স্বপ্ন এঁকেছি চোখে
আমি বরাবরি,
আজকে যে তা পুরনো হলো
সেই খুশিতে মরি

তোকে দেখে হয়েছে মনে
প্রেমের হাতকড়ি,
পৃথিবীতে তুই আমার আর
আমি শুধু তোরই

তুই যে আমার খুব আদরের
ডানাকাটা পরী
পৃথিবীতে তুই আমার আর
আমি শুধু তোরি
তুই যে আমার খুব আদরের
ডানাকাটা পরী।

…….End Lyrics…….

(Visited 16 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *