একা বেঁচে থাকতে শিখো প্রিয় লিরিক্স
Song Name : Eka
Singer : Aseer Arman
Lyrics : Aseer Arman
Tune : ~~~
Cast : Sobchup Brand
Label : Imagine Radio
Eka Beche Thakte Shiko Priyo Song Lyrics in bangla
Eka Beche Thakte shiko এই গানটি গেয়েছেন Aseer Arman. এটি Imagine Radio তে আপলোড করা হয়েছে। এই গানটির সম্পূর্ণ লিরিক্স এখানে পেয়ে যাবেন। গানটির লিরিক্স যদি আপনাদের কাছে ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন। আর এরকম সকল প্রকার গান পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।
Eka Beche Thakte Shiko Priyo Lyrics
……Start Lyrics……
একা বেঁচে থাকতে শেখো প্রিয়
তোমার নামে শিরনি দিয়েছি
তারার মাজারে
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারি
কবে ছুঁবো সাদা শাড়ি
আমায় নিয়ে আর ভেবোনা আরামপ্রিয়
মনে স্বস্তি জেনো
শুধুই ফুর্তি মেনো
দোলনচাঁপার মৌসুমে
আমি টানছি ইতি এবার
তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব
আমি না করেছি কবার?
তোমায় কে দিয়েছে
নিকশ কালো রাতের যোগান
তোমায় কে দিয়েছে
নিকশ কালো রাতের যোগান
একা বেঁচে থাকতে শেখো প্রিয়
তোমার নামে শিরনি দিয়েছি
তারার মাজারে
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারি
কবে ছুঁবো সাদা শাড়ি
আমায় নিয়ে আর ভেবোনা আরামপ্রিয়
মনে স্বস্তি জেনো
শুধুই ফুর্তি মেনো
দোলনচাঁপার মৌসুমে
আমি টানছি ইতি এবার
তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব
আমি না করেছি কবার?
তোমার মনের গতি…
তোমার মনের গতি
রাতের দুরপাল্লার গাড়ি
আমি ধরতেও না পারি
আমি ক্যামনে যাব বাড়ি
তোমার মনের গতি
রাতের দুরপাল্লার গাড়ি
আমি ধরতেও না পারি
আমি ক্যামনে যাব বাড়ি
টিকিট কেটে রেখেছিলাম
যাত্রা সময় ভুলে
এখন ইস্টেশনে বেজায় অন্ধকার
তোমায় কে দিয়েছে
নিকশ কালো রাতের যোগান
তোমায় কে দিয়েছে
নিকশ কালো রাতের যোগান
একা বেঁচে থাকতে শেখো প্রিয়
তোমার নামে শিরনি দিয়েছি
তারার মাজারে
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারি
কবে ছুঁবো সাদা শাড়ি
আমায় নিয়ে আর ভেবোনা আরামপ্রিয়
মনে স্বস্তি জেনো
শুধুই ফুর্তি মেনো
দোলনচাঁপার মৌসুমে
আমি টানছি ইতি এবার
তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব
আমি না করেছি কবার?
তোমায় কে দিয়েছে
নিকশ কালো রাতের যোগান
তোমায় কে দিয়েছে
নিকশ কালো রাতের যোগান
একা বেঁচে থাকতে শেখো প্রিয়
তোমার নামে শিরনি দিয়েছি
তারার মাজারে
…….End Lyrics…….