একা বসে তুমি দেখছো কী একই আকাশ লিরিক্স
Song Name : Amar Dehokhan
Singer : Ahsan Tanvir Pial
Lyrics : Rakib
Tune : Rakib
Cast : N/A
Label : Odd Signature
Amar Dehokhan Song Lyrics in bangla
আমার দেহখান নিও না শ্মশান। এই গানটি এমন একটি গান যেটি খুব তারাতারিই সবার কাছে পৌছে গেছে। এটি সবার মন কেড়ে নেওয়ার মতো একটি গান। এটি গেয়েছেন আহসান তানভীর পিয়াল। এই গানটির সম্পূর্ণ লিরিক্স এই ওয়েবসাইটে দেওয়া হয়েছে। যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করুন। আর এরকম লিরিক্স পেতে সবসময় আমাদের সাথেই থাকুন।
Eka Boshe Tumi Dekcho Ki Eki Akash Lyrics
……Start Lyrics……
একা বসে তুমি
দেখছো কি একই আকাশ?
দিন শেষে তার তারাগুলো দিবে দেখা
মেঘে ঢাকা তারার আলো
দেখে থাকো তুমি, দেখো ভালো
হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়
একা বসে তুমি
দেখছো কি একই আকাশ?
দিন শেষে তার তারাগুলো দিবে দেখা
মেঘে ঢাকা তারার আলো
দেখে থাকো তুমি, দেখো ভালো
হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়
সেই দিনে এক গানে এক
গল্পকারের গল্প খুঁজে পাবে
খুঁজে পাবে না সেই গল্পকার
দিনগুলো খুঁজে পাবে
গানের প্রতিটা ছন্দে
শুনতে পাবে মৃত মানুষের চিৎকার
আমার দেহখান নিও না শ্মশান
এমনিতেও পুড়ে গেছি
আমার সব স্মৃতি ভুলো না তোমরা
যা ফেলে গেছি
দেহ পাশে কেউ কেঁদো না
গল্পগুলো রেখো অজানা
গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প
যাতে লিখা হাজার কষ্ট
নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ
যার প্রতি পদে জীবন বিচ্ছেদের স্বপ্ন
দেহ পাশে কেউ কেঁদো না
গল্পগুলো রেখো অজানা
গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প
যাতে লিখা হাজার কষ্ট
নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ
যার প্রতিপদে জীবন বিচ্ছেদের স্বপ্ন
সেই দিনে এক গানে এক
গল্পকারের গল্প খুঁজে পাবে
খুঁজে পাবে না সেই গল্পকার
দিনগুলো খুঁজে পাবে
গানের প্রতিটা ছন্দে
শুনতে পাবে মৃত মানুষের চিৎকার
আমার দেহখান নিও না শ্মশান
এমনিতেও পুড়ে গেছি
আমার সব স্মৃতি ভুলো না তোমরা
যা ফেলে গেছি
আমার দেহখান নিও না শ্মশান
এমনিতেও পুড়ে গেছি
আমার সব স্মৃতি ভুলো না তোমরা
যা ফেলে গেছি
…….End Lyrics…….