Ekta Chele moner Anginate Dhir Paye Ekka Duka Khele Lyrics

Ekta Chele moner Anginate Dhir Paye Ekka Duka Khele Lyrics


একটা ছেলে মনের আঙ্গিনাতে লিরিক্স

Song Name : Ekta Chele
Singer : Sahana
Lyrics : Sahana
Tune : ~~~
Cast : ~~~
Label : Jhalmuri1

Ekta Chele Song Lyrics in bangla

Ekta Chele song lyrics in bangla. গানটি একটি এলবামের গান। গানটি গেয়েছেন Sahana নামের একজন শিল্পী। আর এই গানটির যেখানে আপলোড হয়েছে এটির নাম Jhalmuri1। বর্তমান সময়ে trending একটা গান এটি। এই গানটির সম্পূর্ণ লিরিক্স এখানে আপলোড করা হয়েছে। এরকম আরও লিরিক্স পেতে আমাদের সাথেই থাকুন। আর এই লিরিক্স টি ভালো লাগলে শেয়ার করুন সবার সাথে।

Ekta Chele moner Anginate Dhir Paye Ekka Duka Khele Lyrics

……Start Lyrics……

একটা ছেলে মনের আঙিনাতে
ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে
বন পাহাড়ি ঝর্ণা খুঁজে
বৃষ্টি জলে একলা ভিজে

একটা ছেলে মনের আঙিনাতে
ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে
বন পাহাড়ি ঝর্ণা খুঁজে
বৃষ্টি জলে একলা ভিজে

সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে
সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে

আমি তো বেশ ছিলাম চুপিসারে
ছোট্ট মেয়ে সেজে একটা কোণে
সবুজ বনে নীলচে আলো জ্বেলে
স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে

আমি তো বেশ ছিলাম চুপিসারে
ছোট্ট মেয়ে সেজে একটা কোণে
সবুজ বনে নীলচে আলো জ্বেলে
স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে

সেই ছেলেটা হঠাৎ এলো মনে
সেই ছেলেটা হঠাৎ এলো মনে

ছোট্ট আমি দুষ্টু আমি সেজে
কেমন যেন হলাম জড়সড়
আকাশ ভরা তারার আলো দেখে
বৃষ্টি ভেজা মাটিতে পা রেখে
বুক ভরা আবেগটুকু ঢেকে

হঠাৎ করে হয়ে গেলাম বড়
বন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে
আমায় বাসলো ভালো সেই ছেলে
বন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে
আমায় বাসলো ভালো সেই ছেলে

…….End Lyrics…….

(Visited 18 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *