Evabeo Kache Asha Jay Song Lyrics by Antara Mitra

Evabeo Kache Asha Jay Song Lyrics by Antara Mitra


এভাবেও প্রেমে পড়া যায়’ গানের লিরিক্স – বাংলা গান

Song Name : Evabeo Preme Pora Jay
Singer : Antara Mitra
Lyrics : Ranajoy Bhat
Tune : Ranajoy Bhat
Cast : Prosenjit & Ditpriya
Label : Grassroot Entertainment

‘Evabeo Preme Pora Jay’ Song Lyrics in Bangla

“এভাবেও প্রেমে পড়া যায়”। এটি গেয়েছেন অন্তরা মিত্র। এটি ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন। যেই চ্যানেলটিতে আপলোড করেছেন সেটির নাম Grassroot Entertainment।। তাদের এই গানটির লিরিক্স আকারে এই ওয়েবসাইটে আপলোড হয়েছে। এই গানটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে পারেন।

‘Evabeo Preme Pora Jay’ Song Lyrics Bangla

এভাবেও প্রেমে পড়া যায় 

সবটুকু তাকে বলা যায়,

উষ্ণ আবেগে নিংড়ে নিয়েও 

একসাথে পথ চলা যায়,

এভাবেও প্রেমে পড়া যায়।

এভাবেও প্রেমে পড়া যায় 

সবটুকু তাকে বলা যায়,

উষ্ণ আবেগে নিংড়ে নিয়েও 

একসাথে পথ চলা যায়,

এভাবেও প্রেমে পড়া যায়।

ধূলোমাখা পথ শেষে 

জমা কান্না পেরিয়ে এসে,

আবার চেনা ডাকনাম, এ প্রেমের গান 

তোমাকেই ভালোবেসে। 

এই মেঠোসুর জাগে 

আজ প্রেমেরই অস্তরাগে,

আমার ফেরারি গান, স্বপ্ন স্নান 

অভিমানী অনুরাগে। 

এভাবেও ছুঁয়ে থাকা যায় 

তাকে যত্নে আগলে রাখা যায়,

বুকের বৃষ্টি থামলেও তার  

সোঁদা গন্ধ মাখা যায়,

এভাবেও প্রেমে পড়া যায়।  

চুপিচুপি কানাকানি, 

সব হয়ে যাক জানাজানি,

আমার দিন যাপন, রাত কাহন  

শুধু তোমাকেই জানি। 

এই আল-পথ জানে 

রাত জেগে থাকার মানে,

আমার সুখ মাস্তুল, শান্ত দুকূল 

রাখা আছে কোন খানে।

এভাবেও বেঁচে থাকা যায় 

ভাঙা দেয়ালেও কান পাতা যায়,

ইতিহাস ঢাকা প্রেমের হরফে 

চেনা অক্ষর শেখা যায়। 

এভাবেও প্রেমে পড়া যায় 

সবটুকু তাকে বলা যায়,

উষ্ণ আবেগে নিংড়ে নিয়েও 

একসাথে পথ চলা যায়,

এভাবেও প্রেমে পড়া যায়।।

‘Evabeo Kache Asha Jay’ Song Lyrics by Antara Mitra

Evabeo preme pora jay

Sobtuku take bola jay

Ushno abege ningre niyeo 

Eksathe poth chola jay

Ebhabeo preme pora jay

Evabeo preme pora jay

Sobtuku take bola jay

Ushno abege ningre niyeo 

Eksathe poth chola jay

Ebhabeo preme pora jay

Dhulo makha poth seshe

Joma kanna periye eshe

Abar chena daknaam

E premer gaan

Tomakei valobeshe

Ei methosur jage

Aaj premeri ostorage

Amar ferari gaan shopno snan

Obhimani onurage

Evabeo chuye thaka jay

Taake jotne aagle rakha jay

Buker brishti thamleo tar

Shoda gondho makha jay

Evabeo preme pora jay

Chupi chupi kanakani

Shob hoye jak janajani

Amar din japon raat kahon

Shudhu tomakei jaani

Ei aalpoth jaane

Raat jege thakar mane

Amar sukh mastul shanto dukul

Rakha ache kon khane

Evabeo benche thaka jay

Vanga deyaleo kaan pata jay

Itihash e dhaka premer horofe

Chena okkhor sekha jaay

Evabeo preme pora jay

Sobtuku take bola jay

Ushno abege ningre niyeo 

Eksathe poth chola jay

Ebhabeo preme pora jay

(Visited 9 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *