Gaming With Nayeem এর lifestyle, Uid কোড, ইনকাম, বাড়ি গাড়ি

Gaming With Nayeem এর lifestyle, Uid কোড, ইনকাম, বাড়ি গাড়ি
Gaming With Nayeem এর lifestyle, Uid কোড, ইনকাম, বাড়ি গাড়ি

তো বন্ধুরা টাইটেল দেখে তো অবশ্যই বুঝে গেছেন যে আজকের এই আর্টিকেলটি কাকে নিয়ে তৈরি হচ্ছে। আজকের এই আর্টিকেলটিতে যার সম্পর্কে আমি লিখব সে হচ্ছে বাংলাদেশের অন্যতম ফ্রী ফায়ার গেমিং ইউটিউবার যার গেমপ্লে না দেখলেই নয়। তো সে আর কেউ নয় আমাদের সবার প্রিয় মুখ সবার পরিচিতি Gaming With Nayeem। এখন আমরা জানতে চলেছি তার লাইফস্টাইল সম্পর্কে। আরও জানবো তার গেমিং ইউআইডি, পড়ালেখা, বাড়ি কোথায় এসব সম্পর্কে। আশা করি পুরোটা আর্টিকেল মনযোগ সহকারে পড়বেন।

Gaming With Nayeem কে?

Gaming With Nayeem হচ্ছে বাংলাদেশের অন্যতম লিজেন্ডারি ফ্রি ফায়ার প্লেয়ার। তিনি হচ্ছেন একজন e-Sports প্লেয়ার। তার একটা ইউটিউব চ্যানেল আছে যেটাতে সাবস্ক্রাইবের সংখ্যা ১০ লক্ষ্যেরও বেশী। ওনাকে সবাই বাংলাদেশের সেরা প্লেয়ার বলে থাকে। আর যারা তার চ্যানেল এর সম্পর্কে জানে না তারা ইউটিউবে গিয়ে সার্চ দেন Gaming With Nayeem এরপর তার চ্যানেলটা সবার উপরে আসবে সেখান থেকেই বুঝে যাবেন সে কত বড় মাপের প্লেয়ার। ফ্রি ফায়ারে একটা Gun আছে সেটার নাম Mp40। আর এই Mp40 এতো ভালোভাবে চালায় যে কী বলবো মুগ্ধ হয়ে দেখার মতো। ওয়ার্লডের সবার থেকে পরিচিতি পেয়েছে Mp40 কিং হিসাবে।

 

অন্য আর্টিকেল: Xadikul Gamer এর বায়োগ্রাফি, ফেইস রিভিল, ইনকাম, গার্লফ্রেন্ড?


Gaming With Nayeem এর আসল নাম ও ঠিকানা?

Gaming With Nayeem এর আসল নাম হচ্ছে Nayeem Alam। বাড়িতে সবাই তাকে nayeem নামেই চিনে তাকে। আর তিনি তার নামের সাথেই মিল রেখে নিজের ইউটিউব চ্যানেলটির নামকরণ করেন।

Nayeem Alam এর বাড়ি কোথায়? সেটা জানার জন্য অনেকেই ইউটিউবে বলেন ওয়েবে বলেন সবখানেই সার্চ করে কিন্তু প্রবলেম হচ্ছে তার সম্পর্কে কেউ কোনো কন্টেন্ট তৈরি করে নাই বলে পরিপূর্ণ তথ্য আসে না। তো আপনাদের জানার সুবিধার্থে আমি এই আর্টিকেলটি তৈরি করেছি। তো Gaming With Nayeem এর বাড়ি হচ্ছে চট্টগ্রামে। তিনি চট্টগ্রামের হালিশহরে বসবাস করেন।

Gaming With Nayeem ইউটিউবের আগে কী করতেন?

Nayeem alam ইউটিউবিং করার আগে কোনো কিছুই করতেন না। শুধু পড়ালেখা করতেন। তিনি তার পড়ালেখার সাথে সাথে গেমটাও কন্টিনিউ করতেন যখন তিনি প্রথম কলেজে উঠেছিলেন তখনই ফ্রী ফায়ার গেমটা তার মোবাইলে ইন্সটল করেন এরপর থেকে শুরু করেন তিনি গেমটি খেলা। তিনি বলেছেন মূলত তার বন্ধুদের কথা শুনে তিনি ফ্রী ফায়ার গেমটি ইনস্টল করে খেলা শুরু করে। এখনকার সময়ে সে তার বন্ধুদেরকেও ছাড়িয়ে গিয়েছে এত ভালো গেমপ্লে দিয়ে।

Nayeem Alam এর পরিবারে কে কে আছেন?

বর্তমানে নাঈম ভাইয়ের পরিবারের 5 জন সদস্য রয়েছে। আর এরা হলেন নাঈম ভাইয়ের বাবা মা এবং তার দুটো ছোট বোন ও আরেকটি বড় ভাই। এই পাঁচজন মিলে তাদের এই পরিবার গঠিত। নাঈম ভাই এখনও কোন রিলেশনে জড়ানো নাই। তিনি এখনো পর্যন্ত সিঙ্গেল। আর তিনি তাঁর এক ভিডিওতে বলেছিলেন যে তিনি নাকি রিলেশনের মধ্যে ছিলেন কিন্তু ওইটা ব্রেকআপ হয়ে গেছে এখন আর সে রিলেশন এর মধ্যে নেই। তিনি বলেছেন বর্তমানে রিলেশন ছাড়াই অনেক হ্যাপি রয়েছেন।



Nayeem Alam প্রতি মাসে কত টাকা আয় করেন?

একজন ব্যক্তি তার আয়ের উৎস কখনোই কারো সাথে শেয়ার করে না। ঠিক তেমনি নাঈম আলম ভাইও কিন্তু কারো সাথে শেয়ার করেনি তার ইনকামের কথাটা। এখন কথা হচ্ছে সে যদি না ই শেয়ার করে তাহলে আমি কিভাবে জানলাম। হ্যাঁ আমি জেনেছি একটা ওয়েবসাইটের মাধ্যমে। আর ওই ওয়েবসাইটের মাধ্যমে যে সকল ইউটিউবার রয়েছে সে সকল ইউটিউবারদের ইনকাম কত সেটি দেখা যায়। আর ওয়েবসাইটের নাম হচ্ছে social Blade।

বর্তমানে নাঈম ভাইয়ের ইনকাম হচ্ছে প্রতি মাসে 40 থেকে 60 হাজার টাকা শুধুমাত্র ইউটিউব থেকে। শুধু ইউটিউব থেকেই এ টাকাটা আয় করেন। এরপর রয়েছে স্পনসর্শিপ, স্পন্সরশীপ থেকে তিনি প্রতি মাসে আরো 20 থেকে 30 হাজার টাকা আয় করেন। শুধু তাই নয় এরপরে আরো রয়েছে তার ইনকামের সোর্স e-sports থেকেও কিন্তু ইনকাম করেন। বিভিন্ন টুর্নামেন্টের মধ্যে জয়েন হন, জয়েন হয়ে খেলে প্রতিমাসে ওখান থেকে আরও average ধরতে গেলে 40 থেকে 50 হাজার টাকা পর্যন্ত আয় করেন।

সব মিলিয়ে তার ইনকাম দাঁড়ায় দেড় লক্ষ টাকার মতো। আশা করি বুঝতে পারছেন যে তিনি প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারেন এবং তার ইনকাম সোর্স কত দিক দিয়ে আসে। আশা করি এই তথ্যটি পেয়ে আপনাদের উপকার হয়েছে। কেননা বিভিন্ন জায়গায় আপনারা সার্চ দেন কিন্তু আপনারা সঠিক তথ্য পাননা। তো আমি আপনাদের আজকে সঠিক তথ্য দিলাম অবশ্যই বন্ধুদের সাথে এটি শেয়ার করবেন।

Gaming With Nayem এর uid কোড?

তো বন্ধুরা এইখানে আমি আপনাদের সাথে শেয়ার করব Gaming With Nayeem এর ফ্রি ফায়ার গেমের uid কোড। তো নাঈম আলমের uid কোড হচ্ছে 206923045। তিনি এই আইডি থেকে গেমপ্লে করে তার চ্যানেলে আপলোড দেন। এবং এই আইডি থেকে তিনি তার e-sports খেলাগুলো খেলেন। তো আর দেরি কিসের তাড়াতাড়ি আর এই আইডিতে গিয়ে তার সাথে এড হয়ে যান। আপনার আইডির ভিতরে ঢুকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে দিন।



Gaming With Nayeem এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কত?

বর্তমানে নাঈম ভাইয়ের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব রয়েছে 1 লক্ষ 47 হাজার। আর এই সাবস্ক্রাইবের গুলো তিনি পেয়েছেন 313 টি ভিডিও আপলোড করে। তিনি তার ইউটিউব চ্যানেলে কোন প্রকার ভয়েস দেন না। শুধুমাত্র তার এই মারাত্মক গেমপ্লে দিয়ে এই সাবস্ক্রাইবার গুলো অর্জন করেছেন। তার চ্যানেলের মধ্যে সর্বোচ্চ যেই ভিডিওটি ভিউজ পেয়েছে সেটির ভিউজ এর সংখ্যা হচ্ছে 1 লক্ষ 30 হাজার। মূলত এই ভিডিওটি দিয়ে তিনি ভাইরাল হয়েছেন ইউটিউবের মধ্যে। আর এই ভিডিওটি ছিল টুর্নামেন্ট গেমপ্লে। তো নাঈম ভাইয়ের চ্যানেলের মোট ভিউস হচ্ছে 8 কোটি 81 লক্ষেরও বেশী। যারা যারা এখনো তার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে নিন।

(Visited 88 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *