GW Talha biography |
ফ্রী ফায়ার কমিউনিটিতে অন্যতম একটি জনপ্রিয় গেমিং ইউটিউবার হচ্ছে Gaming With Talha Is Back ইউটিউব চ্যানেলটি। হাসির রাজা রসিক রাজা সবকিছু বলা হয় এই চ্যানেলটিকে। এই চ্যানেলটিতে সবসময় মজার মজার ভিডিও আপলোড করা হয়। আজকের এই আর্টিকেলটিতে আমরা দেখতে যাব যে এই চ্যানেলটি অর্থাৎ Gaming With Talha is Back চ্যানেলটির মাসিক ইনকাম, ফেইস রিভিল, গেমিং uid সম্পর্কে জানতে চলেছে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো কোন প্রকার স্কিপ না করে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন।
Gaming With Talha কে?
gaming with talha is back হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি গেমিং ইউটিউব চ্যানেল। তার চ্যানেলে সব সময় ফানি গেমিং রিলেটেড ভিডিও পাওয়া যায়। তাকে সবাই বলে হাসির রাজা রসিক রাজা তালহা। ফ্রী ফায়ার খেলে এমন ব্যক্তিদের মধ্যে এমন কেউ নেই যে হাসির রাজা তালহা ভাই কে চিনে না। তালহা ভাই অর্থাৎ গেমিং উইথ তালহা ইজ ব্যাক এই চ্যানেলটি বর্তমানে অনেক ট্রেন্ডিংএ আছে।
Gaming With Tahla ভাই এর আসল নাম ও পরিচয়?
বর্তমানে অনেকেই gaming with talha is back এই চ্যানেলটির মালিক এর নাম কি জানো। তো যারা জানো না তো আজকে বলে দিচ্ছি এই আর্টিকেলটিতে। gaming with talha is back এর মালিকের নাম, মোঃ আবু তালহা। নামটি তার ইউটিউব চ্যানেলের সাথে মিলিয়ে রেখেছে। আমরা অনেকেই তো জানি যে তার চ্যানেলের নাম তালহা। চ্যানেলের নাম দেখেই তার নামটা আমার আমরা সবাই জানতে পারি আগে থেকেই। এরপর সে তাঁর একটি QnA ভিডিওতে তার পুরা নাম বলেছেন। আর যারা যারা উনাকে আগে থেকে চিনতেন না তাদেরকে বলছি উনার একটি ইউটিউব চ্যানেল আছে আর ওই চ্যানেলের নাম gaming with talha is back। আপনি চাইলে চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন।
Gaming with Talha দিনাজপুরের নবাবগঞ্জে বসবাস করেন। তাদের ফ্যামিলিতে রয়েছে তার মা-বাবা এক ভাই ও দুই বোন। Gaming with Talha বর্তমানে ঢাকাতে তাদের পুরো পরিবার সহ বসবাস করেন। তিনি এর আগে পড়ালেখা করতেন। এরপর পরিবারের অবস্থার কারণে পড়ালেখা থেকে সরে যান এরপর তিনি একটি কাজের নিয়োগ নেন। আর এই কাজের সাথে সাথে তিনি তাঁর ফ্রী ফায়ার গেমটি চালিয়ে যান। এখন বর্তমানে তিনি আবার পড়ালেখা শুরু করেছেন তাদের ফ্যামিলির অবস্থা ভালো হওয়ার কারণে। তাদের ফ্যামিলির যে দুই বোন আছে তাদের বিয়ে হয়ে গেছে আর যে এক ভাই আছে সে আমাদের তালহা ভাই। এখন বর্তমানে তালহা এবং তার বাবা মা একসাথে থাকেন ঢাকাতে।
Gaming with Talha কীভাবে ইউটিউবে এসেছে?
একটি সফল মানুষের জীবন বৃত্তান্ত কাহিনী সবাই জানতে চায়। তো gaming with talha হচ্ছে সফলদের মধ্যে অন্যতম। তো তিনি কীভাবে বেড়ে উঠেছে বা কিভাবে ইউটিউবে এসেছে তারপরও লাইফ journey এখন বলব।gaming with talha ছোটবেলা থেকেই তার গেমের প্রতি আগ্রহ ছিল। কিন্তু পরিবার থেকে সাপোর্ট না পাওয়ায় তার তেমন একটা গেম খেলা হতো না। gaming with talha যখন ঢাকায় এসে কাজ করে তখন থেকে তার গেম খেলা সমর্থ হয়। তিনি তার কাজের ফাঁকে মাঝে মাঝে এই গেমগুলা খেলত। তো হঠাৎ একদিন তার মনে হলো যে গেম খেলে তো অর্থ উপার্জন করা যায়? এরপর তিনি ইউটিউব চ্যানেল খুলে ভিডিও করা শুরু করে দিয়েছিল। তিনি প্রথম প্রথম টিপস-এন্ড-ট্রিকস এর ভিডিও আপলোড করতেন। তো তখন তার চ্যানেলে কোন ভিউস ছিলনা। এরপর একদিন কিভাবে যেন তিনি হঠাৎ করে একটা গেমের মধ্যে টিপস-এন্ড-ট্রিকস এর ভিডিও বানাতে গিয়ে মরে যায় এবং এই ভিডিওটি ইউটিউবে আপলোড করে এরপর থেকে তালহাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর থেকে তার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তে শুরু করে আজকে তার জন্য সাবস্ক্রাইবার দেয়ার মিলিয়নের বেশি।
Gaming With Talha এর গেইমিং UID?
gaming with talha ভাইয়ের uid হচ্ছে 10917522। অনেকেই হয়তো জানেনা gaming with talha এর এই uid কোডটি 10917522। এই ইউআইডি কোড টি যদি আপনার জন্য উপকার হয়ে থাকে হলে অবশ্যই আমার এই ব্লগটিতে একটি কমেন্ট করে দিবেন। এতে করে আমি আরো উৎসাহিত হব এবং আপনাদের জন্য অন্যান্য গেইমারদের uid কোড নিয়ে আসবো।
Gaming With Talha youtube status?
বর্তমানে Gaming With Talhar সাবস্ক্রাইবার এর সংখ্যা 1.57 মিলিয়ন। যা বলতে গেলে ১৫ লক্ষ ৭০ হাজার এর উপরে। তিনি খুব কম সময়ই তার এই চ্যানেলটিকে grow করে ফেলেছেন। মাত্র দুই বছরে তার চ্যানেলের মধ্যে 1.5 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার অতিক্রম হয়েছে। তার ইউটিউব চ্যানেলটি মোট ভিডিওর সংখ্যা ১৯৪টি। মাত্র এই কটা ভিডিও আপলোড দিয়ে তিনি আজকে 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছে। gaming with talha এর মোট ভিডিওর ভিউস হচ্ছে ১৫ কোটির মতো।
Talha ভাইয়ের মাসিক আয় কত টাকা?
একটা ইউটিউব চ্যানেল থাকলে অবশ্যই এটার মধ্যে ইনকাম থাকবে। উনার চ্যানেল প্রতিমাসে যথেষ্ট পরিমাণে ইনকাম হয়। তো আমরা অনেকেই তার ইনকাম টা সম্পর্কে জানতে চাচ্ছি কিন্তু তা সম্ভব হয়ে উঠছে না কারণ কেউ তো আর কারো ইনকাম সরাসরি বলে না। তো আজকের এই আর্টিকেলটিতে আমি আপনাদের তার ইনকাম তো বলতে পারব না কিন্তু এর একটি ধারণা দিতে পারব তো চলুন দেখে নেই যে তার ইনকাম কতটুক পর্যন্ত হতে পারে। social blade এর তথ্য অনুযায়ী বর্তমানে তালহার ইউটিউবে ইনকাম ৩ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা। কিন্তু এটার ধারণা সঠিক নয় কারণ বাংলাদেশে এতটা ইনকাম হয় না যতটা না social blade ওয়েবসাইটটি show করে। তো আমি ধরে নিতে পারি তার ইনকাম শুধুমাত্র ইউটিউব থেকে ২ লাখ টাকা। তাছাড়া তার চ্যানেলে বিভিন্ন প্রমোশন পেয়ে থাকে আর ওই প্রমোশন থেকে আরো এক লক্ষ টাকার মতো পেয়ে যান। সুতরাং তার মোট ইনকাম প্রতি মাসে তিন লক্ষ টাকা থাকে কনফার্ম।
Gaming With Talhar most viewed video?
নিচে Gaming With Talhar ইউটিউব চ্যানেলের ভিডিওটির লিংক দেওয়া হলো। আপনি চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি ট্রিপল আর এর সাথে তৈরি করেছিলো। আর এই ভিডিওটিই ভাইরাল হয়ে আছে। এটিতে বর্তমানে ভিউস সংখ্যা 2.8 মিলিয়ন যেটা সবগুলো ভিডিওর উপরে।