download Webmoney app without any issue.
আপনি কী Webmoney Apps টি ডাউনলোড করতে চাচ্ছেন? কিন্তু কিছুতেই ডাউনলোড করতে পারছেন না? তাই আপনার জন্য এই আর্টিকেলটি। এখানে আমি আপনাদের বলে দিবো বা লিংক দিয়ে দিবো কীভাবে webmoney অফিসিয়াল এপটি ডাউনলোড করবেন খুব সহজে।
কেনো Webmoney apps টা ডাউনলোড করা যাচ্ছে না?
বর্তমানে বেশ কয়েকদিন যাবৎ ধরে দেখা যাচ্ছে webmoney apps টি আমরা Google Play Store এ খুজেঁ পাচ্ছি না। এর কারণ কী আমরা জানি? না আমরা জানি না। আর জানবোই বা কী করে এখনও পর্যন্ত কোনো ইউটিউবার বা ব্লগার বলেনাই এটি সম্পর্কে। তো আমি চেষ্টা করবো এর সম্পূর্ণ কারণটি বলতে এবং এর সলিউশন দিয়ে দিবো।
আমরা যখন Google Play Store এ গিয়ে সার্চ দেই Webmoney app অথবা webmoney apps download কিন্তু আমরা এর কোনো আউটপুট পাই না। এই apps টার বদলে অন্যান্য apps show করে কিন্তু এটি show করে না। আবার যদি কোনো ইউটিউবারের ভিডিও থেকে লিংকটিতে ক্লিক করি তখন রিডাইরেক্ট হয়ে দেখায় যে This App isn’t available in your country.
This App isn’t available in your country
বর্তমানে বেশীরভাগ সময় কোনো App ডাউনলোড করতে গিয়ে আমরা Google Play Store এ গিয়ে এটি face করি। কিন্তু এর প্রাথমিক কোনো উত্তর আমরা জানি না তাই তো? এখন বলি, যখন একটা app show করবে না চোখের সামনে তখন বুঝে নিতে হবে যেকোনো একটা কারণ বসত এটি show করছে না।
এটি show না করার বেশ কয়েকটা কারণ রয়েছে তা উল্লেখ্য ভাবে দেওয়া আছে। প্রথমত যেই apps টি এরকম দেখাবে This app is not available in your country তখন ধরে নিবেন এটি আপনার শহরের সাথে দেশের সাথে adjustable নয়। তাই এরকম দেখাচ্ছে। আবার অনেক সময় এটিও দেখায় This app not available in your device. এরকম দেখলে বুঝে নিবেন সেই Appsটি যেটি আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সেটি আপনার device এর জন্য উপলব্ধ নয়। কারণ এই apps টি যেই ভার্সনে বের করা হয়েছে হয়তো আপনার ডিবাইসটি সেই ভার্সনের চেয়েও কম।
এরকম দেখালে কী করণীয়?
এরকম দেখালে আপনি কিছুতেই আপনার কাঙ্ক্ষিত এপ্লিকেশন টি ডাউনলোড করতে পারবেন না। কেনো না কিছুতেই এটির উপলব্ধ হবে না আপনার ফোনটি। এর জন্য যেটি করতে হবে আপনাকে গুগলে যেতে হবে এরপর সার্চ করুন Apkpure.com এরপর পর যেই সাইটটি আসবে সেটিতে যান। যাওয়ার পর সেখানেও সার্চবার দেখতে পাবেন সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত এপ্লিকেশনটি সার্চ করুন। এবং খুব সহজেই কোনো রকম ঝামেলা বিহিন আপনি আপনার এপ্লিকেশন টি ডাউনলোড করতে পারবেন।
ডাউনলোড হবার পর ফাইল ম্যানেজারে গিয়ে ইন্সটল করে নিন। এর পর থেকেই আপনার সেই apps টি নিচিন্তায় ব্যবহার করতে পারবেন। এতে কোনো প্রকার রিস্ক থাকবে না।
How to Download Webmoney App From Bangladesh 2022
যদি আপনি এভাবে ডাউনলোড করতে comfortable ফিল না করেন তবে আপনাকে আরও বেশ কিছুদিন ওয়েট করতে হবে কখন আপনার ডিবাইসে বা কান্ট্রিতে এটি উপলব্ধ হবে। আর একটা কথা এইভাবে ডাউনলোড করলে যেই সাইটটা থেকে বলছি ওইটা থেকে করলে কোনো ঝুকিই থাকবে না ১০০% সিউর দিয়ে বলা যাচ্ছে।
Webmoney Apps টি আপনার কেনো দরকার?
আপনি যেহুতু এই এপ্লিকেশন টি খুজছেন তো নিশ্চয়ই আপনার এটা প্রয়োজন। কিন্তু কী কারণে আপনি এটি ব্যবহার করতে পারেন। আপনি যদি বাংলাদেশী হয়ে থাকেন তবে আপনার জন্যে এটি অনেক গুরুত্বপূর্ণ হবে। কারণ বাংলাদেশের মধ্যে বিভিন্ন ব্যাংকে ডলার আনা যায় কিন্তু নেওয়া যায় না। তাই এটির মাধ্যমে দেওয়া নেওয়া করতে পারবেন। যদিও এটি illegal way তাও খুব জনপ্রিয়তা পেয়ে আছে বাংলাদেশের মানুষের কাছে।
এটি কখন দরকার পরে? আপনি যখন ইন্টারনেটে বৈদেশিক কিছু কিনা কাটা করতে যাবেন তখন এটিকে ব্যবহার করতে পারবেন। বর্তমানে এটিকে সকল সাইট এক্সেপ্ট করে থাকে। আপনিও যদি অনলাইনে কিছু কিনতে চান যা বাংলাদেশ থেকে পে করা পসিবল নয় তবেই আপনার কাছে সাজেস্ট চলে আসবে webmoney ব্যাংকটি। যেটা ইউজ করে আনলিমিটিএড পে করতে পারবেন কোনো প্রকার বাড়তি খরচ ছাড়া।
Webmoney Official Apps Download Link
আপনি এই লিংকটির মাধ্যমে খুব সহজেই আপনার এই কাঙ্ক্ষিত এপটি ইন্সটল করতে পারবেন। আপনাকে এতোটা কষ্ট করতে হবে না webmoney appটি ডাউনলোড করতে।নিচে আমি webmoney apps এর ডাউনলোড লিংকটি দিয়ে রাখছি। এটিতে ক্লিক করে সরাসরি যেই ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে লেখা থাকবে ডাউনলোড অপশন। সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। আর ইউস করুন এবং ইন্সটল করুন সেই ফিনান্স এপ ব্যাংকিক এপটি।
আশা করি এই আর্টিকেলটি আপনার উপকারে আসছে। যদি ভালো লেগে থাকে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। এরকম আরও ইউজফুল কন্টেন্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।